নয়াদিল্লি, 15 সেপ্টেম্বর: এক সেন্টিমিটারের জন্য ব্রাসেলস ডায়মন্ড লিগে শনিবার শীর্ষস্থান হাতছাড়া হয়েছে নীরজ চোপড়ার ৷ ভারতের জ্যাভলিন থ্রোয়ারকে ছাপিয়ে পোডিয়াম শীর্ষে ফিনিশ করেছেন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স ৷ ফলত ক্রমাগত চোটে ভুগতে থাকা টোকিয়োর সোনাজয়ীর বছরের শেষটা শীর্ষে থেকে শেষ করা হল না ৷ তবে ডায়মন্ড লিগে শীর্ষস্থান হাতছাড়া হওয়ার পর বড় আপডেট দিলেন নীরজ ৷ জানালেন গতকাল রাতে ব্রাসেলসে তিনি ফাইনালে নেমেছিলেন ভাঙা হাত নিয়ে ৷
এক্স হ্যান্ডেলে নীরজ এদিন মরশুমের প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়ে একটি পোস্ট করেন ৷ যেখানে ভাঙা হাতের একটি এক্স-রে ছবিও আপলোড করেন পানিপথের ছেলে ৷ সেখানে নীরজ লেখেন, "যেহেতু 2024 মরশুম শেষ হল ৷ আমি তাই ফিরে দেখতে চাই বছরভর আমি কী শিখলাম, কী উন্নতি করলাম, কোথায় পিছিয়ে পড়লাম, আরও অন্যান্য সব বিষয়গুলো ৷"
নীরজের সংযোজন, "গত সোমবার অনুশীলনে আমি চোট পেয়েছি ৷ এক্স-রে রিপোর্টে দেখা গিয়েছে আমার বাঁ-হাতের চতুর্থ মেটাকার্পালে চিড় ধরেছে ৷ সবমিলিয়ে আমার সামনে আরও একটা যন্ত্রণাদায়ক চ্যালেঞ্জ হাজির হয় ৷ তবে দলের বাকিদের সহায়তায় আমি ব্রাসেলসে অংশগ্রহণ করতে পারি শেষমেশ ৷ যা বছরের শেষ প্রতিযোগিতা ছিল ৷ আর আমি ট্র্যাকে থেকেই বছরটা শেষ করতে চেয়েছিলাম ৷ যদিও আমি আমার প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছি, কিন্তু আমার মনে হয় শেষ হওয়া মরশুমে আমি অনেককিছু শিখলাম ৷ আপাতত আমার লক্ষ্য আগামী মরশুমে সম্পূর্ণ ফিট হয়ে ফেরা ৷ সকল অনুরাগীদের ধন্যবাদ উৎসাহ দেওয়ার জন্য ৷ 2024 আমাকে মানুষ এবং অ্যাথলিট হিসেবে আরও পরিণত করেছে ৷ দেখা হচ্ছে 2025-এ ৷"
As the 2024 season ends, I look back on everything I’ve learned through the year - about improvement, setbacks, mentality and more.
— Neeraj Chopra (@Neeraj_chopra1) September 15, 2024
On Monday, I injured myself in practice and x-rays showed that I had fractured the fourth metacarpal in my left hand. It was another painful… pic.twitter.com/H8nRkUkaNM
ব্রাসেলসে ডায়মন্ড লিগ ফাইনালে 87.86 মিটার থ্রো করেন নীরজ, যা শীর্ষে শেষ করা পিটার্সের থেকে মাত্র এক সেন্টিমিটার কম ৷ তিনবছর আগে টোকিয়োয় সোনাজয়ের পরেও ডায়মন্ড লিগে দ্বিতীয় হয়েছিলেন নীরজ ৷ এবারও বজায় রইল ধারা ৷