নয়াদিল্লি, 15 অগস্ট: বৃহস্পতিবার প্যারিস অলিম্পিক্সে অংশ নেওয়া ভারতীয় দলের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের পর মনু ভাকের, আমন শেরাওয়াতদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী ৷ জোড়া ব্রোঞ্জজয়ী মনুর কাছ থেকে পিস্তলের খুঁটিনাটিও শিখেছেন ৷ কিন্তু অনুষ্ঠানে দেখা মেলেনি নীরজ চোপড়ার ৷ কোথায় গেলেন জ্যাভলার ?
প্যারিস যাওয়ার আগেও ভারতীয় দলের সঙ্গে দেখা করেছিলেন মোদি ৷ প্রধানমন্ত্রীর আবদারে নীরজ জানিয়েছিলেন, প্যারিস থেকে ফিরেই মা’য়ের হাতে তৈরি চুর্মার ট্রিট দেবেন ৷ টোকিয়ো অলিম্পিক্সে সোনা জেতা জ্যাভলারের থেকে এবারও সোনার আশায় বুক বেঁধেছিল দেশ ৷ যদিও পাকিস্তানের আর্শাদ নাদিমের কাছে হেরে সোনা জেতা হয়নি ৷ রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ‘সোনার ছেলে’কে ৷
Every player who went to Paris is a champion. The Government of India will continue to support sports and ensure that a top-quality sporting infrastructure is built. pic.twitter.com/WhgID22Bps
— Narendra Modi (@narendramodi) August 15, 2024
রুপো পেলেও ইতিহাস গড়েছেন নীরজ ৷ ট্র্যাক অ্যান্ড ফিল্ডে প্রথম অ্যাথলিট হিসেবে দেশকে জোড়া পদক এনে দিয়েছেন ৷ ফলে সোনাজয়ীর আসনেই তাঁকে বসিয়েছে দেশ ৷ এদিন মোদি সাক্ষাতে সবাইকে দেখা গেলেও নীরজকে দেখা যায়নি ৷ জানা গিয়েছে, এখনও দেশে ফেরেননি নীরজ ৷ প্যারিস থেকে সোজা জার্মানি গিয়েছেন তিনি ৷ অলিম্পিক্স চলাকালীনই জানিয়েছিলেন, কুঁচকির চোট ভোগাচ্ছে ৷ তা নিয়ে ডাক্তারের পরামর্শ নিতেই জার্মানি গিয়েছেন নীরজ ৷ পাশাপাশি শুরু করে দেবেন ডায়মন্ড লিগের প্রস্তুতিও ৷
প্যারিস থেকে ছ’টি পদক নিয়ে ফিরেছে ভারত ৷ চতুর্থ স্থানে শেষ করে একটুর জন্য পোডিয়াম ফিনিশ না-করতে পারা খেলোয়াড়ের সংখ্যাও কম নয় ৷ মিরাবাই চানু, লক্ষ্য সেনরাও পোডিয়ামের কাছে গিয়েও হতাশ করেছেন ৷ ভিনেশ ফোগত দুর্ভাগ্যের দরুণ মেডেল হাতছাড়া করেছেন ৷ ফলে সব ঠিক থাকলে টোকিয়োর পদক সংখ্যাকে ছাপিয়ে যেতে পারত ভারত ৷
It was a delight to interact with the Indian contingent that represented our nation in the Paris Olympics. Heard their experiences from the games and lauded their feats on the sports field. pic.twitter.com/e0NmcbULYD
— Narendra Modi (@narendramodi) August 15, 2024