কলকাতা, 31 অগস্ট: কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনালে পারলেও ফাইনালে পারলেন না বিশাল কাইথ ৷ টাইব্রেকারে মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে ডুরান্ড কাপ জিতে নিল নর্থ-ইস্ট ইউনাইটেড ৷ প্রথমার্ধে পিছিয়ে থাকলেও দুরন্ত প্রত্যাঘাতে সবুজ-মেরুনের নাকের ডগা দিয়ে কাপ নিয়ে গেল 'হাইল্যান্ডার্স' ৷ শুটআউটে নর্থ-ইস্ট জিতল 4-3 গোলে ৷
অথচ প্রথমার্ধের শেষে 2-0 গোলে আগুয়ান ভয়ঙ্কর মোহনবাগানকে দেখে মনে হচ্ছিল খেতাব বুঝি সময়ের অপেক্ষা ৷ কিন্তু ছবিটা বদলাতে শুরু করে বিরতির পর ৷ দ্বিতীয়ার্ধের শুরুতে তিন মিনিটের ব্য়বধানে জোড়া গোল তুলে জোরালো প্রত্যাঘাত করে পেদ্রো বেনালির ছেলেরা ৷ সেই প্রত্যাঘাতের অভিঘাতে 18তম ডুরান্ড হাতছাড়া হল বাগানের ৷ টাইব্রেকারে গোল করতে ব্যর্থ হলেন লিস্টন কোলাসো ৷ শুভাশিস বসুর গোল বাঁচিয়ে ফাইনালের নায়ক বরং নর্থ-ইস্ট গোলরক্ষক গুরমিত সিং ৷
HISTORY! 🏆#StrongerAsOne #8States1United #IndianOilDurandCup pic.twitter.com/3msQAoXJ6G
— NorthEast United FC (@NEUtdFC) August 31, 2024
প্রথমার্ধ 11 মিনিটে জেসন কামিংস এবং সংযুক্তি সময়ে সাহাল আব্দুল সামাদের গোলে 2-0 এগিয়ে গিয়েছিল সবুজ-মেরুন ৷ দ্বিতীয়ার্ধের 55 মিনিটে আজারাই এবং 58 মিনিটে গুলমেইরো সেই গোল ফিরিয়ে দেন বাগানকে ৷ সেইসঙ্গে রক্ষণ আঁটোসাটো রেখে ম্যাচ শুটআউটে নিয়ে যায় 'হাইল্যান্ডার্স' ৷ সেখানেই বাজিমাত করে গেল তারা ৷
A solid run to start the season ends at the final step for us. Proud of our boys. Up next, the Indian Super League 💚♥️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/1AnDzlV1Ad
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) August 31, 2024
গতবছর সেমিফাইনালে ইস্টবেঙ্গলের কাছে হারের পর চলতি ডুরান্ডে অপ্রতিরোধ্য ছিল নর্থ-ইস্ট ৷ এর আগে কোয়ার্টারে আর্মি রেডকে 2-0 এবং সেমিফাইনালে শিলং লাজং এফসি'কে তাদের ঘরের মাঠে 3-0 গোলে দুরমুশ করে দিয়ে ফাইনালে উঠেছিল তারা ৷ সবমিলিয়ে যোগ্য দল হিসেবেই ডুরান্ড চ্যাম্পিয়ন হল তারা ৷ অন্যদিকে নক-আউটে গত দু'টো ম্যাচে টাইব্রেকারে নিয়ে গিয়ে জিতলেও মেগা ম্যাচে ব্যর্থ হল বাগান ৷ জোড়া গোলে এগিয়ে থেকেও হারতে হল মোলিনার ছেলেদের ৷