ETV Bharat / sports

বর্শায় সোনা গাঁথার লক্ষ্যে প্রেমের শহরে ‘গোল্ডেন বয়’ - Paris Olympics 2024

author img

By ETV Bharat Sports Team

Published : Jul 30, 2024, 10:04 PM IST

Neeraj Chopra Arrives In Paris: প্যারিসে পৌঁছলেন নীরজ চোপড়া ৷ 6 অগস্ট দ্বিতীয় অলিম্পিক্স পদকের লক্ষ্যে নামবেন টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী জ্যাভলার ৷

Neeraj Chopra
নীরজ চোপড়া (ইটিভি ভারত)

প্যারিস, 30 জুলাই: পরপর দুই পদকে ইতিহাসে নাম লিখিয়েছেন মনু ভাকর ৷ প্রেমের শহরে ইতিহাস গড়তে পারেন আরও একজন, ভারতের তুরুপের তাস নীরজ চোপড়া ৷ মঙ্গলবার প্যারিসে পা রাখলেন দেশের ‘সোনার ছেলে’ ৷ 6 অগস্ট জ্যাভলিনের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ, 8 অগস্ট ফাইনাল ৷

প্যারিসের অলিম্পিক্স গেমস ভিলেজে পৌঁছে এক্স পোস্ট করেছেন নীরজ ৷ লিখেছেন, ‘‘নমস্কার প্যারিস ! গেমস ভিলেজে পৌঁছে ভালো লাগছে ৷’’

টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী এবারও পদক জয়ের অন্যতম কারিগর ৷ 90 মিটার ছুঁয়ে ফেরা বর্শায় সোনা গাঁথুক নীরজ, সেই আশাতেই বুক বাঁধছে দেশ ৷ প্য়ারিসে গত অলিম্পিক্সের পদকসংখ্যা ছাপিয়ে যেতে বদ্ধপরিকর ভারত ৷ টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিমে অ্যাথলিটদের তৈরি করেছিল সরকারও ৷ কিন্তু শুরুতেই মুখ থুবড়ে পড়েছে ভারতীয় খেলোয়াড়েরা ৷

প্রত্যেক ম্যাচেই ব্যর্থ হচ্ছেন দেশের খেলোয়াড়েরা ৷ ছিটকে গিয়েছে টেনিস তারকা রোহন বোপান্না, অভিজ্ঞ প্যাডলার অচিন্ত্য শরথ কমল ৷ শুটিংয়েও মনু ভাকের ও সরবজোৎ সিং ছাড়া বাকি সবাই ব্যর্থ ৷ যে তিরন্দাজি নিয়ে এত প্রত্যাশা, তারাও মান রাখতে পারেননি ৷ ফলে ভারতের মেডেল প্রত্যাশার পরিধিটা ক্রমশ ছোট হচ্ছে ৷

26 তারিখ বর্ণাঢ্য অনুষ্ঠানে অলিম্পিক্সের ঢাকে কাঠি পড়েছে ৷ প্যারেডে দেশের অন্যান্য অ্যাথলিটদের দেখা গেলেও নীরজের দেখা মেলেনি ৷ জানা গিয়েছিল, প্যারিসে জমকালো অনুষ্ঠান চলাকালীন অনুশীলনে মগ্ন ছিলেন পানিপথে জ্যাভলিন থ্রোয়ার ৷ শাটলার পুসারলা ভেঙ্কট সিন্ধু এবং কুস্তিগির সুশীল কুমারের নজির ছুঁয়ে টানা দ্বিতীয়বার অলিম্পিক্স পদকজয়ের হাতছানি রয়েছে ৷ সে লক্ষ্যে কী করেন নীরজ, সেদিকেই তাকিয়ে দেশবাসী ৷

প্যারিস, 30 জুলাই: পরপর দুই পদকে ইতিহাসে নাম লিখিয়েছেন মনু ভাকর ৷ প্রেমের শহরে ইতিহাস গড়তে পারেন আরও একজন, ভারতের তুরুপের তাস নীরজ চোপড়া ৷ মঙ্গলবার প্যারিসে পা রাখলেন দেশের ‘সোনার ছেলে’ ৷ 6 অগস্ট জ্যাভলিনের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ, 8 অগস্ট ফাইনাল ৷

প্যারিসের অলিম্পিক্স গেমস ভিলেজে পৌঁছে এক্স পোস্ট করেছেন নীরজ ৷ লিখেছেন, ‘‘নমস্কার প্যারিস ! গেমস ভিলেজে পৌঁছে ভালো লাগছে ৷’’

টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী এবারও পদক জয়ের অন্যতম কারিগর ৷ 90 মিটার ছুঁয়ে ফেরা বর্শায় সোনা গাঁথুক নীরজ, সেই আশাতেই বুক বাঁধছে দেশ ৷ প্য়ারিসে গত অলিম্পিক্সের পদকসংখ্যা ছাপিয়ে যেতে বদ্ধপরিকর ভারত ৷ টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিমে অ্যাথলিটদের তৈরি করেছিল সরকারও ৷ কিন্তু শুরুতেই মুখ থুবড়ে পড়েছে ভারতীয় খেলোয়াড়েরা ৷

প্রত্যেক ম্যাচেই ব্যর্থ হচ্ছেন দেশের খেলোয়াড়েরা ৷ ছিটকে গিয়েছে টেনিস তারকা রোহন বোপান্না, অভিজ্ঞ প্যাডলার অচিন্ত্য শরথ কমল ৷ শুটিংয়েও মনু ভাকের ও সরবজোৎ সিং ছাড়া বাকি সবাই ব্যর্থ ৷ যে তিরন্দাজি নিয়ে এত প্রত্যাশা, তারাও মান রাখতে পারেননি ৷ ফলে ভারতের মেডেল প্রত্যাশার পরিধিটা ক্রমশ ছোট হচ্ছে ৷

26 তারিখ বর্ণাঢ্য অনুষ্ঠানে অলিম্পিক্সের ঢাকে কাঠি পড়েছে ৷ প্যারেডে দেশের অন্যান্য অ্যাথলিটদের দেখা গেলেও নীরজের দেখা মেলেনি ৷ জানা গিয়েছিল, প্যারিসে জমকালো অনুষ্ঠান চলাকালীন অনুশীলনে মগ্ন ছিলেন পানিপথে জ্যাভলিন থ্রোয়ার ৷ শাটলার পুসারলা ভেঙ্কট সিন্ধু এবং কুস্তিগির সুশীল কুমারের নজির ছুঁয়ে টানা দ্বিতীয়বার অলিম্পিক্স পদকজয়ের হাতছানি রয়েছে ৷ সে লক্ষ্যে কী করেন নীরজ, সেদিকেই তাকিয়ে দেশবাসী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.