ETV Bharat / sports

কঠিন চ্যালেঞ্জের সামনে লভলিনা, জারিন; কাদের বিরুদ্ধে নামবেন দেশের বক্সাররা ? - Paris Olympics 2024 - PARIS OLYMPICS 2024

Indian Boxers in Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্স অভিযানের শুরুতেই কঠিন হার্ডলস অপেক্ষা করছে নিখাত জারিন, লভলিনা বর্গহাইনদের জন্য ৷ কঠিন লড়াইয়ের সামনে নিশান্ত দেব, অমিত পাঙ্গাল, প্রীতি পাওয়াররাও ৷

India in Paris Olympics
কঠিন চ্যালেঞ্জের সামনে লভলিনা-জারিন (ছবি: এএনআই)
author img

By ETV Bharat Sports Team

Published : Jul 26, 2024, 1:45 PM IST

প্যারিস, 26 জুলাই: গত অলিম্পিক্সের পদকসংখ্যা ছাপিয়ে যেতে বদ্ধপরিকর ভারত ৷ অ্যাথলিট সংখ্যার নিরিখে টোকিয়োর চেয়ে কিছুটা পিছিয়ে থাকলেও প্য়ারিসেই ইতিহাস গড়াকে পাখির চোখ করেছে দেশ ৷ ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’, অলিম্পিক্সে ভারতের পদকজয়ের প্রত্যাশা যাদের ঘিরে, তাদের মধ্যে অন্যতম দেশের মহিলা বক্সাররা ৷ যদিও শুরুতেই কঠিন চ্যালেজ্ঞের সামনে পড়লেন নিখাত জারিন, লভলিনা বর্গহাইনরা ৷

বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে প্যারিস অলিম্পিক 2024 বক্সিংয়ের ড্র ৷ মহিলাদের 50 কেজি ইভেন্টে 32 রাউন্ডে জার্মানির ম্যাক্সি ক্লোয়েৎজারের বিরুদ্ধে নামবেন নিখাত ৷ জিতলে শেষ ষোলোয় বর্তমান এশিয়ান গেমস চ্যাম্পিয়ন চিনের উ ইউয়ের মুখোমুখি হবেন দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন জারিন ।লভলিনার লড়াইও যথেষ্ট কঠিন ৷ মহিলাদের 75 কেজি বিভাগে নরওয়ের সুনিভা হফস্ট্যাডের বিরুদ্ধে নামবেন তিনি ৷ ওই বাধা টপকালে শেষ আটে অপেক্ষা করছেন চিনের লি কিয়ান ৷

শেষ ষোলোয় নিখাতের প্রতিপক্ষ চিনের উ ইউ 52 কেজি বিভাগে বিশ্বচ্যাম্পিয়ন ৷ নিখাত বিশ্বজয় করেছেন 50 কেজি বিভাগে ৷ শেষ ষোলোর বাধা টপকালে কোয়ার্টার ফাইনালে নিখাতের মুখোমুখি হবেন তাইল্যান্ডের চুথামাত রাকসাত অথবা উজবেকিস্তানের সাবিনা বোবোকুলোভা ৷ চলতি বছরের শুরুতে স্ট্র্যান্ডজা মেমোরিয়াল ফাইনালে বোবোকুলোভার কাছে হারতে হয়েছে নিখাতকে ৷ গত বছর এশিয়ান গেমসের সেমিফাইনালে নিখাতকে হারিয়েছিল রাকসাত ৷ ফলে শেষ আটে পৌঁছলে মেডেল নিশ্চিত করার পাশাপাশি ‘প্রতিশোধ’ নেওয়ার সুযোগ রয়েছে দেশের বক্সিং তারকার কাছে ৷

টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী লভলিনা দ্বিতীয় রাউন্ডে পৌঁছলে মুখোমুখি হবেন চিনের লি কিয়ানের ৷ এশিয়ান গেমসের ফাইনালে তাঁর কাছে হেরেই সোনা খুইয়েছিলেন অসমের ‘মুষ্ঠিযোদ্ধা’ ৷

প্রথম রাউন্ডে ফিলিপিন্সের নেস্তি পেটেসিওর বিরুদ্ধে নামবেন জেসমিন ল্যাম্বোরিয়া ৷ পেটেসিও মহিলাদের 57 কেজি বিভাগে টোকিও 2020 অলিম্পিক্সে রূপো জিতেছিলেন । ফলে প্রথম ম্যাচেই কঠিন লড়াইয়ে বছর বাইশের জেসমিন ৷ ভারতীয় বক্সার যদি পরের রাউন্ডে যান, ফ্রান্সের আমিনা জিদানির মুখোমুখি হবেন ৷ যিনি এই বিভাগে বর্তমান ইউরোপ চ্যাম্পিয়ন ।

এশিয়ান গেমসের ব্রোঞ্জ পদক জয়ী প্রীতি পাওয়ার ‘রাউন্ড অফ 32’-এ ভিয়েতনামের ভো থি কিম আনের বিরুদ্ধে নামবেন । অমিত পাঙ্গল এবং নিশান্ত দেব যথাক্রমে পুরুষদের 51 কেজি এবং 71 কেজির শেষ ষোলোয় অভিযান শুরু করবেন ৷ জাম্বিয়ার প্যাট্রিক চিনয়েম্বার মুখোমুখি হবেন অমিত । চিনয়েম্বা 2022 কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ পদকজয়ী । ইকুয়েডরের হোসে রদ্রিগেজ টেনোরিওর বিরুদ্ধে লড়বেন নিশান্ত দেব ৷

এক নজরে ভারতীয় বক্সারদের অলিম্পিক্স অভিযান:

  • মহিলা 50 কেজি: নিখাত জারিন বনাম ম্যাক্সি ক্যারিনা ক্লোয়েৎজার (জার্মানি), রাউন্ড অফ 32
  • মহিলাদের 54 কেজি: প্রীতি পাওয়ার বনাম ভো থি কিম আন (ভিয়েতনাম), রাউন্ড অফ 32
  • মহিলাদের 57 কেজি: জেসমিন ল্যাম্বোরিয়া বনাম নেস্তি পেটিসিও (ফিলিপিন্স), রাউন্ড অফ 32
  • মহিলাদের 75 কেজি: লভলিনা বর্গহাইন বনাম সুনিভা হফস্ট্যাড (নরওয়ে), রাউন্ড অফ 16
  • পুরুষদের 51 কেজি: অমিত পাঙ্গল বনাম প্যাট্রিক চিনয়েম্বা (জাম্বিয়া), রাউন্ড অফ 16
  • পুরুষদের 71 কেজি: নিশান্ত দেব বনাম হোসে রদ্রিগেজ টেনোরিও (ইকুয়েডর), রাউন্ড অফ 16

প্যারিস, 26 জুলাই: গত অলিম্পিক্সের পদকসংখ্যা ছাপিয়ে যেতে বদ্ধপরিকর ভারত ৷ অ্যাথলিট সংখ্যার নিরিখে টোকিয়োর চেয়ে কিছুটা পিছিয়ে থাকলেও প্য়ারিসেই ইতিহাস গড়াকে পাখির চোখ করেছে দেশ ৷ ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’, অলিম্পিক্সে ভারতের পদকজয়ের প্রত্যাশা যাদের ঘিরে, তাদের মধ্যে অন্যতম দেশের মহিলা বক্সাররা ৷ যদিও শুরুতেই কঠিন চ্যালেজ্ঞের সামনে পড়লেন নিখাত জারিন, লভলিনা বর্গহাইনরা ৷

বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে প্যারিস অলিম্পিক 2024 বক্সিংয়ের ড্র ৷ মহিলাদের 50 কেজি ইভেন্টে 32 রাউন্ডে জার্মানির ম্যাক্সি ক্লোয়েৎজারের বিরুদ্ধে নামবেন নিখাত ৷ জিতলে শেষ ষোলোয় বর্তমান এশিয়ান গেমস চ্যাম্পিয়ন চিনের উ ইউয়ের মুখোমুখি হবেন দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন জারিন ।লভলিনার লড়াইও যথেষ্ট কঠিন ৷ মহিলাদের 75 কেজি বিভাগে নরওয়ের সুনিভা হফস্ট্যাডের বিরুদ্ধে নামবেন তিনি ৷ ওই বাধা টপকালে শেষ আটে অপেক্ষা করছেন চিনের লি কিয়ান ৷

শেষ ষোলোয় নিখাতের প্রতিপক্ষ চিনের উ ইউ 52 কেজি বিভাগে বিশ্বচ্যাম্পিয়ন ৷ নিখাত বিশ্বজয় করেছেন 50 কেজি বিভাগে ৷ শেষ ষোলোর বাধা টপকালে কোয়ার্টার ফাইনালে নিখাতের মুখোমুখি হবেন তাইল্যান্ডের চুথামাত রাকসাত অথবা উজবেকিস্তানের সাবিনা বোবোকুলোভা ৷ চলতি বছরের শুরুতে স্ট্র্যান্ডজা মেমোরিয়াল ফাইনালে বোবোকুলোভার কাছে হারতে হয়েছে নিখাতকে ৷ গত বছর এশিয়ান গেমসের সেমিফাইনালে নিখাতকে হারিয়েছিল রাকসাত ৷ ফলে শেষ আটে পৌঁছলে মেডেল নিশ্চিত করার পাশাপাশি ‘প্রতিশোধ’ নেওয়ার সুযোগ রয়েছে দেশের বক্সিং তারকার কাছে ৷

টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী লভলিনা দ্বিতীয় রাউন্ডে পৌঁছলে মুখোমুখি হবেন চিনের লি কিয়ানের ৷ এশিয়ান গেমসের ফাইনালে তাঁর কাছে হেরেই সোনা খুইয়েছিলেন অসমের ‘মুষ্ঠিযোদ্ধা’ ৷

প্রথম রাউন্ডে ফিলিপিন্সের নেস্তি পেটেসিওর বিরুদ্ধে নামবেন জেসমিন ল্যাম্বোরিয়া ৷ পেটেসিও মহিলাদের 57 কেজি বিভাগে টোকিও 2020 অলিম্পিক্সে রূপো জিতেছিলেন । ফলে প্রথম ম্যাচেই কঠিন লড়াইয়ে বছর বাইশের জেসমিন ৷ ভারতীয় বক্সার যদি পরের রাউন্ডে যান, ফ্রান্সের আমিনা জিদানির মুখোমুখি হবেন ৷ যিনি এই বিভাগে বর্তমান ইউরোপ চ্যাম্পিয়ন ।

এশিয়ান গেমসের ব্রোঞ্জ পদক জয়ী প্রীতি পাওয়ার ‘রাউন্ড অফ 32’-এ ভিয়েতনামের ভো থি কিম আনের বিরুদ্ধে নামবেন । অমিত পাঙ্গল এবং নিশান্ত দেব যথাক্রমে পুরুষদের 51 কেজি এবং 71 কেজির শেষ ষোলোয় অভিযান শুরু করবেন ৷ জাম্বিয়ার প্যাট্রিক চিনয়েম্বার মুখোমুখি হবেন অমিত । চিনয়েম্বা 2022 কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ পদকজয়ী । ইকুয়েডরের হোসে রদ্রিগেজ টেনোরিওর বিরুদ্ধে লড়বেন নিশান্ত দেব ৷

এক নজরে ভারতীয় বক্সারদের অলিম্পিক্স অভিযান:

  • মহিলা 50 কেজি: নিখাত জারিন বনাম ম্যাক্সি ক্যারিনা ক্লোয়েৎজার (জার্মানি), রাউন্ড অফ 32
  • মহিলাদের 54 কেজি: প্রীতি পাওয়ার বনাম ভো থি কিম আন (ভিয়েতনাম), রাউন্ড অফ 32
  • মহিলাদের 57 কেজি: জেসমিন ল্যাম্বোরিয়া বনাম নেস্তি পেটিসিও (ফিলিপিন্স), রাউন্ড অফ 32
  • মহিলাদের 75 কেজি: লভলিনা বর্গহাইন বনাম সুনিভা হফস্ট্যাড (নরওয়ে), রাউন্ড অফ 16
  • পুরুষদের 51 কেজি: অমিত পাঙ্গল বনাম প্যাট্রিক চিনয়েম্বা (জাম্বিয়া), রাউন্ড অফ 16
  • পুরুষদের 71 কেজি: নিশান্ত দেব বনাম হোসে রদ্রিগেজ টেনোরিও (ইকুয়েডর), রাউন্ড অফ 16
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.