ব্রাসেলস, 15 সেপ্টেম্বর: হতাশ করলেন অলিম্পিক্সে জোড়া পদকজয়ী নীরজ চোপড়া ৷ প্যারিস অলিম্পিক্সের পর লুসানের ডায়মন্ড লিগেও দ্বিতীয় হয়েছিলেন ৷ এবার ব্রাসেলসেও ফের সোনা হাতছাড়া নীরজের ৷ অলিম্পিক্সের মতো দ্বিতীয় স্থানে শেষ করেই সন্তুষ্ট থাকতে হল 'সোনার ছেলে'কে ৷ ডায়মন্ড লিগে 1 সেন্টিমিটারের জন্য সোনা পেলেন না দেশের তারকা জ্যাভলার ৷
ভক্তদের আশা ছিল, সোনা জিতে প্যারিসের জ্বালায় খানিক মলম লাগাবেন নীরজ ৷ দীর্ঘদিন ধরে কুঁচকির চোটে ভুগছেন টোকিয়োর সোনাজয়ী ৷ যা প্রভাব ফেলেছিল প্যারিসের পারফর্ম্যান্সেও ৷ 8 অগস্ট প্যারিস অলিম্পিক্সে 89.45 মিটার থ্রো করে রুপো জেতেন তিনি ৷ যদিও তিন বছর আগে টোকিয়ো অলিম্পিক্সে ঐতিহাসিক সোনা জিতে প্যারিসেও দেশবাসীর আশা বাড়িয়ে দিয়েছিলেন নীরজ । কিন্তু শেষরক্ষা হয়নি ৷ পাকিস্তানের আরশাদ নাদিম কাছে হার মানেন নীরজ ৷ 92.97 মিটার থ্রো করে প্যারিসে সোনা জিতে নেন নাদিম ৷ ব্রাসেলসেও নীরজকে দেখে বোঝা গেল, এখনও চোটের কারণে নিজের সেরাটা দিতে পারছেন না ৷
Still the King👑, making us proud on the global stage🫡
— SAI Media (@Media_SAI) September 14, 2024
Neeraj, the GOAT might have missed the 💎 but he is still making us proud by with a strong 2️⃣nd place finish at the #DimaondLeagueFinal in Brussels with a stellar throw of 87.86 meters! Despite missing the top spot by just… pic.twitter.com/rpAOGgOzKo
শনিবার রাতে ব্রাসেলসে ডায়মন্ড লিগ 2024 ফাইনালে 1 সেন্টিমিটারের জন্য সোনা জিততে পারেননি নীরজ ৷ 87.86 মিটার সেরা থ্রো করে দ্বিতীয় হন তিনি । ফাইনালে 87.87 মিটারের সেরা থ্রো করে বিজয়ী হন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স । জার্মানির জুলিয়ান ওয়েবার 85.97 মিটার থ্রো করে তৃতীয় স্থানে রয়েছেন।
Neeraj Chopra Brilliant Throw of 87.86m 💥
— The Khel India (@TheKhelIndia) September 14, 2024
He finishes as Runner up of Diamond League 2024 , Just short of 1 cm from Champion Peters 💔
Despite Groin Injury, Neeraj gave his best 🇮🇳👏pic.twitter.com/rbmzBNOXRj
টোকিয়ো অলিম্পিক্সে সোনা জয়ের পর গত বছর দোহা ডায়মন্ড লিগে 88.67 মিটার বর্শা ছুড়ে প্রথম হয়েছিলেন নীরজ ৷ এ বছর মে মাসে দোহায় 88.36 মিটার ছুড়ে দ্বিতীয় হন । তারপর প্যারিস অলিম্পিক্স, লুসান ডায়মন্ড লিগের পর এবার ব্রাসেলস ডায়মন্ড লিগ ফাইনাল ৷ অর্থাৎ টানা চারটি প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হল নীরজকে ৷