ETV Bharat / sports

গড়াল না একটি বলও, বৃষ্টিতে ধুয়ে গেল কানপুর টেস্টের দ্বিতীয় দিন - INDIA vs BANGLADESH TEST - INDIA VS BANGLADESH TEST

IND vs BAN 2nd TEST: ভারতের মাটিতে ন'বছর পর বৃষ্টির কারণে ধুয়ে গেল কোনও টেস্ট ম্য়াচের গোটা একটা দিন ৷ কানপুর টেস্টের দ্বিতীয় দিন বৃষ্টির জেরে গড়াল না একটি বলও ৷ তৃতীয়দিন কেমন থাকবে আবহাওয়া?

INDIA vs BANGLADESH TEST
বৃষ্টিতে ধুয়ে গেল দ্বিতীয় দিন (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Sep 28, 2024, 3:24 PM IST

কানপুর, 28 সেপ্টেম্বর: আশঙ্কার দোলাচলে শুরু হওয়া কানপুরে প্রথমদিন বৃষ্টির জেরে খেলা হয়েছিল মাত্র 35 ওভার ৷ শনিবার তাও সম্ভব হল না ৷ অবিরাম বারিধারায় ভারত বনাম বাংলাদেশ কানপুর টেস্টের দ্বিতীয়দিন গড়াল না একটি বলও ৷ দুপুর 2টো নাগাদ মাঠ পরিদর্শনের পর সরকারিভাবে দ্বিতীয় দিনের খেলা বাতিল ঘোষণা করেন দুই আম্পায়ার ৷

শনিবার সকাল থেকে গ্রিন পার্কে চলছিল ঝিরঝিরে বৃষ্টি ৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় মুষলধারে বৃষ্টি ৷ দিনের শুরু থেকেই খেলা হওয়ার সম্ভাবনা ছিল ক্ষীণ ৷ মুষলধারে বৃষ্টি শুরু হওয়ার পর ধীরে ধীরে সেই সম্ভাবনায় সিলমোহর পড়ে ৷ শেষবার ভারতের মাটিতে কোনও টেস্ট ম্য়াচের পুরো একটি দিন বৃষ্টির জেরে ধুয়ে গিয়েছিল 9 বছর আগে ৷ 2015 সালে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্টের দ্বিতীয় থেকে পঞ্চমদিন বৃষ্টির জেরে পণ্ড হয়েছিল ৷ দিনের খেলা সরকারিভাবে বাতিল ঘোষণা হওয়ার সময় বৃষ্টি থামলেও মাঠ খেলা হওয়ার মতো পরিস্থিতিতে ছিল না ৷

শুক্রবার বৃষ্টির জেরে একঘণ্টা বাদে শুরু হয়েছিল ম্যাচ ৷ পরবর্তীতে মন্দ আলোর জেরে দ্বিতীয় সেশনেই প্রথমদিনের খেলা শেষ করে দেন দুই আম্পায়ার ৷ 3 উইকেট হারিয়ে 107 রানে প্রথমদিনের খেলা শেষ করে বাংলাদেশ ৷ গ্রিন পার্ক স্টেডিয়ামে শুক্রবার টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ মর্নিং সেশনে জোড়া উইকেট তুলে নিয়ে সফরকারী দলকে চাপে রাখেন বঙ্গ পেসার আকাশদীপ ৷ দ্বিতীয় সেশনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর উইকেট তুলে নেন রবিচন্দ্রন অশ্বিন ৷

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী তৃতীয়দিনের খেলাও বৃষ্টির কারণে ধুয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল ৷ যদিও শনিবারের তুলনায় রবিবার শতকরা হিসেবে বৃষ্টির সম্ভাবনা কম ৷ তবে তৃতীয়দিনের খেলাও যে বিঘ্নিত হবে, তা একপ্রকার নিশ্চিত ৷ উল্লেখ্য, 280 রানে চেন্নাই টেস্ট জিতে দু'ম্যাচের টেস্ট সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে ভারত ৷ বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও শীর্ষে রোহিত শর্মা ব্রিগেড ৷

কানপুর, 28 সেপ্টেম্বর: আশঙ্কার দোলাচলে শুরু হওয়া কানপুরে প্রথমদিন বৃষ্টির জেরে খেলা হয়েছিল মাত্র 35 ওভার ৷ শনিবার তাও সম্ভব হল না ৷ অবিরাম বারিধারায় ভারত বনাম বাংলাদেশ কানপুর টেস্টের দ্বিতীয়দিন গড়াল না একটি বলও ৷ দুপুর 2টো নাগাদ মাঠ পরিদর্শনের পর সরকারিভাবে দ্বিতীয় দিনের খেলা বাতিল ঘোষণা করেন দুই আম্পায়ার ৷

শনিবার সকাল থেকে গ্রিন পার্কে চলছিল ঝিরঝিরে বৃষ্টি ৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় মুষলধারে বৃষ্টি ৷ দিনের শুরু থেকেই খেলা হওয়ার সম্ভাবনা ছিল ক্ষীণ ৷ মুষলধারে বৃষ্টি শুরু হওয়ার পর ধীরে ধীরে সেই সম্ভাবনায় সিলমোহর পড়ে ৷ শেষবার ভারতের মাটিতে কোনও টেস্ট ম্য়াচের পুরো একটি দিন বৃষ্টির জেরে ধুয়ে গিয়েছিল 9 বছর আগে ৷ 2015 সালে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্টের দ্বিতীয় থেকে পঞ্চমদিন বৃষ্টির জেরে পণ্ড হয়েছিল ৷ দিনের খেলা সরকারিভাবে বাতিল ঘোষণা হওয়ার সময় বৃষ্টি থামলেও মাঠ খেলা হওয়ার মতো পরিস্থিতিতে ছিল না ৷

শুক্রবার বৃষ্টির জেরে একঘণ্টা বাদে শুরু হয়েছিল ম্যাচ ৷ পরবর্তীতে মন্দ আলোর জেরে দ্বিতীয় সেশনেই প্রথমদিনের খেলা শেষ করে দেন দুই আম্পায়ার ৷ 3 উইকেট হারিয়ে 107 রানে প্রথমদিনের খেলা শেষ করে বাংলাদেশ ৷ গ্রিন পার্ক স্টেডিয়ামে শুক্রবার টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ মর্নিং সেশনে জোড়া উইকেট তুলে নিয়ে সফরকারী দলকে চাপে রাখেন বঙ্গ পেসার আকাশদীপ ৷ দ্বিতীয় সেশনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর উইকেট তুলে নেন রবিচন্দ্রন অশ্বিন ৷

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী তৃতীয়দিনের খেলাও বৃষ্টির কারণে ধুয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল ৷ যদিও শনিবারের তুলনায় রবিবার শতকরা হিসেবে বৃষ্টির সম্ভাবনা কম ৷ তবে তৃতীয়দিনের খেলাও যে বিঘ্নিত হবে, তা একপ্রকার নিশ্চিত ৷ উল্লেখ্য, 280 রানে চেন্নাই টেস্ট জিতে দু'ম্যাচের টেস্ট সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে ভারত ৷ বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও শীর্ষে রোহিত শর্মা ব্রিগেড ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.