প্যারিস, 27 জুলাই: ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ ৷ প্রেমের শহরে শুরু হল বিশ্বের সবচেয়ে জৌলুশপূর্ণ ক্রীড়া উৎসব ৷ প্যারিসের আইকনিক স্যেন নদীতে জমাটি শো’য়ে বোধন হয়েছে প্যারিস অলিম্পিক্স 2024-এর ৷ অলিম্পিক্সের ইতিহাসে প্রথমবার উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে স্টেডিয়ামের বাইরে ৷ আলোর রোশনাইয়ে মুড়ে ফেলা হয়েছিল প্যারিসকে ৷
The party on the Seine continues!
— The Olympic Games (@Olympics) July 26, 2024
24 more delegations have arrived. They’re floating along the Seine to the sound of dreamy French piano. 🎹#Paris2024 #OpeningCeremony pic.twitter.com/09IHSTcCsX
1900 ও 1924 সালের পর ফের প্রেমের শহরে হচ্ছে ক্রীড়াবিশ্বের সবচেয়ে জৌলুশপূর্ণ প্রতিযোগিতা ৷ 100 বছর পর ফের প্যারিসে ফিরছে অলিম্পিক্স ৷ থাকছে 32টি খেলা, 329টি ইভেন্ট, 206টি দেশ ৷ অংশ নিচ্ছেন রেকর্ড সংখ্যক বিশ্বনাগরিক ৷ বিভিন্ন দেশের কয়েক হাজার ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন অলিম্পিক্সে ৷ ভারত থেকে রয়েছে 117 জন অ্যাথলিটের দল ৷ দ্বিতীয় সর্বাধিক অ্য়াথলিট নিয়ে এবারের অলিম্পিক্স গেমসে অংশগ্রহণ করতে চলেছে ভারত ৷
ভারতের হয়ে উদ্বোধনী প্যারেডে তেরঙা বইলেন দু’বারের অলিম্পিক পদকজয়ী শাটলার পিভি সিন্ধু ও প্যাডলার শরথ কমল ৷ উদ্বোধনী অনুষ্ঠানে পুরুষ অ্যাথলিটরা পড়েছিলেন কুর্তা-বান্দি সেট এবং মহিলা অ্যাথলিটদের পরনে ছিল শাড়ি ৷ প্রত্যেকটি ড্রেস ডিজাইন করেছিলেন ডিজাইনার তরুণ তাহিলিয়ানি ৷ ঐতিহ্যবাহী ইক্কত প্রিন্ট এবং বেনারসি ব্রোকেডে ডিজাইন করা শাড়িগুলিতে আরও উজ্জ্বল দেখাচ্ছিল সিন্ধুদের ।
Paris 2024, flag bearer—one of the greatest honors of my life to hold our country's flag in front of millions ❤️ pic.twitter.com/4VPc9FFuIz
— Pvsindhu (@Pvsindhu1) July 26, 2024
অলিম্পিক্সের ইতিহাসে প্রথমবার উদ্বোধনী অনুষ্ঠান হল স্টেডিয়ামের বাইরে ৷ স্যেন নদীতে চলল বর্ণময় উদ্বোধনী অনুষ্ঠান ৷ প্যারেড বহরে ছিল 94টি নৌকা ৷ ছয় কিলোমিটার দীর্ঘপথ জুড়ে চলল উদ্বোধনী প্যারেড । উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করলেন কানাডিয়ান গায়ক সেলিন ডিওন এবং মার্কিন পপ তারকা লেডি গাগা ৷ 1996 আটলান্টা অলিম্পিক্সের পর ফের উদ্বোধনী অনুষ্ঠানে ঝড় তুললেন সেলিন ডিওন ৷ পারফর্ম করলেন ডুয়া লিপা এবং আরিয়ানা গ্র্যান্ডেও ।