ETV Bharat / sports

ভিনেশের পথে হেঁটে সুবিচার রোমানিয়ার, ফিরিয়ে নেওয়া হল মার্কিন জিমন্যাস্টের পদক - PARIS OLYMPICS 2024

author img

By ETV Bharat Sports Team

Published : Aug 11, 2024, 7:06 PM IST

US GYMNAST LOST BRONZE: ব্রোঞ্জ হাতছাড়া করে ক্রীড়া আদালতের দ্বারস্থ হয়েছিলেন রোমানিয়ার জিমন্য়াস্ট ৷ সুবিচার পেলেন তিনি ৷ ফ্লোর এক্সারসাইজে ব্রোঞ্জ জেতা মার্কিন জিমন্যাস্ট জর্ডান চাইলসের থেকে পদক ফিরিয়ে তা রোমানিয়ার আনা বার্বোসুকে দেওয়ার নির্দেশ দিল আদালত ৷

US GYMNAST LOST BRONZE
ফিরিয়ে নেওয়া হল চাইলসের ব্রোঞ্জ (AP Photo)

প্য়ারিস, 11 অগস্ট: ভিনেশ ফোগতের রুপোর আবেদন গ্রাহ্য হবে কি না, তা জানতে অপেক্ষা মঙ্গলবারের ৷ কিন্তু তার আগে ক্রীড়া আদালতে একটি মামলার রায়ে পদক পেলেন রোমানিয়ার জিমন্যাস্ট ৷ প্রাথমিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের জিমন্যাস্টের গলায় ওঠা ব্রোঞ্জ পদক রবিবার ফিরিয়ে নেওয়া হল কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসের (CAS) নির্দেশে ৷

ঘটনার সূত্রপাত গত সোমবার ৷ ওইদিন ফ্লোর এক্সারসাইজ জিমন্যাস্টিকে 13.666 পয়েন্ট স্কোর করে পঞ্চমস্থানে শেষ করেন মার্কিন জিমন্য়াস্ট জর্ডান চাইলস ৷ 13.7 পয়েন্ট স্কোর করে ব্রোঞ্জ জয়ের কথা ছিল রোমানিয়ার আনা বার্বোসু'র ৷ ইভেন্ট শেষ হতেই মার্কিন জিমন্য়াস্টের প্রশিক্ষক পয়েন্ট রিভিউয়ের আবেদন জানান ৷ সেই রিভিউয়ের ভিত্তিতে চাইলসের স্কোর বেড়ে 13.766 হয় ৷ ব্রোঞ্জ পদক যায় তাঁর ঝুলিতে ৷

মেডেল সেরেমনির পর রোমানিয়া সিএএসের দ্বারস্থ হয় ৷ ক্রীড়া ন্যায়ালয়ে তাঁদের দাবি ছিল, নির্ধারিত এক মিনিট সময় পেরিয় যাওয়ার পর বিচারকদের কাছে রিভিউ চাওয়া হয় মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে ৷ যা নিয়মের পরিপন্থী ৷ রোমানিয়ার সেই আবেদন গ্রাহ্য হয় ক্রীড়া ন্যায়ালয়ে ৷ রবিবার সেই আবেদনের শুনানির শেষে তাদের রায় জানিয়ে দেয় সিএএস ৷ যেখানে মার্কিন জিমন্য়াস্টের থেকে পদক ফিরিয়ে নিয়ে তা রোমানিয়ার বার্বোসুকে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত ৷

ক্রীড়া আদালত বিবৃতিতে বলে, "আন্তর্জাতিক জিমন্যাস্টিক ফেডারেশনকে ফাইনালের ফলাফলের উপর ভিত্তি করেই ফ্লোর এক্সারসাইজ ইভেন্টের পদক দিতে হবে ৷" সিএএসের নির্দেশে মান্যতা দিয়ে বিবৃতি প্রদান করে আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি ৷ আইওসি বিবৃতিতে বলে, "আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি আনা বার্বোসুকে নিয়ম মেনে ব্রোঞ্জ পদক ফিরিয়ে দেবে ৷"

রবিবারের এই ঘটনায় স্বাভাবিকভাবেই কিছুটা আশার আলো দেখছেন ভারতের ক্রীড়াপ্রেমীরা ৷ কারণ, ভিনেশ ফোগতের রুপো পাওয়ার মামলাটিও ঝুলে রয়েছে সিএএসে ৷ সবকিছু পর্যালোচনা করে আদালতের নির্দেশে ভিনেশ পদক পায় কি না, সেটাই দেখার ৷ (IANS Input)

প্য়ারিস, 11 অগস্ট: ভিনেশ ফোগতের রুপোর আবেদন গ্রাহ্য হবে কি না, তা জানতে অপেক্ষা মঙ্গলবারের ৷ কিন্তু তার আগে ক্রীড়া আদালতে একটি মামলার রায়ে পদক পেলেন রোমানিয়ার জিমন্যাস্ট ৷ প্রাথমিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের জিমন্যাস্টের গলায় ওঠা ব্রোঞ্জ পদক রবিবার ফিরিয়ে নেওয়া হল কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসের (CAS) নির্দেশে ৷

ঘটনার সূত্রপাত গত সোমবার ৷ ওইদিন ফ্লোর এক্সারসাইজ জিমন্যাস্টিকে 13.666 পয়েন্ট স্কোর করে পঞ্চমস্থানে শেষ করেন মার্কিন জিমন্য়াস্ট জর্ডান চাইলস ৷ 13.7 পয়েন্ট স্কোর করে ব্রোঞ্জ জয়ের কথা ছিল রোমানিয়ার আনা বার্বোসু'র ৷ ইভেন্ট শেষ হতেই মার্কিন জিমন্য়াস্টের প্রশিক্ষক পয়েন্ট রিভিউয়ের আবেদন জানান ৷ সেই রিভিউয়ের ভিত্তিতে চাইলসের স্কোর বেড়ে 13.766 হয় ৷ ব্রোঞ্জ পদক যায় তাঁর ঝুলিতে ৷

মেডেল সেরেমনির পর রোমানিয়া সিএএসের দ্বারস্থ হয় ৷ ক্রীড়া ন্যায়ালয়ে তাঁদের দাবি ছিল, নির্ধারিত এক মিনিট সময় পেরিয় যাওয়ার পর বিচারকদের কাছে রিভিউ চাওয়া হয় মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে ৷ যা নিয়মের পরিপন্থী ৷ রোমানিয়ার সেই আবেদন গ্রাহ্য হয় ক্রীড়া ন্যায়ালয়ে ৷ রবিবার সেই আবেদনের শুনানির শেষে তাদের রায় জানিয়ে দেয় সিএএস ৷ যেখানে মার্কিন জিমন্য়াস্টের থেকে পদক ফিরিয়ে নিয়ে তা রোমানিয়ার বার্বোসুকে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত ৷

ক্রীড়া আদালত বিবৃতিতে বলে, "আন্তর্জাতিক জিমন্যাস্টিক ফেডারেশনকে ফাইনালের ফলাফলের উপর ভিত্তি করেই ফ্লোর এক্সারসাইজ ইভেন্টের পদক দিতে হবে ৷" সিএএসের নির্দেশে মান্যতা দিয়ে বিবৃতি প্রদান করে আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি ৷ আইওসি বিবৃতিতে বলে, "আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি আনা বার্বোসুকে নিয়ম মেনে ব্রোঞ্জ পদক ফিরিয়ে দেবে ৷"

রবিবারের এই ঘটনায় স্বাভাবিকভাবেই কিছুটা আশার আলো দেখছেন ভারতের ক্রীড়াপ্রেমীরা ৷ কারণ, ভিনেশ ফোগতের রুপো পাওয়ার মামলাটিও ঝুলে রয়েছে সিএএসে ৷ সবকিছু পর্যালোচনা করে আদালতের নির্দেশে ভিনেশ পদক পায় কি না, সেটাই দেখার ৷ (IANS Input)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.