ETV Bharat / sports

পদক হাতছাড়া রমিতার, এয়ার রাইফেল ফাইনালে সাতে থামলেন ভারতীয় শুটার - PARIS OLYMPICS 2024 - PARIS OLYMPICS 2024

Ramita Jindal Finished 7th: দ্বিতীয় পদক জয়ের অপেক্ষা দীর্ঘায়িত হল ভারতের ৷ মনু ভাকেরের পর সোমবার 10 মিটার এয়ার রাইফেলে ফের এক মহিলার হাত ধরে পদকের আশা করেছিল ভারত ৷ কিন্তু হতাশ করলেন রমিতা জিন্দল ৷ ফাইনালে সপ্তমস্থানে শেষ করলেন তিনি ৷

Ramita Jindal Finished 7th
পদক হাতছাড়া রমিতার (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Jul 29, 2024, 1:26 PM IST

Updated : Jul 29, 2024, 1:59 PM IST

প্যারিস, 29 জুলাই: মনু ভাকেরের পর কি ফের এক মহিলা শুটারের নিশানায় দ্বিতীয় পদক আসবে ভারতের? সোমবার সকাল থেকে প্রত্য়াশার পারদ চড়ছিল ক্রীড়া অনুরাগীদের ৷ কিন্তু 10 মিটার এয়ার রাইফেলে হতাশ করলেন রমিতা জিন্দল ৷ ফাইনালে সপ্তমস্থানে শেষ করলেন হরিয়ানার মেয়ে ৷ সেইসঙ্গে প্যারিসে দ্বিতীয় পদকের অপেক্ষা দীর্ঘায়িত হল ভারতের ৷

এদিন ফাইনালের শুরু থেকে পদকের লক্ষ্যে থাকলেও দশম প্রয়াসে রমিতার একটি শট তাঁকে পদকের দৌড় থেকে ছিটকে দেয় ৷ দশম প্রয়াসে 9.7 স্কোর করেন ভারতীয় শুটার ৷ রবিবার যোগ্যতা অর্জন পর্বে পঞ্চমস্থানে শেষ করেছিলেন 2022 এশিয়াডে ব্রোঞ্জজয়ী ৷ 631.5 পয়েন্ট নিয়ে ফাইনালে পৌঁছন তিনি ৷ কিন্তু এদিন লক্ষ্যে পৌঁছতে হলেন রমিতা ৷ এর আগে অর্জুন বাবুতার সঙ্গে জুটি বেঁধে মিক্সড টিম ইভেন্টেও সাফল্য আসেনি রমিতার ৷ অল্পের জন্য ফাইনালের যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছিল ভারতীয় জুটি ৷

রমিতার ইভেন্টে অলিম্পিক্স রেকর্ড গড়ে সোনা জিতে নিলেন কোরিয়ার বান হো-জিন ৷ রুপো জিতলেন চিনের যুতিং হুয়াং ৷ 24 শটের পর দু'জনেই একই অবস্থানে ছিলেন ৷ টাইব্রেকারে চিনকে পিছনে ফেলে সোনা জিতে নেন কোরিয়ান শুটার ৷ রবিবার যোগ্যতা অর্জন পর্বেও নজির গড়ে শীর্ষে শেষ করেছিলেন তিনি ৷

রমিতা হারলেও পুরুষদের একই ইভেন্টে ভারতের সামনে পদক জয়ের আশা রয়েছে ৷ কিছুক্ষণ বাদেই (বিকেল 3টে 30 মিনিট) পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল ফাইনালে ভারতের হয়ে পদকের লক্ষ্যে নামবেন অর্জুন বাবুতা ৷ রবিবার যোগ্যতা অর্জন পর্বে সপ্তমস্থানে শেষ করে ফাইনালে প্রবেশ করেন পঞ্জাবের শুটার ৷

প্যারিস, 29 জুলাই: মনু ভাকেরের পর কি ফের এক মহিলা শুটারের নিশানায় দ্বিতীয় পদক আসবে ভারতের? সোমবার সকাল থেকে প্রত্য়াশার পারদ চড়ছিল ক্রীড়া অনুরাগীদের ৷ কিন্তু 10 মিটার এয়ার রাইফেলে হতাশ করলেন রমিতা জিন্দল ৷ ফাইনালে সপ্তমস্থানে শেষ করলেন হরিয়ানার মেয়ে ৷ সেইসঙ্গে প্যারিসে দ্বিতীয় পদকের অপেক্ষা দীর্ঘায়িত হল ভারতের ৷

এদিন ফাইনালের শুরু থেকে পদকের লক্ষ্যে থাকলেও দশম প্রয়াসে রমিতার একটি শট তাঁকে পদকের দৌড় থেকে ছিটকে দেয় ৷ দশম প্রয়াসে 9.7 স্কোর করেন ভারতীয় শুটার ৷ রবিবার যোগ্যতা অর্জন পর্বে পঞ্চমস্থানে শেষ করেছিলেন 2022 এশিয়াডে ব্রোঞ্জজয়ী ৷ 631.5 পয়েন্ট নিয়ে ফাইনালে পৌঁছন তিনি ৷ কিন্তু এদিন লক্ষ্যে পৌঁছতে হলেন রমিতা ৷ এর আগে অর্জুন বাবুতার সঙ্গে জুটি বেঁধে মিক্সড টিম ইভেন্টেও সাফল্য আসেনি রমিতার ৷ অল্পের জন্য ফাইনালের যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছিল ভারতীয় জুটি ৷

রমিতার ইভেন্টে অলিম্পিক্স রেকর্ড গড়ে সোনা জিতে নিলেন কোরিয়ার বান হো-জিন ৷ রুপো জিতলেন চিনের যুতিং হুয়াং ৷ 24 শটের পর দু'জনেই একই অবস্থানে ছিলেন ৷ টাইব্রেকারে চিনকে পিছনে ফেলে সোনা জিতে নেন কোরিয়ান শুটার ৷ রবিবার যোগ্যতা অর্জন পর্বেও নজির গড়ে শীর্ষে শেষ করেছিলেন তিনি ৷

রমিতা হারলেও পুরুষদের একই ইভেন্টে ভারতের সামনে পদক জয়ের আশা রয়েছে ৷ কিছুক্ষণ বাদেই (বিকেল 3টে 30 মিনিট) পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল ফাইনালে ভারতের হয়ে পদকের লক্ষ্যে নামবেন অর্জুন বাবুতা ৷ রবিবার যোগ্যতা অর্জন পর্বে সপ্তমস্থানে শেষ করে ফাইনালে প্রবেশ করেন পঞ্জাবের শুটার ৷

Last Updated : Jul 29, 2024, 1:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.