ETV Bharat / sports

লুসানে মরশুমের সেরা থ্রো করেও 'সেকেন্ড বয়' নীরজ - Neeraj finishes second in Lausanne - NEERAJ FINISHES SECOND IN LAUSANNE

Neeraj Chopra finishes second in Lausanne Diamond League with clutch last throw: কেরিয়ারের দ্বিতীয় সেরা ও মরশুমের সেরা থ্রো করেও লুসানেও প্রথম পারলেন না নীরজ ৷ প্যারিস অলিম্পিক্সের থেকেও ভালো থ্রো করেও প্রথম স্থানে শেষ করতে পারেননি তিনি ৷ লুসানে শেষবারের প্রচেষ্টায় কেরিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ থ্রো (89.49 মিটার) করেন নীরজ ৷

Neeraj finishes second in Lausanne
ফের সোনা হাতছাড়া নীরজের (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 23, 2024, 8:02 AM IST

Updated : Aug 23, 2024, 8:21 AM IST

লুসান, 23 অগস্ট: প্যারিস অলিম্পিক্সের পর লুসানের ডায়মন্ড লিগ ৷ ফের হাতছাড়া নীরজ চোপড়ার ৷ অলিম্পিক্সের মতো এখানেও দ্বিতীয় স্থানে শেষ করে সন্তুষ্ট থাকতে হল 'সোনার ছেলে' নীরজকে ৷

কেরিয়ারের দ্বিতীয় সেরা ও মরশুমের সেরা থ্রো করেও লুসানেও প্রথম হতে পারলেন না নীরজ ৷ প্যারিস অলিম্পিক্সের থেকেও ভালো থ্রো করেও রুপো জিতলেন তিনি ৷ শেষবারের প্রচেষ্টায় কেরিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ থ্রো (89.49 মিটার) করেও প্রথম হতে পারলেন না নীরজ ৷ কারণ গ্রেনাডার অ্যান্ডারসন পিটারস 90.61 মিটার ছুড়ে প্রথম হয়েছেন ৷ আর তৃতীয় স্থানে শেষ করেন জার্মানির জুলিয়ার ওয়েবার (80.08 মিটার) ৷

26 বছরের ভারতীয় তারকা তাঁর পঞ্চম প্রচেষ্টায় 85.58 মিটার দূরে বর্শা পাঠানোর আগে চতুর্থ রাউন্ড পর্যন্ত চতুর্থ স্থানে ছিলেন ৷ তবে ষষ্ঠ অর্থাৎ শেষ প্রচেষ্টায় মরশুমের সেরা থ্রো করেও লক্ষ্যে পৌঁছতে পারেননি নীরজ ৷ ফলে দু'বারের বিশ্বচ্যাম্পিয়ন ও প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী অ্যান্ডারসন লুসানে বাজিমাত করেন ৷

কুঁচকির চোটে দীর্ঘদিন ধরে ভুগছেন নীরজ ৷ 8 অগস্ট প্যারিস অলিম্পিক্সে 89.45 মিটার থ্রো করে রুপো জেতেছেন তিনি ৷ যদিও তিন বছর আগে টোকিয়ো অলিম্পিক্সে ঐতিহাসিক সোনা জিতে প্যারিসেও দেশবাসীর আশা বাড়িয়ে দিয়েছিলেন নীরজ । কিন্তু শেষরক্ষা হয়নি ৷ পাকিস্তানের আরশাদ নাদিম কাছে হার মানেন নীরজ ৷ 92.97 মিটার থ্রো করে প্যারিসে সোনা জিতে নেন নাদিম ৷

টোকিয়ো অলিম্পিক্সে সোনা জয়ের পর গত বছর দোহা ডায়মন্ড লিগে 88.67 মিটার ছুড়ে প্রথম হয়েছিলেন নীরজ ৷ এ বছর মে মাসে দোহায় 88.36 মিটার ছুড়ে দ্বিতীয় হন । তারপর প্যারিস অলিম্পিক্স এবং লুসান ডায়মন্ড লিগ ৷ অর্থাৎ টানা তিনটি প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হল নীরজকে ৷

বৃহস্পতিবার দ্বিতীয় স্থান শেষ করে 7 পয়েন্ট নিয়ে নীরজ মোট 15 পয়েন্ট নিয়ে ডায়মন্ড লিগ ব়্যাঙ্কিংয়ে ওয়েবারের সঙ্গে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছেন ৷ আর গ্রেনাডার অ্যান্ডারসন পিটারস 21 পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে উঠে এসেছেন । আর চেক প্রজাতন্ত্রের জ্যাকুব ভাদলেজচ, যিনি লুসান ডায়মন্ড লিগে সপ্তম স্থানে (82.03 মিটার) শেষ করে 16 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ।

লুসান, 23 অগস্ট: প্যারিস অলিম্পিক্সের পর লুসানের ডায়মন্ড লিগ ৷ ফের হাতছাড়া নীরজ চোপড়ার ৷ অলিম্পিক্সের মতো এখানেও দ্বিতীয় স্থানে শেষ করে সন্তুষ্ট থাকতে হল 'সোনার ছেলে' নীরজকে ৷

কেরিয়ারের দ্বিতীয় সেরা ও মরশুমের সেরা থ্রো করেও লুসানেও প্রথম হতে পারলেন না নীরজ ৷ প্যারিস অলিম্পিক্সের থেকেও ভালো থ্রো করেও রুপো জিতলেন তিনি ৷ শেষবারের প্রচেষ্টায় কেরিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ থ্রো (89.49 মিটার) করেও প্রথম হতে পারলেন না নীরজ ৷ কারণ গ্রেনাডার অ্যান্ডারসন পিটারস 90.61 মিটার ছুড়ে প্রথম হয়েছেন ৷ আর তৃতীয় স্থানে শেষ করেন জার্মানির জুলিয়ার ওয়েবার (80.08 মিটার) ৷

26 বছরের ভারতীয় তারকা তাঁর পঞ্চম প্রচেষ্টায় 85.58 মিটার দূরে বর্শা পাঠানোর আগে চতুর্থ রাউন্ড পর্যন্ত চতুর্থ স্থানে ছিলেন ৷ তবে ষষ্ঠ অর্থাৎ শেষ প্রচেষ্টায় মরশুমের সেরা থ্রো করেও লক্ষ্যে পৌঁছতে পারেননি নীরজ ৷ ফলে দু'বারের বিশ্বচ্যাম্পিয়ন ও প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী অ্যান্ডারসন লুসানে বাজিমাত করেন ৷

কুঁচকির চোটে দীর্ঘদিন ধরে ভুগছেন নীরজ ৷ 8 অগস্ট প্যারিস অলিম্পিক্সে 89.45 মিটার থ্রো করে রুপো জেতেছেন তিনি ৷ যদিও তিন বছর আগে টোকিয়ো অলিম্পিক্সে ঐতিহাসিক সোনা জিতে প্যারিসেও দেশবাসীর আশা বাড়িয়ে দিয়েছিলেন নীরজ । কিন্তু শেষরক্ষা হয়নি ৷ পাকিস্তানের আরশাদ নাদিম কাছে হার মানেন নীরজ ৷ 92.97 মিটার থ্রো করে প্যারিসে সোনা জিতে নেন নাদিম ৷

টোকিয়ো অলিম্পিক্সে সোনা জয়ের পর গত বছর দোহা ডায়মন্ড লিগে 88.67 মিটার ছুড়ে প্রথম হয়েছিলেন নীরজ ৷ এ বছর মে মাসে দোহায় 88.36 মিটার ছুড়ে দ্বিতীয় হন । তারপর প্যারিস অলিম্পিক্স এবং লুসান ডায়মন্ড লিগ ৷ অর্থাৎ টানা তিনটি প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হল নীরজকে ৷

বৃহস্পতিবার দ্বিতীয় স্থান শেষ করে 7 পয়েন্ট নিয়ে নীরজ মোট 15 পয়েন্ট নিয়ে ডায়মন্ড লিগ ব়্যাঙ্কিংয়ে ওয়েবারের সঙ্গে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছেন ৷ আর গ্রেনাডার অ্যান্ডারসন পিটারস 21 পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে উঠে এসেছেন । আর চেক প্রজাতন্ত্রের জ্যাকুব ভাদলেজচ, যিনি লুসান ডায়মন্ড লিগে সপ্তম স্থানে (82.03 মিটার) শেষ করে 16 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ।

Last Updated : Aug 23, 2024, 8:21 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.