ETV Bharat / sports

মনু কি ফের আনবেন পদক ? চতুর্থদিন অলিম্পিক্সে যে সকল ভারতীয়দের দিকে থাকবে নজর - PARIS OLYMPICS 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 30, 2024, 6:01 AM IST

30 July India Olympic schedule: তৃতীয়দিনের হতাশা কাটিয়ে মঙ্গলবার অর্থাৎ গেমসের চতুর্থদিন পদকের সম্ভাবনা কতটা ভারতের ? কিংবা কারা এগিয়ে যেতে পারেন পদকপ্রাপ্তির দিকে ? দেখে নিন একনজরে ৷

India Olympic schedule
চতুর্থদিন নজরে যাঁরা (ETV Bharat)

নয়াদিল্লি, 29 জুলাই: এয়ার রাইফেলের জোড়া ইভেন্টে পদক হাতছাড়া ৷ পুরুষ তিরন্দাজিতে নিরাশা ৷ সবমিলিয়ে প্যারিস অলিম্পিক্সের তৃতীয়দিন ভারতের জন্য গিয়েছে একপ্রকার হতাশাজনক ৷ দ্বিতীয়দিন মনু ভাকেরের পদকের পর যা ভারতীয় ক্রীড়া অনুরাগীদের জন্যও একপ্রকার খারাপ খবরই বলা চলে ৷ তবে তৃতীয়দিন মনু ভাকের ফের পদকের সম্ভাবনা উসকে দিয়েছেন ৷ মঙ্গলবার সরবজোৎ সিংকে সঙ্গে নিয়ে 10 মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টের ব্রোঞ্জপদক জয়ের ম্যাচে নামছেন তিনি ৷ আর কোন কোন ইভেন্টে আজ নামছেন ভারতীয় অ্যাথলিটরা, রইল একনজরে ৷

শুটিং:

মহিলাদের ট্র্য়াপ ইভেন্টের যোগ্যতা অর্জন: শ্রেয়সী সিং এবং রাজেশ্বরী কুমারী- দুপুর 12টা 30 মিনিট

10 মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টের ব্রোঞ্জপদক ম্যাচ: মনু ভাকের/সরবজোৎ সিং- দুপুর 1টা

হকি:

পুরুষ হকির গ্রুপ পর্ব: ভারত বনাম আয়ারল্যান্ড- সন্ধে 4টে 45 মিনিট

তিরন্দাজি:

মহিলাদের ব্যক্তিগত রাউন্ড অফ 32 (এলিমিনেশন): অঙ্কিতা ভকত- বিকেল 5টা 14 মিনিট

মহিলাদের ব্যক্তিগত রাউন্ড অফ 32 (এলিমিনেশন): ভজন কৌর- বিকেল 5টা 27 মিনিট

পুরুষদের ব্যক্তিগত রাউন্ড অফ 32 (এলিমিনেশন): ধীরজ বোম্মাদেবারা- রাত 10টা 46 মিনিট

ব্যাডমিন্টন:

পুরুষদের ডাবলস গ্রুপ পর্ব: সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি-চিরাগ শেট্টি- বিকেল 5টা 30 মিনিট

মহিলাদের ডাবলস গ্রুপ পর্ব: অশ্বিনী পোনাপ্পা এবং তানিশা ক্রেস্টো- সন্ধে 6টা 20 মিনিট

বক্সিং:

পুরুষদের 51 কেজি রাউন্ড অফ 16: অমিত পঙ্ঘাল- সন্ধে 7টা 16 মিনিট

মহিলাদের 57 কেজি রাউন্ড অফ 32: জেসমিন লাম্বোরিয়া- রাত 9টা 24 মিনিট

মহিলাদের 54 কেজি রাউন্ড অফ 16: প্রীতি পাওয়ার- রাত 1টা 22 মিনিট

নয়াদিল্লি, 29 জুলাই: এয়ার রাইফেলের জোড়া ইভেন্টে পদক হাতছাড়া ৷ পুরুষ তিরন্দাজিতে নিরাশা ৷ সবমিলিয়ে প্যারিস অলিম্পিক্সের তৃতীয়দিন ভারতের জন্য গিয়েছে একপ্রকার হতাশাজনক ৷ দ্বিতীয়দিন মনু ভাকেরের পদকের পর যা ভারতীয় ক্রীড়া অনুরাগীদের জন্যও একপ্রকার খারাপ খবরই বলা চলে ৷ তবে তৃতীয়দিন মনু ভাকের ফের পদকের সম্ভাবনা উসকে দিয়েছেন ৷ মঙ্গলবার সরবজোৎ সিংকে সঙ্গে নিয়ে 10 মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টের ব্রোঞ্জপদক জয়ের ম্যাচে নামছেন তিনি ৷ আর কোন কোন ইভেন্টে আজ নামছেন ভারতীয় অ্যাথলিটরা, রইল একনজরে ৷

শুটিং:

মহিলাদের ট্র্য়াপ ইভেন্টের যোগ্যতা অর্জন: শ্রেয়সী সিং এবং রাজেশ্বরী কুমারী- দুপুর 12টা 30 মিনিট

10 মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টের ব্রোঞ্জপদক ম্যাচ: মনু ভাকের/সরবজোৎ সিং- দুপুর 1টা

হকি:

পুরুষ হকির গ্রুপ পর্ব: ভারত বনাম আয়ারল্যান্ড- সন্ধে 4টে 45 মিনিট

তিরন্দাজি:

মহিলাদের ব্যক্তিগত রাউন্ড অফ 32 (এলিমিনেশন): অঙ্কিতা ভকত- বিকেল 5টা 14 মিনিট

মহিলাদের ব্যক্তিগত রাউন্ড অফ 32 (এলিমিনেশন): ভজন কৌর- বিকেল 5টা 27 মিনিট

পুরুষদের ব্যক্তিগত রাউন্ড অফ 32 (এলিমিনেশন): ধীরজ বোম্মাদেবারা- রাত 10টা 46 মিনিট

ব্যাডমিন্টন:

পুরুষদের ডাবলস গ্রুপ পর্ব: সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি-চিরাগ শেট্টি- বিকেল 5টা 30 মিনিট

মহিলাদের ডাবলস গ্রুপ পর্ব: অশ্বিনী পোনাপ্পা এবং তানিশা ক্রেস্টো- সন্ধে 6টা 20 মিনিট

বক্সিং:

পুরুষদের 51 কেজি রাউন্ড অফ 16: অমিত পঙ্ঘাল- সন্ধে 7টা 16 মিনিট

মহিলাদের 57 কেজি রাউন্ড অফ 32: জেসমিন লাম্বোরিয়া- রাত 9টা 24 মিনিট

মহিলাদের 54 কেজি রাউন্ড অফ 16: প্রীতি পাওয়ার- রাত 1টা 22 মিনিট

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.