প্যারিস, 30 জুলাই: অলিম্পিক্সে ঐতিহাসিক কীর্তি গড়লেন মনু ভাকের ৷ প্রথম ভারতীয় হিসেবে একই অলিম্পিক্সে জোড়া পদক জিতলেন ঝজ্জরের শুটার ৷ মঙ্গলবার 10 মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ এল মনু ভাকের ও সরবজোৎ সিং জুটির নিশানায় ৷ দিনদু'য়েক আগে ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন মনু ৷ মঙ্গলবার এল দলগত ইভেন্টে পদক ৷
ব্রোঞ্জ জয়ের পথে এদিন কোরিয়ার জুটিকে হারালেন মনু ও সরবজোৎ জুটি ৷ এর মধ্যে ওহ ইয়ে জিন মহিলাদের ব্যক্তিগত ইভেন্টে সোনা জেতায় লড়াইটা মোটেই সহজ ছিল না ৷ কিন্তু চাপের মুখে মাথা ঠান্ডা রেখে বাজিমাত করে যায় ভারতীয় জুটি ৷ ভারতের পক্ষে ম্যাচের ফল 16-10 ৷ এর আগে সুশীল কুমার এবং পুসারলা ভেঙ্কট সিন্ধুর ঝুলিতে জোড়া অলিম্পিক্স পদক থাকলেও সেগুলি এসেছে দু'টি ভিন্ন অলিম্পিক্সে ৷ এদিন সেই নজির ভেঙে প্যারিস থেকেই জোড়া পদক তুলে নিলেন মনু ৷
🇮🇳🔥 𝗜𝗻𝗱𝗶𝗮'𝘀 𝗲𝗹𝗶𝘁𝗲 𝘀𝗵𝗼𝗼𝘁𝗲𝗿𝘀! A historic achievement for Manu Bhaker and Sarabjot Singh as they win India's first-ever team medal in shooting at the Olympics.
— India at Paris 2024 Olympics (@sportwalkmedia) July 30, 2024
🧐 Here's a look at India's shooting medallists in the Olympics over the years.
👉 𝗙𝗼𝗹𝗹𝗼𝘄… pic.twitter.com/Vf2yp4r2vH
ব্রোঞ্জ পদকের ম্যাচে এদিন 13টি সিরিজের মধ্যে 8টি সিরিজ নিজেদের নামে করে নেন দুই ভারতীয় শুটার ৷ প্রথমে 0-2 পিছিয়ে পড়লেও একসময় 14-6 ব্যবধানে এগিয়ে যান দু'জনে ৷ এরপর টানা দু'টি সিরিজ জিতে ফের মরণকামড় দেওয়ার চেষ্টা করে কোরিয়ান জুটি ৷ কিন্তু শেষ হাসি হাসেন ভারতের দুই শুটারই ৷ দু-একটি শটে লক্ষ্যে বিচ্যুতি ঘটলেও সারা ম্যাচে দুরন্ত ফর্মে ছিলেন মনু-সরবজোৎ দু'জনেই ৷ তারই ফল পায় ভারত ৷
এর আগে রবিবার ব্যক্তিগত ইভেন্টেও ব্রোঞ্জ জিতে নিয়েছিলেন 22 বছরের মনু ৷ টোকিয়ো অলিম্পিক্সে পিস্তলে ত্রুটির জেরে কোয়ালিফিকেশনের মাঝপথে বেরিয়ে যাওয়া হরিয়ানার শুটার সেদিনই সুদে-আসলে পুষিয়ে দিয়েছিলেন গত অলিম্পিক্সের ব্যর্থতা ৷ আর মঙ্গলবারের সাফল্য তাঁকে নিয়ে গেল শিখরে ৷ মনু ও সরবজোতের সাফল্যে উচ্ছ্বসিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
Our shooters continue to make us proud!
— Narendra Modi (@narendramodi) July 30, 2024
Congratulations to @realmanubhaker and Sarabjot Singh for winning the Bronze medal in the 10m Air Pistol Mixed Team event at the #Olympics. Both of them have shown great skills and teamwork. India is incredibly delighted.
For Manu, this… pic.twitter.com/loUsQjnLbN
রাষ্ট্রপতি এক্স হ্যান্ডেলে লেখেন, "10 মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ জয়ের জন্য মনু ভাকের ও সরবজোৎ সিংকে অভিনন্দন ৷ মনু একইসঙ্গে ইতিহাস গড়লেন মনু ৷ প্রথম মহিলা শুটার হিসেবে একই অলিম্পিক্স থেকে জোড়া পদক জিতে আমাদের ভীষণ গর্বিত করেছে সে ৷ আমি তাঁকে এবং সরবজোৎ সিংকে ভবিষ্যতের শুভেচ্ছা জানাই ৷"
Congratulations to Manu Bhaker and Sarabjot Singh for winning bronze medal for India in the mixed team 10 metre air pistol event for shooting!
— President of India (@rashtrapatibhvn) July 30, 2024
Manu Bhaker has created history, becoming the first woman shooter from India to win two medals in the same Olympic games. She has done us…