ETV Bharat / sports

প্রবীণের লাফে ষষ্ঠ সোনা জিতে টোকিয়োর নজির টপকাল ভারত - PARIS PARALYMPICS 2024

author img

By ETV Bharat Sports Team

Published : Sep 6, 2024, 5:32 PM IST

Updated : Sep 6, 2024, 6:00 PM IST

PRAVEEN KUMAR WINS GOLD: এশিয়ান রেকর্ড গড়ে টি64 ইভেন্টে পোডিয়াম শীর্ষে শেষ করলেন ভারতীয় হাই-জাম্পার প্রবীণ কুমার ৷ প্যারালিম্পিক্সে ষষ্ঠ সোনা এল ভারতের ঘরে ৷ সামগ্রিকভাবে পদক তালিকায় টোকিয়োকে আগেই পিছনে ফেলেছিলেন প্যারা-অ্যাথলিটরা ৷ এবার সোনার নিরিখেও টোকিয়ো প্য়ারালিম্পিক্সকে টপকে গেল ভারত ৷

PRAVEEN KUMAR WINS GOLD
প্রবীণের লাফে এল সোনা (AFP)

প্যারিস, 6 সেপ্টেম্বর: কনিষ্ঠ প্য়ারা-অ্যাথলিট হিসেবে পদক জিতেছিলেন টোকিয়োয় ৷ তিন বছর বাদে প্য়ারিসের পদকের রং বদলালেন হাই-জাম্পার প্রবীণ কুমার ৷ এশিয়ান রেকর্ড গড়ে টি64 ইভেন্টে পোডিয়াম শীর্ষে শেষ করলেন ভারতের অ্যাথলিট ৷ প্রবীণের লাফে চলতি প্যারালিম্পিক্সে ষষ্ঠ সোনা এল ভারতের ঘরে ৷ সামগ্রিকভাবে পদক তালিকায় টোকিয়োকে আগেই পিছনে ফেলেছিলেন প্যারা-অ্যাথলিটরা ৷ এবার শুধু সোনার নিরিখেও টোকিয়ো প্য়ারালিম্পিক্সকে টপকে গেল ভারত ৷

কনিষ্ঠ প্যারা অ্যাথলিট হিসেবে টোকিয়োয় রুপো জিতেছিলেন উত্তরপ্রদেশের এই হাই-জাম্পার ৷ তিন বছর পর এসে 2.08 মিটার লাফিয়ে ইতিহাস লিখলেন প্রবীণ ৷ সোনা জয়ের পথে গড়লেন এশিয়ান রেকর্ডও ৷ প্রবীণের সোনায় চলতি প্যারালিম্পিক্সে 26তম পদক এল ভারতের ঘরে ৷ যা গতবারের তুলনায় 7 বেশি ৷ হাই-জাম্পের টি64 ইভেন্টে এদিন রুপো জিতলেন যুক্তরাষ্ট্রের ডেরেক লকিডেন্ট এবং ব্রোঞ্জ জিতলেন তেমুরবেক গিয়াজভ ৷

প্যারিস প্যারালিম্পিক্সে পোডিয়াম ফিনিশ করা তৃতীয় হাই-জাম্পার হলেন প্রবীণ ৷ এর আগে টি63 ইভেন্টে রুপো এবং ব্রোঞ্জ জিতেছিলেন যথাক্রমে শরদ কুমার এবং মারিয়াপ্পান থাঙ্গাভেলু ৷ এর আগে প্যারালিম্পিক্স হাই-জাম্পে দেশকে প্রথম সোনা এনে দিয়েছিলেন মারিয়াপ্পান-ই ৷ 2016 রিও অলিম্পিক্সে পোডিয়াম টপে ফিনিশ করেছিলেন তিনি ৷

সেদিক থেকে দেখতে গেলে দ্বিতীয় হাই-জাম্পার হিসেবে প্য়ারালিম্পিক্স থেকে সোনা আনলেন প্রবীণ ৷ জন্ম থেকেই একটি পা ছোট প্য়ারিসে ষষ্ঠ সোনা এনে দেওয়া এই হাই-জাম্পারের ৷ সোনা জয়ের পর প্রবীণকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি লেখেন, "নতুন উচ্চতা ছোঁয়ার জন্য এবং প্যারালিম্পিক্সের টি64 ইভেন্টে সোনা জয়ের জন্য প্রবীণ কুমারকে অভিবাদন ৷ ওর একাগ্রতা এবং দৃঢ়তা দেশকে সাফল্য এনে দিল ৷ ভারত তাঁর জন্য গর্বিত ৷"

প্যারিস, 6 সেপ্টেম্বর: কনিষ্ঠ প্য়ারা-অ্যাথলিট হিসেবে পদক জিতেছিলেন টোকিয়োয় ৷ তিন বছর বাদে প্য়ারিসের পদকের রং বদলালেন হাই-জাম্পার প্রবীণ কুমার ৷ এশিয়ান রেকর্ড গড়ে টি64 ইভেন্টে পোডিয়াম শীর্ষে শেষ করলেন ভারতের অ্যাথলিট ৷ প্রবীণের লাফে চলতি প্যারালিম্পিক্সে ষষ্ঠ সোনা এল ভারতের ঘরে ৷ সামগ্রিকভাবে পদক তালিকায় টোকিয়োকে আগেই পিছনে ফেলেছিলেন প্যারা-অ্যাথলিটরা ৷ এবার শুধু সোনার নিরিখেও টোকিয়ো প্য়ারালিম্পিক্সকে টপকে গেল ভারত ৷

কনিষ্ঠ প্যারা অ্যাথলিট হিসেবে টোকিয়োয় রুপো জিতেছিলেন উত্তরপ্রদেশের এই হাই-জাম্পার ৷ তিন বছর পর এসে 2.08 মিটার লাফিয়ে ইতিহাস লিখলেন প্রবীণ ৷ সোনা জয়ের পথে গড়লেন এশিয়ান রেকর্ডও ৷ প্রবীণের সোনায় চলতি প্যারালিম্পিক্সে 26তম পদক এল ভারতের ঘরে ৷ যা গতবারের তুলনায় 7 বেশি ৷ হাই-জাম্পের টি64 ইভেন্টে এদিন রুপো জিতলেন যুক্তরাষ্ট্রের ডেরেক লকিডেন্ট এবং ব্রোঞ্জ জিতলেন তেমুরবেক গিয়াজভ ৷

প্যারিস প্যারালিম্পিক্সে পোডিয়াম ফিনিশ করা তৃতীয় হাই-জাম্পার হলেন প্রবীণ ৷ এর আগে টি63 ইভেন্টে রুপো এবং ব্রোঞ্জ জিতেছিলেন যথাক্রমে শরদ কুমার এবং মারিয়াপ্পান থাঙ্গাভেলু ৷ এর আগে প্যারালিম্পিক্স হাই-জাম্পে দেশকে প্রথম সোনা এনে দিয়েছিলেন মারিয়াপ্পান-ই ৷ 2016 রিও অলিম্পিক্সে পোডিয়াম টপে ফিনিশ করেছিলেন তিনি ৷

সেদিক থেকে দেখতে গেলে দ্বিতীয় হাই-জাম্পার হিসেবে প্য়ারালিম্পিক্স থেকে সোনা আনলেন প্রবীণ ৷ জন্ম থেকেই একটি পা ছোট প্য়ারিসে ষষ্ঠ সোনা এনে দেওয়া এই হাই-জাম্পারের ৷ সোনা জয়ের পর প্রবীণকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি লেখেন, "নতুন উচ্চতা ছোঁয়ার জন্য এবং প্যারালিম্পিক্সের টি64 ইভেন্টে সোনা জয়ের জন্য প্রবীণ কুমারকে অভিবাদন ৷ ওর একাগ্রতা এবং দৃঢ়তা দেশকে সাফল্য এনে দিল ৷ ভারত তাঁর জন্য গর্বিত ৷"

Last Updated : Sep 6, 2024, 6:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.