ETV Bharat / sports

নকআউটে মুখোমুখি লক্ষ্য-প্রণয়, অলিম্পিক্স ব্যাডমিন্টনে ভারতের ঐতিহাসিক ম্যাচ আজ - PARIS OLYMPICS 2024

HS Prannoy vs Lakshya Sen in Pre-QF: অলিম্পিক্স ব্য়াডমিন্টনের পুরুষ সিঙ্গলসে আজ দুই ভারতীয় শাটলারের 'ক্ল্যাশ অফ টাইটানস' ৷ ক্রিস্টিকে হারিয়ে বুধবার প্রথমে প্রি-কোয়ার্টারে পৌঁছেছিলেন লক্ষ্য ৷ রাতে ভিয়েতনামের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে পরবর্তী রাউন্ডে পৌঁছে যান প্রণয়ও ৷

HS Prannoy vs Lakshya Sen
মুখোমুখি লক্ষ্য ও প্রণয় (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 1, 2024, 12:55 PM IST

প্যারিস, 1 অগস্ট: লক্ষ্য সেন বনাম এইচ এস প্রণয় ৷ শেষ আটের শিকে ছিঁড়বে দুই স্বদেশীর কোনও একজনের ভাগ্যে ৷ বৃহস্পতির বিকেলে দেশের দুই ব্যাডমিন্টন সেনসেশনের মুখোমুখি সেই লড়াই দেখার অপেক্ষায় আসমুদ্র-হিমাচল ৷ পরিসংখ্যান বলছে, এর আগে 'দ্য গ্রেটেস্ট শো আর্থ'-এ ব্যাডমিন্টনের নকআউটে দুই ভারতীয় শাটলারের মুখোমুখি হওয়ার ঘটনা ঘটেনি ৷ সেদিক থেকে দেখতে গেলে এই ম্যাচ ভারতীয় ব্যাডমিন্টনের ঐতিহাসিক ম্যাচও বটে ৷

বিশ্ব ব়্যাংকিংয়ে প্রথম সারির শাটলার ইন্দোনেশিয়ার জোনাথন ক্রিস্টিকে হারিয়ে বুধবার প্রথমে প্রি-কোয়ার্টারে পৌছে গিয়েছিলেন লক্ষ্য সেন ৷ রাতের দিকে (ভারতীয় সময়) ভিয়েতনামের লি ডুক ফাট'কে হারিয়ে প্রি-কোয়ার্টারে পৌঁছে গেলেন প্রণয়ও ৷ যদিও প্রথম গেম এদিন হারতে হয় তাঁকে ৷ তবে শেষ পর্যন্ত ম্যাচ জিতে গেমসের নিয়ম মেনে প্রি-কোয়ার্টার বা রাউন্ড অফ 16'য় লক্ষ্যর মুখোমুখি হতে হচ্ছে তাঁকে ৷

13 নম্বর এইচএস প্রণয়ের থেকে বিশ্ব ব়্যাংকিংয়ে যোজন পিছিয়ে থাকা ভিয়েতনামের শাটলার এদিন গ্রুপের শেষ ম্যাচের শুরুটা দারুণ করেছিলেন ৷ প্রথম গেমে লি'র কাছে 16-21 ব্যবধানে পরাস্ত হতে হয় ভারতীয় শাটলারকে ৷ তবে দ্বিতীয় গেমে দুরন্ত প্রত্যাবর্তন করেন প্রণয় ৷ 8-5 ব্যবধানে পিছনে ফেলে দেন ভিয়েতনামের প্রতিদ্বন্দ্বীকে ৷ সেই ব্যবধানের দূরত্ব ক্রমেই বাড়তে থাকে ৷ একসময় 15-9 ব্যবধানে এগিয়ে যান তিনি এবং শেষ পর্যন্ত 21-11 ব্যবধানে নিজের নামে করে নেন ৷

তৃতীয় গেমে প্রণয় শুরুতে 8-7 ব্যবধানে পিছিয়ে পড়েন ৷ সেখান থেকে ফের বাউন্স-ব্য়াক করেন ভারতীয় শাটলার ৷ এরপর লি'কে কোর্টে একপ্রকার দাঁড় করিয়ে রেখে ব্যবধান 19-12 তে নিয়ে যান প্রণয় ৷ সেখান থেকে 21-12 ব্যবধানে গেম জিতে প্রি-কোয়ার্টারে প্রবেশ নিশ্চিত করেন তিনি ৷ লক্ষ্য সেন বুধবার ক্রিস্টিকে হারান 21-18, 21-12 গেমে ৷

প্যারিস, 1 অগস্ট: লক্ষ্য সেন বনাম এইচ এস প্রণয় ৷ শেষ আটের শিকে ছিঁড়বে দুই স্বদেশীর কোনও একজনের ভাগ্যে ৷ বৃহস্পতির বিকেলে দেশের দুই ব্যাডমিন্টন সেনসেশনের মুখোমুখি সেই লড়াই দেখার অপেক্ষায় আসমুদ্র-হিমাচল ৷ পরিসংখ্যান বলছে, এর আগে 'দ্য গ্রেটেস্ট শো আর্থ'-এ ব্যাডমিন্টনের নকআউটে দুই ভারতীয় শাটলারের মুখোমুখি হওয়ার ঘটনা ঘটেনি ৷ সেদিক থেকে দেখতে গেলে এই ম্যাচ ভারতীয় ব্যাডমিন্টনের ঐতিহাসিক ম্যাচও বটে ৷

বিশ্ব ব়্যাংকিংয়ে প্রথম সারির শাটলার ইন্দোনেশিয়ার জোনাথন ক্রিস্টিকে হারিয়ে বুধবার প্রথমে প্রি-কোয়ার্টারে পৌছে গিয়েছিলেন লক্ষ্য সেন ৷ রাতের দিকে (ভারতীয় সময়) ভিয়েতনামের লি ডুক ফাট'কে হারিয়ে প্রি-কোয়ার্টারে পৌঁছে গেলেন প্রণয়ও ৷ যদিও প্রথম গেম এদিন হারতে হয় তাঁকে ৷ তবে শেষ পর্যন্ত ম্যাচ জিতে গেমসের নিয়ম মেনে প্রি-কোয়ার্টার বা রাউন্ড অফ 16'য় লক্ষ্যর মুখোমুখি হতে হচ্ছে তাঁকে ৷

13 নম্বর এইচএস প্রণয়ের থেকে বিশ্ব ব়্যাংকিংয়ে যোজন পিছিয়ে থাকা ভিয়েতনামের শাটলার এদিন গ্রুপের শেষ ম্যাচের শুরুটা দারুণ করেছিলেন ৷ প্রথম গেমে লি'র কাছে 16-21 ব্যবধানে পরাস্ত হতে হয় ভারতীয় শাটলারকে ৷ তবে দ্বিতীয় গেমে দুরন্ত প্রত্যাবর্তন করেন প্রণয় ৷ 8-5 ব্যবধানে পিছনে ফেলে দেন ভিয়েতনামের প্রতিদ্বন্দ্বীকে ৷ সেই ব্যবধানের দূরত্ব ক্রমেই বাড়তে থাকে ৷ একসময় 15-9 ব্যবধানে এগিয়ে যান তিনি এবং শেষ পর্যন্ত 21-11 ব্যবধানে নিজের নামে করে নেন ৷

তৃতীয় গেমে প্রণয় শুরুতে 8-7 ব্যবধানে পিছিয়ে পড়েন ৷ সেখান থেকে ফের বাউন্স-ব্য়াক করেন ভারতীয় শাটলার ৷ এরপর লি'কে কোর্টে একপ্রকার দাঁড় করিয়ে রেখে ব্যবধান 19-12 তে নিয়ে যান প্রণয় ৷ সেখান থেকে 21-12 ব্যবধানে গেম জিতে প্রি-কোয়ার্টারে প্রবেশ নিশ্চিত করেন তিনি ৷ লক্ষ্য সেন বুধবার ক্রিস্টিকে হারান 21-18, 21-12 গেমে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.