ETV Bharat / sports

শুক্রে অভিযান শুরু মোহনবাগানের, একনজরে আইএসএলে সবুজ-মেরুনের রেকর্ড - ISL 2024 25 - ISL 2024 25

Mohun Bagan in ISL: মোহনবাগানের আইএসএল অভিযান শুরু হচ্ছে আগামিকাল ৷ তার আগে একনজরে সবুজ-মেরুনের গত চারবারের ফলাফল ৷ কেমন ছিল তাদের এ যাবৎ লিগের জার্নি?

Mohun Bagan in ISL
গতবছর বাগান ত্রয়ীর সেলিব্রেশন (IANS Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Sep 12, 2024, 7:38 PM IST

কলকাতা, 12 সেপ্টেম্বর: আইএসএলের বর্তমান শিল্ড চ্যাম্পিয়ন তারা ৷ গত মরশুমে ফাইনালে হারের ফলে শিল্ড জয়ের পাশাপাশি একই মরশুমে আইএসএলের ট্রফি আসেনি ঘরে ৷ তবে তার আগের মরশুমে আইএসএল ট্রফি এসেছিল মোহনবাগান সুপার জায়ান্টের ক্যাবিনেটে ৷ যদিও 2022-23 মরশুমে এটিকে মোহনবাগান নামে শেষবার খেলেছিল কলকাতা জায়ান্টরা ৷ আইএসএলে আত্মপ্রকাশের পর সবমিলিয়ে সবুজ-মেরুনের ঝুলিতে রয়েছে একাধিক সাফল্য ৷ একনজরে মরশুম অনুযায়ী বাগানের আইএসএল রেকর্ড ৷

  • 2020-21: আইএসএল আত্মপ্রকাশে দারুণ ফুটবল খেলা সত্ত্বেও শিল্ড ট্রফি কিংবা আইএসএল ট্রফি কিছুই জেতা হয়নি সবুজ-মেরুনের ৷ গ্রুপ পর্বের শেষে মুম্বই সিটি এফসি'র সঙ্গে পয়েন্টের নিরিখে একই মেরুতে রইলেও গোলপার্থক্যে এগিয়ে থেকে শিল্ড জেতে আইল্যান্ডার ব্রিগেড ৷ আইএসএল ফাইনালেও মুম্বইয়ের কাছে 1-2 হেরে ট্রফি হাতছাড়া হয় বাগানের ৷
  • 2021-22: গ্রুপ পর্বে তৃতীয়স্থানে শেষ করে প্লে-অফের যোগ্য়তা-অর্জন করে বাগান ৷ কিন্তু সেমিতে হায়দরাবাদের কাছে হেরে নিষ্ফলা মরশুম শেষ করে মোহনবাগান ৷
  • 2022-23: কোচ জুয়ান ফেরান্দোর হাত ধরে আইএসএলে মোহনবাগানের সাফল্য আসে প্রথম এই মরশুমে ৷ গ্রুপ পর্বে তৃতীয় হয়ে প্লে-অফে পৌঁছয় বাগান ৷ সেখানে একে একে ওড়িশা এফসি, হায়দরাবাদ এফসি এবং ফাইনালে বেঙ্গালুরুকে হারিয়ে আইএসএল কাপ জেতে সবুজ-মেরুন ৷
  • 2023-24: প্রথম পর্বে আশানরূপ ফল না-পেয়ে ফেরান্দোকে ছেঁটে আন্তোনিও লোপেজ হাবাসকে কোচের পদের ফিরিয়ে আনে মোহনবাগান সুপার জায়ান্ট ৷ দায়িত্ব নিয়ে ফের বস বনে যান অতীতে এটিকে'কে আইএসএল চ্য়াম্পিয়ন করা স্প্য়ানিশ কোচ ৷ হাবাসের প্রশিক্ষণেই প্রথমবার শিল্ড জেতে বাগান ৷ যদিও ফাইনালে হেরে জোড়া খেতাব হাতছাড়া হয় তাঁদের ৷
  • ‘বদলার ম্যাচে’ আইল্যান্ডারদের সামনে সবুজ-মেরুন, কোথায় দেখাবে মোহনবাগানের খেলা ?

কলকাতা, 12 সেপ্টেম্বর: আইএসএলের বর্তমান শিল্ড চ্যাম্পিয়ন তারা ৷ গত মরশুমে ফাইনালে হারের ফলে শিল্ড জয়ের পাশাপাশি একই মরশুমে আইএসএলের ট্রফি আসেনি ঘরে ৷ তবে তার আগের মরশুমে আইএসএল ট্রফি এসেছিল মোহনবাগান সুপার জায়ান্টের ক্যাবিনেটে ৷ যদিও 2022-23 মরশুমে এটিকে মোহনবাগান নামে শেষবার খেলেছিল কলকাতা জায়ান্টরা ৷ আইএসএলে আত্মপ্রকাশের পর সবমিলিয়ে সবুজ-মেরুনের ঝুলিতে রয়েছে একাধিক সাফল্য ৷ একনজরে মরশুম অনুযায়ী বাগানের আইএসএল রেকর্ড ৷

  • 2020-21: আইএসএল আত্মপ্রকাশে দারুণ ফুটবল খেলা সত্ত্বেও শিল্ড ট্রফি কিংবা আইএসএল ট্রফি কিছুই জেতা হয়নি সবুজ-মেরুনের ৷ গ্রুপ পর্বের শেষে মুম্বই সিটি এফসি'র সঙ্গে পয়েন্টের নিরিখে একই মেরুতে রইলেও গোলপার্থক্যে এগিয়ে থেকে শিল্ড জেতে আইল্যান্ডার ব্রিগেড ৷ আইএসএল ফাইনালেও মুম্বইয়ের কাছে 1-2 হেরে ট্রফি হাতছাড়া হয় বাগানের ৷
  • 2021-22: গ্রুপ পর্বে তৃতীয়স্থানে শেষ করে প্লে-অফের যোগ্য়তা-অর্জন করে বাগান ৷ কিন্তু সেমিতে হায়দরাবাদের কাছে হেরে নিষ্ফলা মরশুম শেষ করে মোহনবাগান ৷
  • 2022-23: কোচ জুয়ান ফেরান্দোর হাত ধরে আইএসএলে মোহনবাগানের সাফল্য আসে প্রথম এই মরশুমে ৷ গ্রুপ পর্বে তৃতীয় হয়ে প্লে-অফে পৌঁছয় বাগান ৷ সেখানে একে একে ওড়িশা এফসি, হায়দরাবাদ এফসি এবং ফাইনালে বেঙ্গালুরুকে হারিয়ে আইএসএল কাপ জেতে সবুজ-মেরুন ৷
  • 2023-24: প্রথম পর্বে আশানরূপ ফল না-পেয়ে ফেরান্দোকে ছেঁটে আন্তোনিও লোপেজ হাবাসকে কোচের পদের ফিরিয়ে আনে মোহনবাগান সুপার জায়ান্ট ৷ দায়িত্ব নিয়ে ফের বস বনে যান অতীতে এটিকে'কে আইএসএল চ্য়াম্পিয়ন করা স্প্য়ানিশ কোচ ৷ হাবাসের প্রশিক্ষণেই প্রথমবার শিল্ড জেতে বাগান ৷ যদিও ফাইনালে হেরে জোড়া খেতাব হাতছাড়া হয় তাঁদের ৷
  • ‘বদলার ম্যাচে’ আইল্যান্ডারদের সামনে সবুজ-মেরুন, কোথায় দেখাবে মোহনবাগানের খেলা ?
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.