ETV Bharat / sports

সন্তান গর্ভে অলিম্পিক্সের মঞ্চে, পদক না-জিতেও গর্বিত নাদা - PARIS OLYMPICS 2024 - PARIS OLYMPICS 2024

Nada Hafez Competes in Olympics With Pregnancy: পদক জিততে পারেননি তো কী? সাত মাসের গর্ভস্থ সন্তানকে নিয়ে অলিম্পিক্সে অংশগ্রহণ করে তাক লাগালেন মিশরের নাদা হাফিজ ৷ বিষয়টি খোলসা করলেন প্রতিযোগিতা থেকে বিদায়ের পর ৷

Nada Hafez
গর্ভাবস্থায় অলিম্পিক্সে মিশরীয় ফেন্সার (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Jul 30, 2024, 8:04 PM IST

Updated : Jul 30, 2024, 8:29 PM IST

প্যারিস, 30 জুলাই: সন্তান জন্মের পর 'সুপার মম' হয়ে বহু অ্যাথলিট দাপিয়েছেন অলিম্পিক্সের মঞ্চ ৷ কিন্তু যদি বলা হয় সন্তান গর্ভে অলিম্পিক্সের মঞ্চে অ্যাথলিট ৷ অবাক করার মতো বিষয় তো? তবে অবাক লাগলেও সত্যি এটাই যে, সাত মাসের গর্ভস্থ সন্তানকে নিয়ে প্যারিস গেমসে অংশগ্রহণ করলেন মিশরের ফেন্সার নাদা হাফিজ ৷ পদক না-জিতলেও যে দৃষ্টান্ত তিনি রেখে গেলেন, তা বছরের পর বছর অনুপ্রাণিত করবে দেশ-বিদেশের অ্যাথলিটদের ৷

বছর ছাব্বিশের নাদা হাফিজের তৃতীয় অলিম্পিক্স অংশগ্রহণ ছিল প্যারিসে ৷ মহিলাদের ব্যক্তিগত ফেন্সিং ইভেন্টে প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের এলিজাবেথ তারতাক্রোভস্কিকে 15-13 ব্যবধানে হারিয়ে রাউন্ড অফ 16'য় পৌঁছন হাফিজ ৷ কিন্তু প্রি-কোয়ার্টারে কোরিয়ার প্রতিদ্বন্দ্বীর কাছে হেরে অভিযান শেষ হয়ে যায় মিশরীয় ফেন্সারের ৷ তবে তিনি যে গর্ভবতী, সে ব্যাপারে তখনও পর্যন্ত অবগত ছিলেন ক্রীড়া অনুরাগীরা ৷ অলিম্পিক্স থেকে বিদায়ের পরই সোশাল মিডিয়ায় বিষয়টি সামনে আনেন হবু মা ৷

সোমবার ইনস্টাগ্রামে হাফিজ লেখেন, "আপনারা দেখছিলেন পোডিয়ামে দু'জন প্লেয়ার দাঁড়িয়ে ৷ কিন্তু আসলে পোডিয়ামে ছিল তিনজন ৷ আমি, আমার প্রতিদ্বন্দ্বী এবং পৃথিবীর আলো দেখতে চলা আমার গর্ভস্থ সন্তান ৷ শারীরিক এবং মানসিকভাবে সমস্ত চ্যালেঞ্জ আমার গর্ভস্থ সন্তানের সঙ্গেই আমি শেয়ার করে নিয়েছি ৷ গর্ভাবস্থা এমনিতেই কঠিন অধ্যায়, কিন্তু জীবনের সঙ্গে সঙ্গে খেলাধুলোর সমতা রক্ষার বিষয়টি কেবল কঠোরই নয়, মূল্যবানও বটে ৷ আমি এই পোস্টে জানাতে চাই যে, গর্ভাবস্থায় রাউন্ড অফ 16-এ পৌঁছনো আমার সত্ত্বাকে গর্বিত করেছে ৷"

এখানেই শেষ নয়, তাঁকে এই লড়াই লড়তে দেওয়ার জন্য তাঁর স্বামীকেও ধন্যবাদ জানিয়েছেন হাফিজ ৷ এমনকী গর্ভস্থ সন্তানকে যে তিনি পরবর্তীতে অলিম্পিক্সের মঞ্চে দেখতে চান তাও স্পষ্ট করেছেন তিনি ৷ ফেন্সারের কথায়, "এই অলিম্পিক্সটা সম্পূর্ণ আলাদা ৷ তিনবারের অলিম্পিয়ান আমি তবে এবার সঙ্গে ছিল আমার ছোট্ট অলিম্পিয়ান ৷"

প্যারিস, 30 জুলাই: সন্তান জন্মের পর 'সুপার মম' হয়ে বহু অ্যাথলিট দাপিয়েছেন অলিম্পিক্সের মঞ্চ ৷ কিন্তু যদি বলা হয় সন্তান গর্ভে অলিম্পিক্সের মঞ্চে অ্যাথলিট ৷ অবাক করার মতো বিষয় তো? তবে অবাক লাগলেও সত্যি এটাই যে, সাত মাসের গর্ভস্থ সন্তানকে নিয়ে প্যারিস গেমসে অংশগ্রহণ করলেন মিশরের ফেন্সার নাদা হাফিজ ৷ পদক না-জিতলেও যে দৃষ্টান্ত তিনি রেখে গেলেন, তা বছরের পর বছর অনুপ্রাণিত করবে দেশ-বিদেশের অ্যাথলিটদের ৷

বছর ছাব্বিশের নাদা হাফিজের তৃতীয় অলিম্পিক্স অংশগ্রহণ ছিল প্যারিসে ৷ মহিলাদের ব্যক্তিগত ফেন্সিং ইভেন্টে প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের এলিজাবেথ তারতাক্রোভস্কিকে 15-13 ব্যবধানে হারিয়ে রাউন্ড অফ 16'য় পৌঁছন হাফিজ ৷ কিন্তু প্রি-কোয়ার্টারে কোরিয়ার প্রতিদ্বন্দ্বীর কাছে হেরে অভিযান শেষ হয়ে যায় মিশরীয় ফেন্সারের ৷ তবে তিনি যে গর্ভবতী, সে ব্যাপারে তখনও পর্যন্ত অবগত ছিলেন ক্রীড়া অনুরাগীরা ৷ অলিম্পিক্স থেকে বিদায়ের পরই সোশাল মিডিয়ায় বিষয়টি সামনে আনেন হবু মা ৷

সোমবার ইনস্টাগ্রামে হাফিজ লেখেন, "আপনারা দেখছিলেন পোডিয়ামে দু'জন প্লেয়ার দাঁড়িয়ে ৷ কিন্তু আসলে পোডিয়ামে ছিল তিনজন ৷ আমি, আমার প্রতিদ্বন্দ্বী এবং পৃথিবীর আলো দেখতে চলা আমার গর্ভস্থ সন্তান ৷ শারীরিক এবং মানসিকভাবে সমস্ত চ্যালেঞ্জ আমার গর্ভস্থ সন্তানের সঙ্গেই আমি শেয়ার করে নিয়েছি ৷ গর্ভাবস্থা এমনিতেই কঠিন অধ্যায়, কিন্তু জীবনের সঙ্গে সঙ্গে খেলাধুলোর সমতা রক্ষার বিষয়টি কেবল কঠোরই নয়, মূল্যবানও বটে ৷ আমি এই পোস্টে জানাতে চাই যে, গর্ভাবস্থায় রাউন্ড অফ 16-এ পৌঁছনো আমার সত্ত্বাকে গর্বিত করেছে ৷"

এখানেই শেষ নয়, তাঁকে এই লড়াই লড়তে দেওয়ার জন্য তাঁর স্বামীকেও ধন্যবাদ জানিয়েছেন হাফিজ ৷ এমনকী গর্ভস্থ সন্তানকে যে তিনি পরবর্তীতে অলিম্পিক্সের মঞ্চে দেখতে চান তাও স্পষ্ট করেছেন তিনি ৷ ফেন্সারের কথায়, "এই অলিম্পিক্সটা সম্পূর্ণ আলাদা ৷ তিনবারের অলিম্পিয়ান আমি তবে এবার সঙ্গে ছিল আমার ছোট্ট অলিম্পিয়ান ৷"

Last Updated : Jul 30, 2024, 8:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.