নয়াদিল্লি, 10 মে: ম্যাচে হারের পর জনসমক্ষে কেএল রাহুলকে তিরস্কার করতে দেখা গিয়েছিল এলএসজি-র মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে ৷ যা নিয়ে সোশাল মিডিয়ায় গোয়েঙ্কার আচরণের নিন্দায় সরব হয়েছে ক্রিকেট অনুরাগীরা ৷ এবার গোয়েঙ্কার বিরুদ্ধে সরব হলেন, ভারতীয় পেসার মহম্মদ শামি ৷ টিভি ক্যামেরার সামেন গোয়েঙ্কার ওই আচরণ 'লজ্জাজনক' বলে মন্তব্য করলেন তিনি ৷ গোয়েঙ্কার নাম না করেই শামির পরামর্শ, টিম মালিকদের নিজেদের একটা এক্তিয়ারের মধ্যে থাকা উচিত ৷
গত বুধবার রাতে লখনউ সুপার জায়ান্টসকে বিস্ফোরক ব্যাটিংয়ের সুবাদে 10 উইকেটে হারায় সানরাইজার্স হায়দরাবাদ ৷ যে ম্যাচে মাত্র 9.4 ওভারে 167 রান তুলে দেন ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা ৷ সেই ম্যাচ শেষে এলএসজি মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে দেখা যায় সর্বসমক্ষে কেএল রাহুলকে তিরস্কার করতে দেখা যায় ৷ যে দৃশ্য ক্ষণিকের মধ্যে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ৷
সেই ঘটনা প্রসঙ্গে শামি বলেন, "খেলাধূলার মাঠে এই ধরনের আচরণের কোনও জায়গা নেই ৷ কোটি কোটি মানুষ আপনাকে দেখে শিখছে ৷ যদি, এই ধরনের ঘটনা ক্যামেরার সামনে ঘটে এবং আপনি ওই ধরনের প্রতিক্রিয়া দেখছেন ৷ এটা লজ্জাজনক ৷"
এরপরেই আরও কঠোর শোনায় মহম্মদ শামিকে ৷ তিনি বলেন, "কথা বলার সময় আপনার নিজের একটা এক্তিয়ার থাকা উচিত ৷ এসব হলে খুবই বাজে বার্তা যায় ৷"
যদিও, পরবর্তীতে লখনউ সুপার জায়ান্টস ফ্র্যাঞ্চাইজির তরফে বিষয়টিকে হালকা করার চেষ্টা হয়েছে ৷ কিন্তু, কোটি-কোটি দর্শকের সামনে সঞ্জীব গোয়েঙ্কার আগ্রাসী আচরণই সবার নজরে এসেছে ৷ উল্লেখ্য, দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালস ম্যাচেও এমনই ঘটনা ঘটেছে ৷ যেখানে সঞ্জু স্যামসনের আউট-বিতর্কে ভিভিআইপি গ্যালারি থেকে ডিসি-র মালিক পার্থ জিন্দালকে আউট-আউট বলে আঙুল উঁচিয়ে অঙ্গভঙ্গি করতে দেখা যায় ৷ পার্থ জিন্দালের সেই আচরণেরও সমালোচনা হয়েছে ৷ (পিটিআই)
আরও পড়ুন: