শিলং, 26 অগস্ট: কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গলকে নাস্তানাবুদ করেছিল যে শিলং লাজং এফসি, তাদেরকেই মাটি ধরিয়ে ডুরান্ড কাপের ফাইনালে পৌঁছে গেল নর্থ-ইস্ট ইউনাইটেড ৷ শিলংয়ে সোমবার উত্তর-পূর্বের ডার্বিতে পেদ্রো বেনালির দল 3-0 গোলে মাটি ধরাল আইলিগের ক্লাবটিকে ৷ নর্থ-ইস্টের হয়ে এদিন গোলগুলি করলেন থই সিং, আলাইদিন আজারাই এবং পার্থিব গগৈ ৷ এই নিয়ে প্রথমবার কোনও প্রতিযোগিতার ফাইনালে পৌঁছল উত্তর-পূর্বের দলটি ৷
শিলংয়ের মাটিতে খেলা হওয়ায় 15 হাজার দর্শকের জনসমর্থনের সিংহভাগই ছিল লাজংয়ের দিকে ৷ এই জওহরলাল নেহরু স্টেডিয়ামেই দিনকয়েক আগে কোয়ার্টার ফাইনালে শক্তিশালী ইস্টবেঙ্গলকে 2-1 গোল হারিয়েছিল লাজং ৷ যদিও এদিন নর্থ-ইস্টের সামনে দাঁত ফোটাতে পারল না তারা ৷ এদিন ম্য়াচের 13 মিনিটে থই সিংয়ের গোলে এগিয়ে যায় নর্থ-ইস্ট ৷ 33 মিনিটে দ্বিতীয় গোল পেয়ে যায় আইএসএলের দলটি ৷ সৌজন্যে নেস্তর রজার ৷
স্প্যানিয়ার্ডের বাড়ানো দুরন্ত বল ধরে 2-0 করে যান নবাগত মরক্কোর স্ট্রাইকার ৷ নর্থ-ইস্টের জয় নিশ্চিত হয়ে যায় ওখানেই ৷ দু'গোলে পিছিয়ে পড়ে হোম গ্রাউন্ডে খোলস ছেড়ে বেরোয় শিলং ৷ কিন্তু মহম্মদ বিমাম্মের নেতৃত্বাধীন নর্থ-ইস্ট মাঝমাঠের সঙ্গে পেরে ওঠেনি তারা ৷ প্রথমার্ধে 2-0 এগিয়ে ছিল নর্থ-ইস্ট ৷ দ্বিতীয়ার্ধের সংযুক্তি সময়ে পরিবর্ত হিসেবে নামা পার্থিব গগৈ হাইল্য়ান্ডারদের হয়ে বিপক্ষের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন ৷
HISTORY MAKERS! 💥💥💥
— NorthEast United FC (@NEUtdFC) August 26, 2024
We reach our first major final! 😍😍#StrongerAsOne #8States1United #IndianOilDurandCup pic.twitter.com/agRewodD3O
মঙ্গলবার ডুরান্ড কাপের দ্বিতীয় সেমিফাইনালে নামছে মোহননাগান সুপার জায়ান্ট ৷ ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি ৷ সেই ম্য়াচে বিজয়ী দলের সঙ্গেই 31 অগস্ট ফাইনাল খেলবে নর্থ-ইস্ট ৷