প্যারিস, 9 অগস্ট: অলিম্পিক্স যে দেশের জার্সিতে তাঁর শেষ প্রতিযোগিতা, সেটা পিআর শ্রীজেশ ঘোষণা করেছিলেন আগেই ৷ ব্রোঞ্জ জিতে তাঁকে ‘পুরস্কার’ দিয়েছে ‘মেন ইন ব্লু’ ৷ পোডিয়ামে উঠেও অধিনায়ক হরমনপ্রীত বারবার শ্রীজেশকে দেখাচ্ছিলেন ৷ বুঝিয়ে দিচ্ছিলেন, ভারতীয় হকি দলের এই সাফল্যের অন্যতম কাণ্ডারি শ্রীজেশ ৷
এবার ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন জানিয়ে দিল, প্যারিস অলিম্পিক 2024-এর সমাপ্তি অনুষ্ঠানে পিস্তল শুটার মনু ভাকেরের সঙ্গে যৌথ পতাকাবাহী হবেন শ্রীজেশ ৷ আইওএ সভাপতি পিটি ঊষা বলেন, ‘‘শেফ দ্য মিশন গগন নারাং এবং সমগ্র ভারতীয় দল-সহ আইওএ নেতৃত্বও শ্রীজেশের কেরিয়ারে মুগ্ধ ৷ দু’দশকেরও বেশি সময় ধরে দেশের হকি এবং খেলাধুলাকে অনেক কিছু দিয়েছেন তিনি ৷’’
🚨- Sreejesh named India flagbearer with Manu Bhaker for Paris 204 Closing Ceremony
— Team India (@WeAreTeamIndia) August 9, 2024
Paris, August 9: The Indian Olympic Association is delighted to announce the nomination of hockey goalkeeper PR Sreejesh as the joint flagbearer with pistol shooter Manu Bhaker at the Closing…
18 বছরের বর্ণময় কেরিয়ার উজাড় করে দিয়েছে কেরলের শ্রীজেশকে ৷ যার মধ্যে বোধহয় সবচেয়ে উপরে থাকবে টোকিয়োয় ব্রোঞ্জ জয় ৷ যা 41 বছর পর অলিম্পিক্স হকিতে পদক দিয়েছিল ভারতকে ৷ চলতি অলিম্পিক্সেও দারুণ ছন্দে ছিলেন শ্রীজেশ ৷ কোয়ার্টার ফাইনালে গ্রেট ব্রিটেনকে পেনাল্টি শুট-আউটে হারানোর পিছনে তাঁর অবদান অনস্বীকার্য ৷ ব্রোঞ্জ জয়ের ম্যাচেও স্পেনের বিরুদ্ধে দুর্দান্ত লড়াই চালান তিনি ৷ তেকাঠির সামনে তিনি দেওয়ালের মতোই দূর্ভেদ্য ৷
2006 দক্ষিণ এশিয়ান গেমসে আন্তর্জাতিক হকিতে আত্মপ্রকাশ পিআর শ্রীজেশের ৷ কেরিয়ারে ভারতের বহু সাফল্যের শরিক তিনি ৷ এর মধ্যে রয়েছে 2014 এশিয়ান গেমসে সোনা, 2018 এশিয়াডে ব্রোঞ্জ ৷ এছাড়া 2018 ভারতের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দল, 2019 এফআইএইচ মেন্স সিরিজ ফাইনালসের চ্যাম্পিয়ন দলের সদস্য তিনি ৷