ETV Bharat / sports

'খেলে কম, বকে বেশি'; বাবরকে তুলোধনা করে কোহলি-বন্দনা পাক ক্রিকেটারের - PAKISTAN CRICKETER PRAISES KOHLI - PAKISTAN CRICKETER PRAISES KOHLI

YOUNIS SLAMS BABAR: বিরাট কোহলির থেকে শিক্ষা নিক বাবর আজম ৷ সাদা বলের ক্রিকেটে পাকিস্তান অধিনায়কের সাম্প্রতিক পারফরম্যান্সে বিরক্ত প্রাক্তন পাক অধিনায়ক ইউনিস খান এমনটাই বললেন ৷ ভারতের তারকা ব্যাটারের ভূয়সী প্রশংসা শোনা গেল তাঁর গলায় ৷

YOUNIS SLAMS BABAR
বাবর আজম ও বিরাট কোহলি (IANS Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Sep 16, 2024, 7:14 PM IST

নয়াদিল্লি, 16 সেপ্টেম্বর: বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট সিরিজে হার, তাও আবার ঘরের মাঠে ৷ নাজমুল শান্ত ব্রিগেডের কাছে হোয়াইট ওয়াশের পর থেকে দেশের প্রাক্তন ক্রিকেটারদের লাগাতার সমালোচনার শিকার পাকিস্তান ক্রিকেট দল ৷ তালিকায় এবার নয়া সংযোজন ইউনিস খান ৷ তারকা ব্যাটার বাবর আজম-সহ অন্যান্য ক্রিকেটারদের তুলোধনা করে প্রাক্তন অধিনায়ক জানালেন, দলের চেয়ে ব্যক্তিগত স্বার্থ অগ্রাধিকার পায় দলের ক্রিকেটারদের কাছে ৷

বাবরের পারফরম্যান্সের সমালোচনা: পাক দলের তারকা ব্যাটার বাবর আজমের সাম্প্রতিক ফর্ম রয়েছে আতস কাচের তলায় ৷ লাল বলের ক্রিকেটে গত 16টি ইনিংসে কোনও হাফসেঞ্চুরি নেই বাবরের নামে ৷ ওডিআই অধিনায়কের এহেন পারফরম্যান্সে হতাশ ইউনিস খান বলেন, "বাবর এবং অন্য়ান্য প্রথমসারির ক্রিকেটাররা ভালো খেললে ফলাফল কী হতে পারে, তা সকলেই জানে ৷ কিন্তু আমাদের ক্রিকেটাররা খেলে কম, কথা বলে বেশি ৷"

কোহলির থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ: সমালোচনা করে বাবর আজমকে বিরাট কোহলির থেকে পরামর্শ নেওয়ার কথাও জানিয়েছেন 34টি টেস্ট শতরানের মালিক প্রাক্তন পাক ব্যাটার ৷ ক্রিকেট পাকিস্তানের একটি ইভেন্টে বাবরের উদ্দেশে তিনি বলেন, "বিরাট কোহলিকে দেখে শেখা উচিত ৷ স্বেচ্ছায় অধিনায়কত্ব ছেড়ে এখন একের পর এক রেকর্ড ভাঙছে ৷ এটা প্রমাণ করে যে দেশের জন্য খেলাকেই অগ্রাধিকার দেওয়া উচিত ৷ তারপরে যদি কিছু এনার্জি থাকে, তখন নিজের জন্য খেল ৷"

বাবরকে ফিটনেসে নজর দেওয়ার পরামর্শ: এই প্রসঙ্গে বাবরকে তাঁর ফিটনেসে নজর দেওয়ার কথা বলেছেন ইউনিস ৷ পাশাপাশি অধিনায়কত্বের গুরুত্ব সম্পর্কেও তাঁকে সচেতন করেছেন প্রাক্তন অধিনায়ক ৷ বাবরকে ইউনিস মনে করিয়ে দিয়েছেন, যে সময়ে তাঁকে অধিনায়ক বেছে নেওয়া হয়েছিল সেই সময় দলের সেরা ক্রিকেটার ছিলেন বাবর ৷ স্বাভাবিকভাবেই প্রত্যাশা আরও তৈরি হওয়াই স্বাভাবিক তাঁকে নিয়ে ৷ সেই প্রত্যাশা পূরণে বাবরকে ফিটনেসে নজর দিতে বলেছেন ইউনিস ৷

নয়াদিল্লি, 16 সেপ্টেম্বর: বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট সিরিজে হার, তাও আবার ঘরের মাঠে ৷ নাজমুল শান্ত ব্রিগেডের কাছে হোয়াইট ওয়াশের পর থেকে দেশের প্রাক্তন ক্রিকেটারদের লাগাতার সমালোচনার শিকার পাকিস্তান ক্রিকেট দল ৷ তালিকায় এবার নয়া সংযোজন ইউনিস খান ৷ তারকা ব্যাটার বাবর আজম-সহ অন্যান্য ক্রিকেটারদের তুলোধনা করে প্রাক্তন অধিনায়ক জানালেন, দলের চেয়ে ব্যক্তিগত স্বার্থ অগ্রাধিকার পায় দলের ক্রিকেটারদের কাছে ৷

বাবরের পারফরম্যান্সের সমালোচনা: পাক দলের তারকা ব্যাটার বাবর আজমের সাম্প্রতিক ফর্ম রয়েছে আতস কাচের তলায় ৷ লাল বলের ক্রিকেটে গত 16টি ইনিংসে কোনও হাফসেঞ্চুরি নেই বাবরের নামে ৷ ওডিআই অধিনায়কের এহেন পারফরম্যান্সে হতাশ ইউনিস খান বলেন, "বাবর এবং অন্য়ান্য প্রথমসারির ক্রিকেটাররা ভালো খেললে ফলাফল কী হতে পারে, তা সকলেই জানে ৷ কিন্তু আমাদের ক্রিকেটাররা খেলে কম, কথা বলে বেশি ৷"

কোহলির থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ: সমালোচনা করে বাবর আজমকে বিরাট কোহলির থেকে পরামর্শ নেওয়ার কথাও জানিয়েছেন 34টি টেস্ট শতরানের মালিক প্রাক্তন পাক ব্যাটার ৷ ক্রিকেট পাকিস্তানের একটি ইভেন্টে বাবরের উদ্দেশে তিনি বলেন, "বিরাট কোহলিকে দেখে শেখা উচিত ৷ স্বেচ্ছায় অধিনায়কত্ব ছেড়ে এখন একের পর এক রেকর্ড ভাঙছে ৷ এটা প্রমাণ করে যে দেশের জন্য খেলাকেই অগ্রাধিকার দেওয়া উচিত ৷ তারপরে যদি কিছু এনার্জি থাকে, তখন নিজের জন্য খেল ৷"

বাবরকে ফিটনেসে নজর দেওয়ার পরামর্শ: এই প্রসঙ্গে বাবরকে তাঁর ফিটনেসে নজর দেওয়ার কথা বলেছেন ইউনিস ৷ পাশাপাশি অধিনায়কত্বের গুরুত্ব সম্পর্কেও তাঁকে সচেতন করেছেন প্রাক্তন অধিনায়ক ৷ বাবরকে ইউনিস মনে করিয়ে দিয়েছেন, যে সময়ে তাঁকে অধিনায়ক বেছে নেওয়া হয়েছিল সেই সময় দলের সেরা ক্রিকেটার ছিলেন বাবর ৷ স্বাভাবিকভাবেই প্রত্যাশা আরও তৈরি হওয়াই স্বাভাবিক তাঁকে নিয়ে ৷ সেই প্রত্যাশা পূরণে বাবরকে ফিটনেসে নজর দিতে বলেছেন ইউনিস ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.