প্যারিস, 6 অগস্ট: পিভি সিন্ধু টানা তৃতীয়বার পদকের দৌড় থেকে ছিটকে গিয়েছিলেন আগেই ৷ সোমবার ব্য়াডমিন্টনে পদকের শেষ আশা লক্ষ্য সেনও হেরে গিয়েছেন ব্রোঞ্জ পদকের ম্যাচে ৷ সবমিলিয়ে 2008 সালের পর অলিম্পিক্স থেকে খালি হাতে ফিরছে ভারতীয় ব্যাডমিন্টন দল ৷ আর প্য়ারিসে হতশ্রী পারফরম্যান্সের পর যারপরনাই হতাশ এবং ক্ষুব্ধ কিংবদন্তি শাটলার প্রকাশ পাড়ুকোন ৷ যিনি ভারতীয় ব্যাডমিন্টন দলের কোচও বটে ৷
পাড়ুকোনের কথায়, অ্যাথলিটদের জন্য দেশের সরকার অনেক কিছু করেছে ৷ এবার অ্য়াথলিটদেরই দায় নেওয়া উচিৎ ৷ সোমবার শিষ্যের হারের পর তিনি সাংবাদিকদের বলেন, "আমি হতাশ যে ব্য়াডমিন্টনে একটাও পদক আনতে পারলাম না ৷ আমি বলেছিলাম এবার অলিম্পিক্সে আমরা তিনটি পদকের দৌড়ে রয়েছি ৷ সেখান থেকে অন্তত একটা এলেও খুশি হতাম ৷ এবার সরকার, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এবং ক্রীড়ামন্ত্রক তাদের সেরাটা দিয়েছে ৷ আমার মনে হয় না সরকার যা করেছে তার থেকে বেশি কিছু করা সম্ভব ৷ তাই প্লেয়ারদেরই দায় নিতে হবে এবার ৷"
শুধু তাই নয় ৷ ঘরে ফিরে দেশের শাটলারদের নিজেদের পারফরম্যান্স আত্মোপলব্ধি করতে বলেছেন প্রাক্তন অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ৷ পাড়ুকোন বলেন, "প্লেয়ারদের আত্মোপলব্ধির সময় এসেছে ৷ আপনি আরও আরও চেয়ে গেলেই হবে না, হয়ত প্লেয়াররা পদক নিয়ে আসার মত পর্যাপ্ত পরিশ্রম করছে না ৷ আপনার হাতে স্পোর্টস সায়েন্স সাপোর্ট টিম রয়েছে, প্লেয়ারদের ব্যক্তিগত ফিজিয়ো রয়েছেন, পুষ্টিবিদ রয়েছেন ৷ যুক্তরাষ্ট্রের মত প্রথমসারির দেশগুলো ছাড়া কারও এত সুবিধা নেই ৷"
#WATCH | Paris, France: On Indian shuttler Lakshya Sen losing the bronze medal match to Malaysia's Zii Jia Lee in Badminton Men's singles at Paris Olympics, former Badminton player Prakash Padukone says, " he played well. i am a little disappointed as he could not finish it.… pic.twitter.com/BnaWQTHz0g
— ANI (@ANI) August 5, 2024
গত দুই অলিম্পিক্সে রুপো ও ব্রোঞ্জজয়ী সিন্ধু এবার প্রি-কোয়ার্টারেই ছিটকে যান ৷ তবে প্যারিসে সবচেয়ে বেশি হতাশ করেছে সাত্বিক-চিরাগের ডাবলস জুটি ৷ কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়া জুটির কাছে হেরে বসেন তাঁরা ৷ তবে পদকের খুব কাছে চলে গিয়েছিলেন লক্ষ্য ৷ প্রথম পুরুষ শাটলার হিসেবে অলিম্পিক্সের শেষ চারে পৌঁছনোর নজির গড়েন তিনি ৷ কিন্তু সেমিফাইনালে ভিক্টর অ্যাক্সেলসেন এবং ব্রোঞ্জ জয়ের ম্যাচে লি জি জিয়ার কাছে হারতে হয় লক্ষ্যকে ৷