ETV Bharat / sports

সহজ প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে দাপুটে জয়, পদকজয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে দারুণ শুরু সিন্ধুর - PARIS OLYMPICS 2024

author img

By ETV Bharat Sports Team

Published : Jul 28, 2024, 1:29 PM IST

Updated : Jul 28, 2024, 1:53 PM IST

PV SINDHU STARTS ON A WINNING NOTE: অলিম্পিক্সের শুরুটা সহজ জয় দিয়েই হল পিভি সিন্ধুর ৷ গ্রুপের প্রথম ম্যাচে স্ট্রেট গেমে মলদ্বীপের প্রতিদ্বন্দ্বীকে কার্যত উড়িয়ে দিলেন হায়দরাবাদি শাটলার ৷ সিন্ধুর পক্ষে ম্যাচের ফল 21-9, 21-6 ৷

PV SINDHU
পিভি সিন্ধু (AP Photo)

প্যারিস, 28 জুলাই: রিওতে রুপো, টোকিয়োয় ব্রোঞ্জ ৷ প্যারিসে পদকের রং কি বদলাবে পুসারলা ভেঙ্কট সিন্ধুর? সে উত্তর সময় দেবে ৷ আপাতত পদকজয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে ফ্রান্সের রাজধানীতে অলিম্পিক্সের শুরুটা সহজ জয় দিয়েই হল ভারতীয় শাটলারের ৷ রবিবার গ্রুপের প্রথম ম্যাচে স্ট্রেট গেমে মলদ্বীপের প্রতিদ্বন্দ্বীকে কার্যত উড়িয়ে দিলেন হায়দরাবাদি শাটলার ৷ সিন্ধুর পক্ষে ম্যাচের ফল 21-9, 21-6 ৷

বিশ্ব ব়্যাংকিংয়ে 13 নম্বর সিন্ধুর কাছে 99 নম্বর ফতিমা আব্দুল রজ্জাকের বাধা পেরনো যে খুব একটা কঠিন হবে না, তা জানাই ছিল ৷ প্রত্যাশার সিলমোহর দিয়ে এদিন আধঘণ্টার মধ্যেই ম্যাচ মুঠোয় পুরে নেন দু'বারের অলিম্পিক্স পদকজয়ী ৷ প্রথম গেমে 11-4 ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যান ভারতীয় শাটলার ৷ বিরতি থেকে ফিরে এসে আধিপত্য বজায় রেখেই 11-9 ব্যবধানে প্রথম গেম নামে করে নেন সিন্ধু ৷

সিন্ধুর সামনে দ্বিতীয় গেমে আর অসহায় দেখায় তাঁর মলদ্বীপের প্রতিদ্বন্দ্বীকে ৷ দ্বিতীয় গেমে ভারতের অভিজ্ঞ শাটলারের সামনে কার্যত আত্মসমর্পণ করেন আব্দুল রজ্জাক ৷ বিরতিতে 11-3 ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয় গেমে 21-6 ব্যবধানে জিতে নেন সিন্ধু ৷ এর আগে 2022 মলদ্বীপের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে একবারই মুখোমুখি হয়েছিলেন সিন্ধু ৷ সেবারও স্ট্রেট গেমে জয়লাভ করেছিলেন সিন্ধু ৷ এদিন নিজের সার্ভিস থেকে প্রথম গেমে 14 পয়েন্ট এবং দ্বিতীয় গেমে 18 পয়েন্ট সংগ্রহ করেন বছর উনত্রিশের ভারতীয় শাটলার ৷ আগামী 31 জুলাই গ্রুপের দ্বিতীয় ম্যাচে নামবেন সিন্ধু ৷ সেই ম্যাচে ভারতীয় শাটলারের প্রতিদ্বন্দ্বী এস্তোনিয়ার ক্রিস্টিন কুবা ৷

প্যারিস, 28 জুলাই: রিওতে রুপো, টোকিয়োয় ব্রোঞ্জ ৷ প্যারিসে পদকের রং কি বদলাবে পুসারলা ভেঙ্কট সিন্ধুর? সে উত্তর সময় দেবে ৷ আপাতত পদকজয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে ফ্রান্সের রাজধানীতে অলিম্পিক্সের শুরুটা সহজ জয় দিয়েই হল ভারতীয় শাটলারের ৷ রবিবার গ্রুপের প্রথম ম্যাচে স্ট্রেট গেমে মলদ্বীপের প্রতিদ্বন্দ্বীকে কার্যত উড়িয়ে দিলেন হায়দরাবাদি শাটলার ৷ সিন্ধুর পক্ষে ম্যাচের ফল 21-9, 21-6 ৷

বিশ্ব ব়্যাংকিংয়ে 13 নম্বর সিন্ধুর কাছে 99 নম্বর ফতিমা আব্দুল রজ্জাকের বাধা পেরনো যে খুব একটা কঠিন হবে না, তা জানাই ছিল ৷ প্রত্যাশার সিলমোহর দিয়ে এদিন আধঘণ্টার মধ্যেই ম্যাচ মুঠোয় পুরে নেন দু'বারের অলিম্পিক্স পদকজয়ী ৷ প্রথম গেমে 11-4 ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যান ভারতীয় শাটলার ৷ বিরতি থেকে ফিরে এসে আধিপত্য বজায় রেখেই 11-9 ব্যবধানে প্রথম গেম নামে করে নেন সিন্ধু ৷

সিন্ধুর সামনে দ্বিতীয় গেমে আর অসহায় দেখায় তাঁর মলদ্বীপের প্রতিদ্বন্দ্বীকে ৷ দ্বিতীয় গেমে ভারতের অভিজ্ঞ শাটলারের সামনে কার্যত আত্মসমর্পণ করেন আব্দুল রজ্জাক ৷ বিরতিতে 11-3 ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয় গেমে 21-6 ব্যবধানে জিতে নেন সিন্ধু ৷ এর আগে 2022 মলদ্বীপের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে একবারই মুখোমুখি হয়েছিলেন সিন্ধু ৷ সেবারও স্ট্রেট গেমে জয়লাভ করেছিলেন সিন্ধু ৷ এদিন নিজের সার্ভিস থেকে প্রথম গেমে 14 পয়েন্ট এবং দ্বিতীয় গেমে 18 পয়েন্ট সংগ্রহ করেন বছর উনত্রিশের ভারতীয় শাটলার ৷ আগামী 31 জুলাই গ্রুপের দ্বিতীয় ম্যাচে নামবেন সিন্ধু ৷ সেই ম্যাচে ভারতীয় শাটলারের প্রতিদ্বন্দ্বী এস্তোনিয়ার ক্রিস্টিন কুবা ৷

Last Updated : Jul 28, 2024, 1:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.