ETV Bharat / sports

'নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই, চেষ্টাটুকুই সব', নজির গড়ে বললেন মনু - PARIS OLYMPICS 2024

author img

By ETV Bharat Sports Team

Published : Jul 30, 2024, 4:45 PM IST

Updated : Jul 30, 2024, 10:14 PM IST

Manu Bhaker Reacts After Winning the Second Bronze: তিনিই প্রথম ভারতীয়, যিনি একই অলিম্পিক্স গেমসে ছিনিয়ে নিলেন জোড়া পদক ৷ মনু ভাকেরের ঐতিহাসিক কৃতিত্বের নেপথ্যে কারণ কী? পদক জয়ের পর প্রতিক্রিয়া ব্যক্ত করলেন ভারতীয় শুটার নিজেই ৷

Manu Bhaker
উচ্ছ্বসিত মনু (AP Photo)

প্যারিস, 30 জুলাই: ভালোবাসার শহর প্যারিসে 'মনু'সংহিতা ৷ ফ্রান্সের রাজধানীতে অলিম্পিক্সের আসরে শুটার মনু ভাকেরের সাফল্যকে এমন শব্দবন্ধে বাঁধলে বোধহয় অত্যুক্তি হবে না ৷ মঙ্গলবার 10 মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টে সরবজোৎ সিংকে সঙ্গে নিয়ে ব্রোঞ্জ জিতে ইতিহাসে জায়গা করে নিলেন হরিয়ানার 22 বছরের শুটার ৷ একটি অলিম্পিক্স থেকে জোড়া পদকজয়ী প্রথম ভারতীয় অ্যাথলিট হলেন মনু ৷ আর ইতিহাস গড়ে মহিলা শুটার জানালেন, সত্যিই গর্ব অনুভব করছেন তিনি ৷

এদিন পদক জিতে মনু বলেন, "গর্ব অনুভব করছি ভীষণভাবে ৷ আমি এই কৃতিত্ব অর্জন করতে পেরে খুবই কৃতজ্ঞ ৷ সকলের ভালোবাসা এবং আশীর্বাদের জন্য অনেক অনেক ধন্যবাদ ৷" মনুর পদকের লক্ষ্যে অভিযান এখনও শেষ হয়নি প্যারিসে ৷ পরবর্তীতে মহিলাদের 25 মিটার এয়ার পিস্তল ইভেন্টে অংশ নেবেন জোড়া পদকের মালকিন ৷ সেখানেও পদকজয়ের চেষ্টা করবেন বলে এদিন প্রতিক্রিয়ায় জানান মনু ৷

নিশানায় অব্যর্থ থেকে ব্যক্তিগত ইভেন্টের পর দলগত ইভেন্টেও পদক ৷ সাফল্যের নেপথ্য কারণ জানাতে গিয়ে মনু বলেন, "আমরা কিছু নিয়ন্ত্রণ করতে পারি না ৷ আমরা শুধু নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করতে পারি ৷ এখানে আসার আগে আমরা সতীর্থরা এই বিষয়টা নিয়েই আলোচনা করেছিলাম ৷ আমরা সংকল্প করেছিলাম যাই হয়ে যাক সেরাটা দেব ৷ শেষ শট পর্যন্ত লড়ে যাব ৷"

মনুর ছায়ায় খানিক ঢাকা পড়েছেন বটে, কিন্তু সরবজোৎ সিংয়ের কৃতিত্ব কীভাবে খাটো করা যায়? অলিম্পিক্স আত্মপ্রকাশে পদক জিতে স্বভাবতই খুশি হরিয়ানা-তনয় ৷ মনুর সঙ্গী পদকজয়ের প্রতিক্রিয়ায় বলেন, "আশা করি অনুরাগীরা ভীষণ রোমাঞ্চ অনুভব করেছেন ৷ ভীষণই চাপের ম্যাচ ছিল এটা ৷ সবমিলিয়ে খুব খুশি ৷" উল্লেখ্য, ষষ্ঠ ভারতীয় শুটার হিসেবে অলিম্পিক্সে পদক জিতলেন সরবজোৎ ৷

প্যারিস, 30 জুলাই: ভালোবাসার শহর প্যারিসে 'মনু'সংহিতা ৷ ফ্রান্সের রাজধানীতে অলিম্পিক্সের আসরে শুটার মনু ভাকেরের সাফল্যকে এমন শব্দবন্ধে বাঁধলে বোধহয় অত্যুক্তি হবে না ৷ মঙ্গলবার 10 মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টে সরবজোৎ সিংকে সঙ্গে নিয়ে ব্রোঞ্জ জিতে ইতিহাসে জায়গা করে নিলেন হরিয়ানার 22 বছরের শুটার ৷ একটি অলিম্পিক্স থেকে জোড়া পদকজয়ী প্রথম ভারতীয় অ্যাথলিট হলেন মনু ৷ আর ইতিহাস গড়ে মহিলা শুটার জানালেন, সত্যিই গর্ব অনুভব করছেন তিনি ৷

এদিন পদক জিতে মনু বলেন, "গর্ব অনুভব করছি ভীষণভাবে ৷ আমি এই কৃতিত্ব অর্জন করতে পেরে খুবই কৃতজ্ঞ ৷ সকলের ভালোবাসা এবং আশীর্বাদের জন্য অনেক অনেক ধন্যবাদ ৷" মনুর পদকের লক্ষ্যে অভিযান এখনও শেষ হয়নি প্যারিসে ৷ পরবর্তীতে মহিলাদের 25 মিটার এয়ার পিস্তল ইভেন্টে অংশ নেবেন জোড়া পদকের মালকিন ৷ সেখানেও পদকজয়ের চেষ্টা করবেন বলে এদিন প্রতিক্রিয়ায় জানান মনু ৷

নিশানায় অব্যর্থ থেকে ব্যক্তিগত ইভেন্টের পর দলগত ইভেন্টেও পদক ৷ সাফল্যের নেপথ্য কারণ জানাতে গিয়ে মনু বলেন, "আমরা কিছু নিয়ন্ত্রণ করতে পারি না ৷ আমরা শুধু নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করতে পারি ৷ এখানে আসার আগে আমরা সতীর্থরা এই বিষয়টা নিয়েই আলোচনা করেছিলাম ৷ আমরা সংকল্প করেছিলাম যাই হয়ে যাক সেরাটা দেব ৷ শেষ শট পর্যন্ত লড়ে যাব ৷"

মনুর ছায়ায় খানিক ঢাকা পড়েছেন বটে, কিন্তু সরবজোৎ সিংয়ের কৃতিত্ব কীভাবে খাটো করা যায়? অলিম্পিক্স আত্মপ্রকাশে পদক জিতে স্বভাবতই খুশি হরিয়ানা-তনয় ৷ মনুর সঙ্গী পদকজয়ের প্রতিক্রিয়ায় বলেন, "আশা করি অনুরাগীরা ভীষণ রোমাঞ্চ অনুভব করেছেন ৷ ভীষণই চাপের ম্যাচ ছিল এটা ৷ সবমিলিয়ে খুব খুশি ৷" উল্লেখ্য, ষষ্ঠ ভারতীয় শুটার হিসেবে অলিম্পিক্সে পদক জিতলেন সরবজোৎ ৷

Last Updated : Jul 30, 2024, 10:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.