ETV Bharat / sports

ট্রফি জয়ের আনন্দে সামিল জন আব্রাহাম, দলের ব্যর্থতায় হতাশ মোলিনা - Durand Cup 2024 - DURAND CUP 2024

NorthEast United Bags Durand Cup 2024: দলের ট্রফি জয় নিশ্চিত হতেই ভিআইপি আসন ছেড়ে সোজা মাঠে ফুটবলারদের মধ্যে । মালিক জন আব্রাহামের প্রশংসায় পঞ্চমুখ নর্থইস্ট ইউনাইটেড ।

OWNER JOHN ABRAHAM CELEBRATES AS NORTHEAST UNITED CLINCHES THEIR FIRST EVER NATIONAL LEVEL TROPHY
ট্রফি জয়ের আনন্দে সামিল জন আব্রাহাম (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 31, 2024, 10:50 PM IST

কলকাতা, 31 অগস্ট: ভারতীয় ফুটবল তাঁর আবেগের সাক্ষী আগেও থেকেছে । বলিউড তারকা হলেও তিনি সমস্ত ট্যানট্রাম সরিয়ে মাঠে থাকার চেষ্টা করেন । আইএসএলে নিজের দল নর্থইস্ট ইউনাইটেডের হয়ে গলা ফাটাতে দেখা যায় । এবার সেই নর্থইস্ট ইউনাইটেড প্রথমবার কোনও সর্বভারতীয় ট্রফির ফাইনালে উঠেছিল । তাতেই বাজিমাত করল পাহাড়ের ছেলেরা ৷

দলের নজির গড়ার দিনে তিনি বলিউডের সমস্ত ব্যস্ততা সরিয়ে শনিবারের সন্ধ্যায় কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ৷ জন আব্রাহাম বলিউড তারকার পাশাপাশি ফুটবল ভক্ত, নর্থইস্ট ইউনাইটেডের মালিক । দলের ট্রফি জয় নিশ্চিত হতেই ভিআইপি আসন ছেড়ে সোজা মাঠে ফুটবলারদের মধ্যে । সবাইকে অভিনন্দন জানিয়ে যুবভারতী ক্রীড়াঙ্গন ছাড়লেন । দল মালিকের এহেন বন্ধুত্বপূর্ণ ব্যবহারের প্রশংসায় নর্থইস্ট ইউনাইটেড কোচ জুয়ান পেদ্রো ।

NorthEast United Bags Durand Cup 2024
বাজিমাত করল পাহাড়ের ছেলেরা (ইটিভি ভারত)

টাইব্রেকারে স্পটকিক বাঁচিয়ে নায়ক গোলরক্ষক গুরমীতকে পাশে বসিয়ে বললেন, ‘দিনটা জীবনের সেরা ।‘ কোচের পাশে বসে গুরমীত বলছেন, কোনও সময় মানসিক চাপে ছিলেন না । বিশাল কাইথকে চ্যালেঞ্জ ছোঁড়ার মানসিকতাও ছিল না । শুধু বলে চোখ রেখে নিজের সেরাটা দিতে চেয়েছিলেন । জার্মান গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ারের ভক্ত গুরমীত বলছেন, এই সাফল্য তিনি পরিবার এবং সতীর্থদের উৎসর্গ করতে চান ।

NorthEast United Bags Durand Cup 2024
টাইব্রেকারে স্পটকিক বাঁচিয়ে নায়ক গোলরক্ষক গুরমীত (ইটিভি ভারত)

যাদের জয় দেখতে যুবভারতী প্রায় ভরে গিয়েছিল সেই মোহনবাগান সুপার জায়ান্ট দু’গোলে এগিয়ে থেকেও পরাজয়ের অন্ধকারে । দ্বিতীয়ার্ধে পুরো দল খোলসে ঢুকে পড়ে নর্থইস্ট ইউনাইটেডকে নিয়ন্ত্রকের আসনে বসতে সাহায্য করে । কোচ হোসে মোলিনা বলছেন, বিরতির পরে দল যে ফুটবল খেলেছে তাতে তিনি হতাশ । পুরো দলের প্রতিটি বিভাগের উন্নতি প্রয়োজন । যা সামনের দিনে করতে হবে । 3-5-2 ছকে আক্রমণ সাজিয়েছিলেন মোলিনা । কিন্তু এই ম্যাচে তা ব্যর্থ ।

Mohun Bagan
ব্যর্থ মোহনবাগান (ইটিভি ভারত)

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, আশা জাগিয়ে শুরু করলেও বিরতির পরে তা ধরে রাখতে পারেনি দল । মাঝমাঠ থেকে সাহাল আব্দুল সামাদকে তুলে নিয়েছিলেন আরও আক্রমণাত্মক খেলবেন বলে । আলবার্তোকে চোটের শঙ্কায় তুলে নিয়েছিলেন । কারণ আগেই তিনি চোটগ্রস্ত ছিলেন । তবে অলডেয়ারের খেলা খুশি করেনি বলে মেনেছেন মোলিনা । সব মিলিয়ে মোহনবাগান সমর্থকদের কাছে শনিবার যেন কালো দিন । কলকাতা লিগ থেকে ছিটকে যাওয়ার সঙ্গে সিনিয়র দলও ডুরান্ড কাপ ফের জিততে ব্যর্থ ।

কলকাতা, 31 অগস্ট: ভারতীয় ফুটবল তাঁর আবেগের সাক্ষী আগেও থেকেছে । বলিউড তারকা হলেও তিনি সমস্ত ট্যানট্রাম সরিয়ে মাঠে থাকার চেষ্টা করেন । আইএসএলে নিজের দল নর্থইস্ট ইউনাইটেডের হয়ে গলা ফাটাতে দেখা যায় । এবার সেই নর্থইস্ট ইউনাইটেড প্রথমবার কোনও সর্বভারতীয় ট্রফির ফাইনালে উঠেছিল । তাতেই বাজিমাত করল পাহাড়ের ছেলেরা ৷

দলের নজির গড়ার দিনে তিনি বলিউডের সমস্ত ব্যস্ততা সরিয়ে শনিবারের সন্ধ্যায় কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ৷ জন আব্রাহাম বলিউড তারকার পাশাপাশি ফুটবল ভক্ত, নর্থইস্ট ইউনাইটেডের মালিক । দলের ট্রফি জয় নিশ্চিত হতেই ভিআইপি আসন ছেড়ে সোজা মাঠে ফুটবলারদের মধ্যে । সবাইকে অভিনন্দন জানিয়ে যুবভারতী ক্রীড়াঙ্গন ছাড়লেন । দল মালিকের এহেন বন্ধুত্বপূর্ণ ব্যবহারের প্রশংসায় নর্থইস্ট ইউনাইটেড কোচ জুয়ান পেদ্রো ।

NorthEast United Bags Durand Cup 2024
বাজিমাত করল পাহাড়ের ছেলেরা (ইটিভি ভারত)

টাইব্রেকারে স্পটকিক বাঁচিয়ে নায়ক গোলরক্ষক গুরমীতকে পাশে বসিয়ে বললেন, ‘দিনটা জীবনের সেরা ।‘ কোচের পাশে বসে গুরমীত বলছেন, কোনও সময় মানসিক চাপে ছিলেন না । বিশাল কাইথকে চ্যালেঞ্জ ছোঁড়ার মানসিকতাও ছিল না । শুধু বলে চোখ রেখে নিজের সেরাটা দিতে চেয়েছিলেন । জার্মান গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ারের ভক্ত গুরমীত বলছেন, এই সাফল্য তিনি পরিবার এবং সতীর্থদের উৎসর্গ করতে চান ।

NorthEast United Bags Durand Cup 2024
টাইব্রেকারে স্পটকিক বাঁচিয়ে নায়ক গোলরক্ষক গুরমীত (ইটিভি ভারত)

যাদের জয় দেখতে যুবভারতী প্রায় ভরে গিয়েছিল সেই মোহনবাগান সুপার জায়ান্ট দু’গোলে এগিয়ে থেকেও পরাজয়ের অন্ধকারে । দ্বিতীয়ার্ধে পুরো দল খোলসে ঢুকে পড়ে নর্থইস্ট ইউনাইটেডকে নিয়ন্ত্রকের আসনে বসতে সাহায্য করে । কোচ হোসে মোলিনা বলছেন, বিরতির পরে দল যে ফুটবল খেলেছে তাতে তিনি হতাশ । পুরো দলের প্রতিটি বিভাগের উন্নতি প্রয়োজন । যা সামনের দিনে করতে হবে । 3-5-2 ছকে আক্রমণ সাজিয়েছিলেন মোলিনা । কিন্তু এই ম্যাচে তা ব্যর্থ ।

Mohun Bagan
ব্যর্থ মোহনবাগান (ইটিভি ভারত)

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, আশা জাগিয়ে শুরু করলেও বিরতির পরে তা ধরে রাখতে পারেনি দল । মাঝমাঠ থেকে সাহাল আব্দুল সামাদকে তুলে নিয়েছিলেন আরও আক্রমণাত্মক খেলবেন বলে । আলবার্তোকে চোটের শঙ্কায় তুলে নিয়েছিলেন । কারণ আগেই তিনি চোটগ্রস্ত ছিলেন । তবে অলডেয়ারের খেলা খুশি করেনি বলে মেনেছেন মোলিনা । সব মিলিয়ে মোহনবাগান সমর্থকদের কাছে শনিবার যেন কালো দিন । কলকাতা লিগ থেকে ছিটকে যাওয়ার সঙ্গে সিনিয়র দলও ডুরান্ড কাপ ফের জিততে ব্যর্থ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.