ETV Bharat / sports

লক্ষ্যভেদে ইতিহাস মনুর, এবার সরবজোৎকে সঙ্গে নিয়ে জিতলেন ব্রোঞ্জ - PARIS OLYMPICS 2024

MANU AND SARABJOT CLINCH BRONZE: প্যারিসে 'ডাবল ডিলাইট' মনু ভাকেরের ৷ সুশীল কুমার এবং পুসারলা ভেঙ্কট সিন্ধুর ঝুলিতে জোড়া অলিম্পিক্স পদক থাকলেও সেগুলি একই অলিম্পিক্সে নয় ৷ ফলত প্যারিসেই জোড়া পদক তুলে প্রথম ভারতীয় হিসেবে নয়া কীর্তি গড়লেন মনু ভাকের ৷ মঙ্গলবার সরবজোৎ সিংকে নিয়ে 10 মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ আনলেন ঝজ্জরের মেয়ে ৷

MANU AND SARABJOT CLINCH BRONZE
লক্ষ্যভেদে ইতিহাস মনুর সঙ্গী সরবজোৎ (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Jul 30, 2024, 1:19 PM IST

Updated : Jul 30, 2024, 1:52 PM IST

প্যারিস, 30 জুলাই: অলিম্পিক্সে ঐতিহাসিক কীর্তি গড়লেন মনু ভাকের ৷ প্রথম ভারতীয় হিসেবে একই অলিম্পিক্সে জোড়া পদক জিতলেন ঝজ্জরের শুটার ৷ মঙ্গলবার 10 মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ এল মনু ভাকের ও সরবজোৎ সিং জুটির নিশানায় ৷ দিনদু'য়েক আগে ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন মনু ৷ মঙ্গলবার এল দলগত ইভেন্টে পদক ৷

ব্রোঞ্জ জয়ের পথে এদিন কোরিয়ার জুটিকে হারালেন মনু ও সরবজোৎ জুটি ৷ এর মধ্যে ওহ ইয়ে জিন মহিলাদের ব্যক্তিগত ইভেন্টে সোনা জেতায় লড়াইটা মোটেই সহজ ছিল না ৷ কিন্তু চাপের মুখে মাথা ঠান্ডা রেখে বাজিমাত করে যায় ভারতীয় জুটি ৷ ভারতের পক্ষে ম্যাচের ফল 16-10 ৷ এর আগে সুশীল কুমার এবং পুসারলা ভেঙ্কট সিন্ধুর ঝুলিতে জোড়া অলিম্পিক্স পদক থাকলেও সেগুলি এসেছে দু'টি ভিন্ন অলিম্পিক্সে ৷ এদিন সেই নজির ভেঙে প্যারিস থেকেই জোড়া পদক তুলে নিলেন মনু ৷

ব্রোঞ্জ পদকের ম্যাচে এদিন 13টি সিরিজের মধ্যে 8টি সিরিজ নিজেদের নামে করে নেন দুই ভারতীয় শুটার ৷ প্রথমে 0-2 পিছিয়ে পড়লেও একসময় 14-6 ব্যবধানে এগিয়ে যান দু'জনে ৷ এরপর টানা দু'টি সিরিজ জিতে ফের মরণকামড় দেওয়ার চেষ্টা করে কোরিয়ান জুটি ৷ কিন্তু শেষ হাসি হাসেন ভারতের দুই শুটারই ৷ দু-একটি শটে লক্ষ্যে বিচ্যুতি ঘটলেও সারা ম্যাচে দুরন্ত ফর্মে ছিলেন মনু-সরবজোৎ দু'জনেই ৷ তারই ফল পায় ভারত ৷

এর আগে রবিবার ব্যক্তিগত ইভেন্টেও ব্রোঞ্জ জিতে নিয়েছিলেন 22 বছরের মনু ৷ টোকিয়ো অলিম্পিক্সে পিস্তলে ত্রুটির জেরে কোয়ালিফিকেশনের মাঝপথে বেরিয়ে যাওয়া হরিয়ানার শুটার সেদিনই সুদে-আসলে পুষিয়ে দিয়েছিলেন গত অলিম্পিক্সের ব্যর্থতা ৷ আর মঙ্গলবারের সাফল্য তাঁকে নিয়ে গেল শিখরে ৷ মনু ও সরবজোতের সাফল্যে উচ্ছ্বসিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

রাষ্ট্রপতি এক্স হ্যান্ডেলে লেখেন, "10 মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ জয়ের জন্য মনু ভাকের ও সরবজোৎ সিংকে অভিনন্দন ৷ মনু একইসঙ্গে ইতিহাস গড়লেন মনু ৷ প্রথম মহিলা শুটার হিসেবে একই অলিম্পিক্স থেকে জোড়া পদক জিতে আমাদের ভীষণ গর্বিত করেছে সে ৷ আমি তাঁকে এবং সরবজোৎ সিংকে ভবিষ্যতের শুভেচ্ছা জানাই ৷"

প্যারিস, 30 জুলাই: অলিম্পিক্সে ঐতিহাসিক কীর্তি গড়লেন মনু ভাকের ৷ প্রথম ভারতীয় হিসেবে একই অলিম্পিক্সে জোড়া পদক জিতলেন ঝজ্জরের শুটার ৷ মঙ্গলবার 10 মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ এল মনু ভাকের ও সরবজোৎ সিং জুটির নিশানায় ৷ দিনদু'য়েক আগে ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন মনু ৷ মঙ্গলবার এল দলগত ইভেন্টে পদক ৷

ব্রোঞ্জ জয়ের পথে এদিন কোরিয়ার জুটিকে হারালেন মনু ও সরবজোৎ জুটি ৷ এর মধ্যে ওহ ইয়ে জিন মহিলাদের ব্যক্তিগত ইভেন্টে সোনা জেতায় লড়াইটা মোটেই সহজ ছিল না ৷ কিন্তু চাপের মুখে মাথা ঠান্ডা রেখে বাজিমাত করে যায় ভারতীয় জুটি ৷ ভারতের পক্ষে ম্যাচের ফল 16-10 ৷ এর আগে সুশীল কুমার এবং পুসারলা ভেঙ্কট সিন্ধুর ঝুলিতে জোড়া অলিম্পিক্স পদক থাকলেও সেগুলি এসেছে দু'টি ভিন্ন অলিম্পিক্সে ৷ এদিন সেই নজির ভেঙে প্যারিস থেকেই জোড়া পদক তুলে নিলেন মনু ৷

ব্রোঞ্জ পদকের ম্যাচে এদিন 13টি সিরিজের মধ্যে 8টি সিরিজ নিজেদের নামে করে নেন দুই ভারতীয় শুটার ৷ প্রথমে 0-2 পিছিয়ে পড়লেও একসময় 14-6 ব্যবধানে এগিয়ে যান দু'জনে ৷ এরপর টানা দু'টি সিরিজ জিতে ফের মরণকামড় দেওয়ার চেষ্টা করে কোরিয়ান জুটি ৷ কিন্তু শেষ হাসি হাসেন ভারতের দুই শুটারই ৷ দু-একটি শটে লক্ষ্যে বিচ্যুতি ঘটলেও সারা ম্যাচে দুরন্ত ফর্মে ছিলেন মনু-সরবজোৎ দু'জনেই ৷ তারই ফল পায় ভারত ৷

এর আগে রবিবার ব্যক্তিগত ইভেন্টেও ব্রোঞ্জ জিতে নিয়েছিলেন 22 বছরের মনু ৷ টোকিয়ো অলিম্পিক্সে পিস্তলে ত্রুটির জেরে কোয়ালিফিকেশনের মাঝপথে বেরিয়ে যাওয়া হরিয়ানার শুটার সেদিনই সুদে-আসলে পুষিয়ে দিয়েছিলেন গত অলিম্পিক্সের ব্যর্থতা ৷ আর মঙ্গলবারের সাফল্য তাঁকে নিয়ে গেল শিখরে ৷ মনু ও সরবজোতের সাফল্যে উচ্ছ্বসিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

রাষ্ট্রপতি এক্স হ্যান্ডেলে লেখেন, "10 মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ জয়ের জন্য মনু ভাকের ও সরবজোৎ সিংকে অভিনন্দন ৷ মনু একইসঙ্গে ইতিহাস গড়লেন মনু ৷ প্রথম মহিলা শুটার হিসেবে একই অলিম্পিক্স থেকে জোড়া পদক জিতে আমাদের ভীষণ গর্বিত করেছে সে ৷ আমি তাঁকে এবং সরবজোৎ সিংকে ভবিষ্যতের শুভেচ্ছা জানাই ৷"

Last Updated : Jul 30, 2024, 1:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.