ETV Bharat / sports

পাকিস্তানে যাওয়ার অনুমতি দেয়নি সরকার ! বিসিসিআই’য়ের কাছে লিখিত চাইল পাক ক্রিকেট বোর্ড - ICC Champions Trophy 2025

ICC Champions Trophy 2025: এবার ভারতীয় ক্রিকেট বোর্ডকে পাল্টা চাপে ফেলার চেষ্টায় পাকিস্তান ক্রিকেট বোর্ড ৷ আর তার জন্য বিসিসিআই’য়ের কাছে লিখিত দাবি করল তারা ৷ ভারত সরকার যে বিসিসিআই’কে অনুমতি দেয়নি, তা লিখিতভাবে জানাতে হবে বিসিসিআই’কে ৷

ICC Champions Trophy
প্রতীকী ছবি (ছবি: এপি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 16, 2024, 9:44 AM IST

করাচি, 16 জুলাই: ভারত সরকার যে ভারতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফরের অনুমতি দেয়নি ৷ এবার তা নিয়ে লিখিত প্রমাণ চাইল পিসিবি ৷ আগামী বছর ফেব্রুয়ারি মাসে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে যাবে না, তা স্পষ্ট করে দিয়েছে বিসিসিআই ৷ পিসিবি’র সূত্রকে উল্লেখ করে পিটিআই জানিয়েছে, ভারত সরকারের তরফে নিরাপত্তা সংক্রান্ত নিশ্চয়তা না-থাকায় অনুমতি দেওয়া হয়নি ৷ বিসিসিআই’য়ের তরফে এমনটাই নাকি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে বলা হয়েছে ৷

পাশাপাশি, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হিসেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড দ্রুত বিষয়টির সুরাহা চেয়েছে ৷ উল্লেখ্য, আগামী বছর 19 ফেব্রুয়ারি থেকে 9 মার্চ পর্যন্ত এই টুর্নামেন্ট হবে ৷ ফলে তার আগে সমস্ত আয়োজন শেষ করতে, দ্রুত এই সমস্যার সমাধান চাইছে পিসিবি ৷ আগামী 19 জুলাই, শুক্রবার কলম্বোতে আইসিসি’র বার্ষিক কনফারেন্স হবে ৷ কিন্তু, সেখানে সংযুক্ত আরব আমিরশাহিতে ‘হাইব্রিড মডেলে’ ভারত খেলতে চায় টুর্নামেন্ট, এমন কোনও আলোচনার অ্যাজেন্ডা রাখা হয়নি ৷ তবে, কোনওভাবে যদি এটি দু’দেশে আয়োজিত হয়, তার জন্য আইসিসি বাড়তি টাকা নির্ধারণ করে রেখেছে ৷

সংবাদসংস্থা পিটিআই’কে আইসিসি’র সঙ্গে কাজ করছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের এমন এক সদস্য জানিয়েছেন, ‘‘যদি ভারত সরকার অনুমতি না-দেয়, তাহলে তা বিসিসিআই’কে লিখিতভাবে জানাতে হবে ৷ আর সেক্ষেত্রে এটা আইসিসি’কে পাঠানো বাধ্যতামূলক ৷’’ তিনি স্বীকার করে নিয়েছেন যে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে চাপ দেওয়া হচ্ছে বিসিসিআই’কে ৷ যাতে টুর্নামেন্ট শুরুর 5-6 মাস আগে বিসিসিআই পাকিস্তানে তাদের সফরের পরিকল্পনা আইসিসি’কে লিখিত আকারে পাঠিয়ে দেয় ৷

উল্লেখ্য, ভারতীয় ক্রিকেট বোর্ড সবসময় পাকিস্তানে সফর করার ক্ষেত্রে ভারত সরকারের অনুমতির উপর নির্ভর করেছে ৷ তা 2023 সালে এশিয়া কাপের ক্ষেত্রেও হয়েছিল ৷ ভারতীয় দল সেক্ষেত্রে শ্রীলঙ্কায় পুরো টুর্নামেন্ট খেলেছিল ৷ এমনকী ভারতের সঙ্গে খেলার জন্য নিজেদের দেশ থেকে পাকিস্তানকে শ্রীলঙ্কায় সফর করতে হয়েছিল ৷ এমনকী বিসিসিআই’য়ের আপত্তিতে এশিয়া কাপের ফাইনাল ম্যাচ পাকিস্তানের বদলে শ্রীলঙ্কার কলম্বোতে আয়োজিত হয় ৷

করাচি, 16 জুলাই: ভারত সরকার যে ভারতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফরের অনুমতি দেয়নি ৷ এবার তা নিয়ে লিখিত প্রমাণ চাইল পিসিবি ৷ আগামী বছর ফেব্রুয়ারি মাসে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে যাবে না, তা স্পষ্ট করে দিয়েছে বিসিসিআই ৷ পিসিবি’র সূত্রকে উল্লেখ করে পিটিআই জানিয়েছে, ভারত সরকারের তরফে নিরাপত্তা সংক্রান্ত নিশ্চয়তা না-থাকায় অনুমতি দেওয়া হয়নি ৷ বিসিসিআই’য়ের তরফে এমনটাই নাকি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে বলা হয়েছে ৷

পাশাপাশি, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হিসেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড দ্রুত বিষয়টির সুরাহা চেয়েছে ৷ উল্লেখ্য, আগামী বছর 19 ফেব্রুয়ারি থেকে 9 মার্চ পর্যন্ত এই টুর্নামেন্ট হবে ৷ ফলে তার আগে সমস্ত আয়োজন শেষ করতে, দ্রুত এই সমস্যার সমাধান চাইছে পিসিবি ৷ আগামী 19 জুলাই, শুক্রবার কলম্বোতে আইসিসি’র বার্ষিক কনফারেন্স হবে ৷ কিন্তু, সেখানে সংযুক্ত আরব আমিরশাহিতে ‘হাইব্রিড মডেলে’ ভারত খেলতে চায় টুর্নামেন্ট, এমন কোনও আলোচনার অ্যাজেন্ডা রাখা হয়নি ৷ তবে, কোনওভাবে যদি এটি দু’দেশে আয়োজিত হয়, তার জন্য আইসিসি বাড়তি টাকা নির্ধারণ করে রেখেছে ৷

সংবাদসংস্থা পিটিআই’কে আইসিসি’র সঙ্গে কাজ করছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের এমন এক সদস্য জানিয়েছেন, ‘‘যদি ভারত সরকার অনুমতি না-দেয়, তাহলে তা বিসিসিআই’কে লিখিতভাবে জানাতে হবে ৷ আর সেক্ষেত্রে এটা আইসিসি’কে পাঠানো বাধ্যতামূলক ৷’’ তিনি স্বীকার করে নিয়েছেন যে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে চাপ দেওয়া হচ্ছে বিসিসিআই’কে ৷ যাতে টুর্নামেন্ট শুরুর 5-6 মাস আগে বিসিসিআই পাকিস্তানে তাদের সফরের পরিকল্পনা আইসিসি’কে লিখিত আকারে পাঠিয়ে দেয় ৷

উল্লেখ্য, ভারতীয় ক্রিকেট বোর্ড সবসময় পাকিস্তানে সফর করার ক্ষেত্রে ভারত সরকারের অনুমতির উপর নির্ভর করেছে ৷ তা 2023 সালে এশিয়া কাপের ক্ষেত্রেও হয়েছিল ৷ ভারতীয় দল সেক্ষেত্রে শ্রীলঙ্কায় পুরো টুর্নামেন্ট খেলেছিল ৷ এমনকী ভারতের সঙ্গে খেলার জন্য নিজেদের দেশ থেকে পাকিস্তানকে শ্রীলঙ্কায় সফর করতে হয়েছিল ৷ এমনকী বিসিসিআই’য়ের আপত্তিতে এশিয়া কাপের ফাইনাল ম্যাচ পাকিস্তানের বদলে শ্রীলঙ্কার কলম্বোতে আয়োজিত হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.