ETV Bharat / sports

‘ফিটেস্ট’ পাকিস্তানি ক্রিকেটার কারা ? বাছলেন প্রাক্তন অধিনায়ক; রইল তালিকা - Fittest Pakistan Cricketers List

author img

By ETV Bharat Sports Team

Published : Aug 18, 2024, 10:49 AM IST

Fittest Pakistan Cricketers: 1992 সালের বিশ্বজয়ী দল ৷ বরবারই অকুতোভয় বোলার, বিশ্বসেরা ব্যাটার উপহার দিয়েছে পাকিস্তান ৷ কিন্তু ফিল্ডিংয়ের প্রসঙ্গ এলেই খানিক কোনঠাসা ‘মেন ইন গ্রিন’ ৷ ক্রিকেট বিশ্বে প্রচলিত ধারণা, পাকিস্তানি খেলোয়াড়েরা আনফিট ৷ এই বিতর্কের মধ্যেই এবার ফিট ক্রিকেটারদের তালিকা বেছে নিলেন প্রাক্তন পাক অধিনায়ক...

Fittest Pakistan Cricketers
‘ফিটেস্ট’ পাকিস্তানি ক্রিকেটার কারা ? (ইটিভি ভারত)

করাচি, 18 অগস্ট: কখনও সহজ ক্যাচ ফস্কাচ্ছেন, কখনও চার বাঁচাতে গিয়ে নিজের বাউন্ডারি পার করে যাচ্ছেন ৷ সোশাল মিডিয়ায় পাকিস্তানি ক্রিকেটারদের ফিল্ডিং করার ভিডিয়ো মানেই তাতে হাসির রোল উঠবে ৷ বরাবরই ক্রিকেটকে বিশ্বসেরা বোলার, অকুতোভয় ব্যাটার উপহার দিয়েছে পাকিস্তান ৷ কিন্তু ফিল্ডিংয়ের প্রসঙ্গ এলেই খানিক কোনঠাসা ‘মেন ইন গ্রিন’ ৷ ক্রিকেট বিশ্বে প্রচলিত ধারণা, পাকিস্তানি খেলোয়াড় মানেই তিনি আনফিট ৷

Fittest Pakistan Cricketers
ক্রিকেট বিশ্বে প্রচলিত ধারণা, পাকিস্তানি খেলোয়াড়েরা আনফিট (ইটিভি ভারত)

ইনজামাম-উল-হক থেকে হালের আজম খান, বিশালবপু চেহারা এবং তাঁদের মাঠে নড়াচড়ার ছবি এই ধারণার শিকড় আরও গভীরে পৌঁছে দিয়েছে ৷ এবার এই নিয়ে প্রশ্ন তুলে দিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সলমন বাট ৷ নিজের ইউটিউব চ্যানেলে একটি আলোচনায় ‘ফিট’ ক্রিকেটারদের তালিকা দিলেন বাট ৷ তাতে জায়গা হয়নি খোদ পাক অধিনায়ক বাবর আজমেরই ৷

সলমন বলেন, ‘‘সারা দেশে দলের ফিটনেস নিয়ে আলোচনা চলছে ৷ এমনকী জুনিয়র পর্যায়েও খেলোয়াড়দের দৌড়তে বলা হয়েছে ৷ টি-20 বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের মাঠে ফিট না-দেখা গেলেও এমন ঘটনা ঘটে ৷ এই সময়ের মধ্যে, কোনও ফিজিও বা প্রশিক্ষকের বিরুদ্ধে কোনও প্রশ্ন উত্থাপিত হয়নি ৷ তবে রাজ্য স্তরের খেলোয়াড়দের তাঁদের ফিটনেস উন্নত করার নির্দেশ দেওয়া হয়েছে ৷ সেই লোকেরা এখনও সেখানেই রয়েছে যারা দিনের পর দিন খেলোয়াড়দের এই অবস্থা মেনে নিয়েছে ৷’’

Salman Butt fittest Pakistan cricketers list
পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সলমন বাট (ইটিভি ভারত)

সলমনের বেছে নেওয়া ফিট ক্রিকেটারের তালিকা:

1. ফখর জামান

2. মহম্মদ রিজওয়ান

3. শান মাসুদ

ফিট খেলোয়াড়ের তালিকায় নেই বাবর আজম:

শান মাসুদ, ফখর জামান এবং মহম্মদ রিজওয়ানকে বেছে নিয়েছেন বাট ৷ তাঁর কথায়, এই তিন খেলোয়াড় ইয়ো-ইয়ো টেস্টে সেরা ফল করেছে ৷ যদিও তিনি বলেন, ‘‘আপনি বলতে পারেন না যে সব খেলোয়াড় ফিট নয় ৷ আপনি যদি কয়েকজনকে দেখেন, তাঁরা বিশ্ব ক্রিকেটে ফিটনেসের দিক থেকে সেরা 10 জন খেলোয়াড়ের মধ্যে রয়েছেন । শান মাসুদ, ফখর জামান এবং মহম্মদ রিজওয়ান যথেষ্ট ফিট ৷ তবে বিশ্বের অন্যতম সেরা ব্যটার ও পাক অধিনায়ক বাবর আজম কেন তালিকায় নেই, তা খোলসা করেননি সলমন ৷

করাচি, 18 অগস্ট: কখনও সহজ ক্যাচ ফস্কাচ্ছেন, কখনও চার বাঁচাতে গিয়ে নিজের বাউন্ডারি পার করে যাচ্ছেন ৷ সোশাল মিডিয়ায় পাকিস্তানি ক্রিকেটারদের ফিল্ডিং করার ভিডিয়ো মানেই তাতে হাসির রোল উঠবে ৷ বরাবরই ক্রিকেটকে বিশ্বসেরা বোলার, অকুতোভয় ব্যাটার উপহার দিয়েছে পাকিস্তান ৷ কিন্তু ফিল্ডিংয়ের প্রসঙ্গ এলেই খানিক কোনঠাসা ‘মেন ইন গ্রিন’ ৷ ক্রিকেট বিশ্বে প্রচলিত ধারণা, পাকিস্তানি খেলোয়াড় মানেই তিনি আনফিট ৷

Fittest Pakistan Cricketers
ক্রিকেট বিশ্বে প্রচলিত ধারণা, পাকিস্তানি খেলোয়াড়েরা আনফিট (ইটিভি ভারত)

ইনজামাম-উল-হক থেকে হালের আজম খান, বিশালবপু চেহারা এবং তাঁদের মাঠে নড়াচড়ার ছবি এই ধারণার শিকড় আরও গভীরে পৌঁছে দিয়েছে ৷ এবার এই নিয়ে প্রশ্ন তুলে দিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সলমন বাট ৷ নিজের ইউটিউব চ্যানেলে একটি আলোচনায় ‘ফিট’ ক্রিকেটারদের তালিকা দিলেন বাট ৷ তাতে জায়গা হয়নি খোদ পাক অধিনায়ক বাবর আজমেরই ৷

সলমন বলেন, ‘‘সারা দেশে দলের ফিটনেস নিয়ে আলোচনা চলছে ৷ এমনকী জুনিয়র পর্যায়েও খেলোয়াড়দের দৌড়তে বলা হয়েছে ৷ টি-20 বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের মাঠে ফিট না-দেখা গেলেও এমন ঘটনা ঘটে ৷ এই সময়ের মধ্যে, কোনও ফিজিও বা প্রশিক্ষকের বিরুদ্ধে কোনও প্রশ্ন উত্থাপিত হয়নি ৷ তবে রাজ্য স্তরের খেলোয়াড়দের তাঁদের ফিটনেস উন্নত করার নির্দেশ দেওয়া হয়েছে ৷ সেই লোকেরা এখনও সেখানেই রয়েছে যারা দিনের পর দিন খেলোয়াড়দের এই অবস্থা মেনে নিয়েছে ৷’’

Salman Butt fittest Pakistan cricketers list
পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সলমন বাট (ইটিভি ভারত)

সলমনের বেছে নেওয়া ফিট ক্রিকেটারের তালিকা:

1. ফখর জামান

2. মহম্মদ রিজওয়ান

3. শান মাসুদ

ফিট খেলোয়াড়ের তালিকায় নেই বাবর আজম:

শান মাসুদ, ফখর জামান এবং মহম্মদ রিজওয়ানকে বেছে নিয়েছেন বাট ৷ তাঁর কথায়, এই তিন খেলোয়াড় ইয়ো-ইয়ো টেস্টে সেরা ফল করেছে ৷ যদিও তিনি বলেন, ‘‘আপনি বলতে পারেন না যে সব খেলোয়াড় ফিট নয় ৷ আপনি যদি কয়েকজনকে দেখেন, তাঁরা বিশ্ব ক্রিকেটে ফিটনেসের দিক থেকে সেরা 10 জন খেলোয়াড়ের মধ্যে রয়েছেন । শান মাসুদ, ফখর জামান এবং মহম্মদ রিজওয়ান যথেষ্ট ফিট ৷ তবে বিশ্বের অন্যতম সেরা ব্যটার ও পাক অধিনায়ক বাবর আজম কেন তালিকায় নেই, তা খোলসা করেননি সলমন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.