ETV Bharat / sports

সেমির আগে বড় ধাক্কা ভারতীয় হকি শিবিরে, নির্বাসিত রোহিদাস - PARIS OLYMPICS 2024

author img

By ETV Bharat Sports Team

Published : Aug 5, 2024, 1:02 PM IST

Amit Rohidas Banned: রবিবারের ঘটনায় ভারতের অমিত রোহিদাসকে এক ম্যাচের নির্বাসনে পাঠাল আন্তর্জাতিক হকি সংস্থা ৷ ফলত মঙ্গলে জার্মানির বিরুদ্ধে সেমিফাইনালে খেলতে পারবেন না ডিফেন্ডার ৷ যা বড় ধাক্কা ভারতীয় শিবিরে ৷

AMIT ROHIDAS BANNED
ব্রিটেনের বিরুদ্ধে রোহিদাসকে লাল কার্ড দেখাচ্ছেন রেফারি (AP Photo)

প্যারিস, 5 অগস্ট: জার্মানির বিরুদ্ধে অলিম্পিক্স সেমিফাইনালে নামার আগে বড়সড় দুঃসংবাদ ভারতীয় শিবিরে ৷ ডিফেন্ডার অমিত রোহিদাসকে একম্যাচের জন্য নির্বাসিত করল আন্তর্জাতিক হকি সংস্থা ৷ ফলত মঙ্গলবারের ম্যাচে টার্ফে নামতে পারবেন না তিনি ৷ রবিবার অফিসিয়াল এক বিবৃতিতে রোহিদাসের নির্বাসনে বিষয়টি ঘোষণা করেছে এফআইএইচ ৷

রবিবার কোয়ার্টার ফাইনালে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারে লাল কার্ড দেখে বেরিয়ে যেতে হয় রোহিদাস ৷ ম্যাচে বিয়াল্লিশ মিনিট দশ জনে খেলে ভারতীয় দল ৷ রবিবার বিপক্ষের এক প্লেয়ার রোহিদাসের স্টিকের আঘাতে চোট পেলে মার্চিং অর্ডার দেওয়া হয় ভারতীয় ডিফেন্ডারকে ৷ পরবর্তীতে অপরাধের গুরুত্ব বিবেচনা করে তাঁকে এক ম্যাচের নির্বাসনে পাঠায় আন্তর্জাতিক হকি সংস্থা ৷

বিবৃতিতে এফআইএইচ জানিয়েছে, 4 অগস্ট গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে ম্যাচে এফআইএইচের কোড অফ কন্ডাক্ট লঙ্ঘন করায় অমিত রোহিদাসকে একম্যাচ নির্বাসিত করা হয়েছে ৷ সেই নির্বাসন জার্মানির বিরুদ্ধে ভারতের সেমিফাইনাল ম্যাচে কার্যকর হবে বলেও জানানো হয়েছে আন্তর্জাতিক হকি সংস্থার তরফে ৷ অর্থাৎ, ম্যাচে 11 জন খেললেও জার্মানদের বিরুদ্ধে শেষ চারের ম্যাচে আগামিকাল ভারতীয় স্কোয়াডে 16 জনের পরিবর্তে থাকবেন 15 জন প্লেয়ার ৷

রবিবার ম্যাচের 17 মিনিটে বল দখলের ডুয়েলে রোহিদাসের স্টিক ব্রিটেনের উইল ক্যালনানের কপালে আঘাত করে ৷ মাটিতে লুটিয়ে পড়েন ব্রিটিশ প্লেয়ার ৷ যদিও পরে তিনি উঠে দাঁড়ান ৷ ঘটনার জেরে লাল কার্ড দেখানো হয় ভারতীয় ডিফেন্ডারকে ৷ কিন্তু রোহিদাসকে মার্চিং অর্ডারের ঘটনায় ক্ষুব্ধ অনুরাগীরা সোশাল মিডিয়ায় তাঁদের ক্ষোভ উগরে দেন ৷ যদিও সারা ম্যাচে দুর্ধর্ষ ডিফেন্স করে শুট-আউটে বাজিমাত করে যায় ভারত ৷ নির্ধারিত সময় 1-1 থাকার পর শুট-আউটে ব্রিটেনকে 4-2 গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করে গতবারের ব্রোঞ্জজয়ীরা ৷

প্যারিস, 5 অগস্ট: জার্মানির বিরুদ্ধে অলিম্পিক্স সেমিফাইনালে নামার আগে বড়সড় দুঃসংবাদ ভারতীয় শিবিরে ৷ ডিফেন্ডার অমিত রোহিদাসকে একম্যাচের জন্য নির্বাসিত করল আন্তর্জাতিক হকি সংস্থা ৷ ফলত মঙ্গলবারের ম্যাচে টার্ফে নামতে পারবেন না তিনি ৷ রবিবার অফিসিয়াল এক বিবৃতিতে রোহিদাসের নির্বাসনে বিষয়টি ঘোষণা করেছে এফআইএইচ ৷

রবিবার কোয়ার্টার ফাইনালে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারে লাল কার্ড দেখে বেরিয়ে যেতে হয় রোহিদাস ৷ ম্যাচে বিয়াল্লিশ মিনিট দশ জনে খেলে ভারতীয় দল ৷ রবিবার বিপক্ষের এক প্লেয়ার রোহিদাসের স্টিকের আঘাতে চোট পেলে মার্চিং অর্ডার দেওয়া হয় ভারতীয় ডিফেন্ডারকে ৷ পরবর্তীতে অপরাধের গুরুত্ব বিবেচনা করে তাঁকে এক ম্যাচের নির্বাসনে পাঠায় আন্তর্জাতিক হকি সংস্থা ৷

বিবৃতিতে এফআইএইচ জানিয়েছে, 4 অগস্ট গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে ম্যাচে এফআইএইচের কোড অফ কন্ডাক্ট লঙ্ঘন করায় অমিত রোহিদাসকে একম্যাচ নির্বাসিত করা হয়েছে ৷ সেই নির্বাসন জার্মানির বিরুদ্ধে ভারতের সেমিফাইনাল ম্যাচে কার্যকর হবে বলেও জানানো হয়েছে আন্তর্জাতিক হকি সংস্থার তরফে ৷ অর্থাৎ, ম্যাচে 11 জন খেললেও জার্মানদের বিরুদ্ধে শেষ চারের ম্যাচে আগামিকাল ভারতীয় স্কোয়াডে 16 জনের পরিবর্তে থাকবেন 15 জন প্লেয়ার ৷

রবিবার ম্যাচের 17 মিনিটে বল দখলের ডুয়েলে রোহিদাসের স্টিক ব্রিটেনের উইল ক্যালনানের কপালে আঘাত করে ৷ মাটিতে লুটিয়ে পড়েন ব্রিটিশ প্লেয়ার ৷ যদিও পরে তিনি উঠে দাঁড়ান ৷ ঘটনার জেরে লাল কার্ড দেখানো হয় ভারতীয় ডিফেন্ডারকে ৷ কিন্তু রোহিদাসকে মার্চিং অর্ডারের ঘটনায় ক্ষুব্ধ অনুরাগীরা সোশাল মিডিয়ায় তাঁদের ক্ষোভ উগরে দেন ৷ যদিও সারা ম্যাচে দুর্ধর্ষ ডিফেন্স করে শুট-আউটে বাজিমাত করে যায় ভারত ৷ নির্ধারিত সময় 1-1 থাকার পর শুট-আউটে ব্রিটেনকে 4-2 গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করে গতবারের ব্রোঞ্জজয়ীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.