প্যারিস, 30 জুলাই: ভালোবাসার শহর প্যারিসে 'মনু'সংহিতা ৷ ফ্রান্সের রাজধানীতে অলিম্পিক্সের আসরে শুটার মনু ভাকেরের সাফল্যকে এমন শব্দবন্ধে বাঁধলে বোধহয় অত্যুক্তি হবে না ৷ মঙ্গলবার 10 মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টে সরবজোৎ সিংকে সঙ্গে নিয়ে ব্রোঞ্জ জিতে ইতিহাসে জায়গা করে নিলেন হরিয়ানার 22 বছরের শুটার ৷ একটি অলিম্পিক্স থেকে জোড়া পদকজয়ী প্রথম ভারতীয় অ্যাথলিট হলেন মনু ৷ আর ইতিহাস গড়ে মহিলা শুটার জানালেন, সত্যিই গর্ব অনুভব করছেন তিনি ৷
Extremely humbled by the support and wishes that have been pouring in. This is something that I've always dreamt of. Proud to perform at the biggest stage for my country 🇮🇳 ❤️ pic.twitter.com/8U6sHOLulR
— Manu Bhaker🇮🇳 (@realmanubhaker) July 30, 2024
এদিন পদক জিতে মনু বলেন, "গর্ব অনুভব করছি ভীষণভাবে ৷ আমি এই কৃতিত্ব অর্জন করতে পেরে খুবই কৃতজ্ঞ ৷ সকলের ভালোবাসা এবং আশীর্বাদের জন্য অনেক অনেক ধন্যবাদ ৷" মনুর পদকের লক্ষ্যে অভিযান এখনও শেষ হয়নি প্যারিসে ৷ পরবর্তীতে মহিলাদের 25 মিটার এয়ার পিস্তল ইভেন্টে অংশ নেবেন জোড়া পদকের মালকিন ৷ সেখানেও পদকজয়ের চেষ্টা করবেন বলে এদিন প্রতিক্রিয়ায় জানান মনু ৷
নিশানায় অব্যর্থ থেকে ব্যক্তিগত ইভেন্টের পর দলগত ইভেন্টেও পদক ৷ সাফল্যের নেপথ্য কারণ জানাতে গিয়ে মনু বলেন, "আমরা কিছু নিয়ন্ত্রণ করতে পারি না ৷ আমরা শুধু নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করতে পারি ৷ এখানে আসার আগে আমরা সতীর্থরা এই বিষয়টা নিয়েই আলোচনা করেছিলাম ৷ আমরা সংকল্প করেছিলাম যাই হয়ে যাক সেরাটা দেব ৷ শেষ শট পর্যন্ত লড়ে যাব ৷"
“🇮🇳 What a day for India at #Paris2024! Manu Bhaker makes history with 2 bronze medals in women's 10m air pistol and 10m air pistol mixed team. Sarabjot Singh also shines bright! Proud of our shooting stars! 🇮🇳 #TeamIndia #cheer4Bharat.
— India in France (@IndiaembFrance) July 30, 2024
" 🇮🇳 quelle journée pour l'inde à… pic.twitter.com/KbKRbAU8hr
মনুর ছায়ায় খানিক ঢাকা পড়েছেন বটে, কিন্তু সরবজোৎ সিংয়ের কৃতিত্ব কীভাবে খাটো করা যায়? অলিম্পিক্স আত্মপ্রকাশে পদক জিতে স্বভাবতই খুশি হরিয়ানা-তনয় ৷ মনুর সঙ্গী পদকজয়ের প্রতিক্রিয়ায় বলেন, "আশা করি অনুরাগীরা ভীষণ রোমাঞ্চ অনুভব করেছেন ৷ ভীষণই চাপের ম্যাচ ছিল এটা ৷ সবমিলিয়ে খুব খুশি ৷" উল্লেখ্য, ষষ্ঠ ভারতীয় শুটার হিসেবে অলিম্পিক্সে পদক জিতলেন সরবজোৎ ৷