ETV Bharat / sports

ভারতে আসার আগে রোহিতদের প্রচ্ছন্ন বার্তা বাংলাদেশ স্পিডস্টারের - BANGLADESH TOUR OF INDIA

author img

By ETV Bharat Sports Team

Published : Sep 10, 2024, 4:50 PM IST

BANGLADESH PACER ON INDIA TOUR: ভারতের মাটিত সেরা পারফরম্যান্সের কথা জানিয়ে রোহিতদের প্রচ্ছন্ন বার্তা দিলেন নাহিদ রানা ৷ পাকিস্তানের মাটিতে 152 কিমি বেগে বল করে নজরে আসা পেসার কী বললেন সিরিজের আগে?

NAHID RANA
নাহিদ রানা (AP Photo)

হায়দরাবাদ, 10 সেপ্টেম্বর: ভারত নিঃসন্দেহে ভালো দল তবে লড়াইটা হবে মাঠেই ৷ এদেশে টেস্ট সিরিজ খেলতে আসার আগে রোহিত শর্মা নেতৃত্বাধীন দলকে প্রচ্ছন্ন বার্তা দিয়ে রাখলেন বাংলাদেশের নয়া স্পিডস্টার নাহিদ রানা ৷ পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে নজর কেড়েছেন 21 বছরের বোলিং সেনসেশন ৷ তাঁর গতিতে মুগ্ধ ক্রিকেট অনুরাগীরা ৷ এমতাবস্থায় এদেশে খেলতে আসার আগে রানার মন্তব্য যে লড়াইয়ের উত্তাপ বাড়িয়ে দেবে, তা বলাই বাহুল্য ৷

পাকিস্তানের বিরুদ্ধে আন্ডারডগ হিসেবে শুরু করেই ঐতিহাসিক জয় ছিনিয়ে এনেছে বাংলাদেশ ৷ পাকিস্তানের বিরুদ্ধে তাদেরই মাটিতে প্রথমবার টেস্ট এবং সেইসঙ্গে সিরিজ জিতে নজির গড়েছে 'বেঙ্গল টাইগার্স' ৷ আর এরপরই ভারতের মাটিতে টেস্ট খেলতে আসছে নাজমুল হোসেন শান্ত অ্যান্ড কোম্পানি ৷ তাই ভারতের মাটিতে লড়াই কেমন হবে, প্রশ্নের উত্তরে মতামত ব্যক্ত করলেন নাহিদ রানা ৷

বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে রানা বলেন, "অবশ্যই ভারত ভালো টিম ৷ তবে দু'টো দলের মধ্যে যে ভালো খেলবে সেই দলই জিতবে ৷ যা হবে তখন দেখা যাবে ৷" একইসঙ্গে রানা এও জানান যে, তাঁর সেরাটা দেওয়া এখনও বাকি আছে ৷ ভারতের বিরুদ্ধে সিরিজ সেরাটা মেলে ধরতে চান বলেও জানান তিনি ৷

উল্লেখ্য, পাকিস্তানের বিরুদ্ধে সিরিজে ঘণ্টায় 152 কিলোমিটার গতিতে বল করে ক্রিকেটবিশ্বের নজরে এসেছেন রানা ৷ আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে গতিবেগে বল করে ইতিমধ্যেই এলিট ক্লাবে জায়গা করে নিয়েছেন রানা ৷ পাশাপাশি পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে চার উইকেট তুলে নজর কেড়েছেন উদীয়মান তারকা ৷ কেরিয়ারে তিনটি ম্য়াচে খেলা বাংলাদেশ পেসারের এটাই সেরা বোলিং ফিগার ৷ আগামী 19 সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট ৷

হায়দরাবাদ, 10 সেপ্টেম্বর: ভারত নিঃসন্দেহে ভালো দল তবে লড়াইটা হবে মাঠেই ৷ এদেশে টেস্ট সিরিজ খেলতে আসার আগে রোহিত শর্মা নেতৃত্বাধীন দলকে প্রচ্ছন্ন বার্তা দিয়ে রাখলেন বাংলাদেশের নয়া স্পিডস্টার নাহিদ রানা ৷ পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে নজর কেড়েছেন 21 বছরের বোলিং সেনসেশন ৷ তাঁর গতিতে মুগ্ধ ক্রিকেট অনুরাগীরা ৷ এমতাবস্থায় এদেশে খেলতে আসার আগে রানার মন্তব্য যে লড়াইয়ের উত্তাপ বাড়িয়ে দেবে, তা বলাই বাহুল্য ৷

পাকিস্তানের বিরুদ্ধে আন্ডারডগ হিসেবে শুরু করেই ঐতিহাসিক জয় ছিনিয়ে এনেছে বাংলাদেশ ৷ পাকিস্তানের বিরুদ্ধে তাদেরই মাটিতে প্রথমবার টেস্ট এবং সেইসঙ্গে সিরিজ জিতে নজির গড়েছে 'বেঙ্গল টাইগার্স' ৷ আর এরপরই ভারতের মাটিতে টেস্ট খেলতে আসছে নাজমুল হোসেন শান্ত অ্যান্ড কোম্পানি ৷ তাই ভারতের মাটিতে লড়াই কেমন হবে, প্রশ্নের উত্তরে মতামত ব্যক্ত করলেন নাহিদ রানা ৷

বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে রানা বলেন, "অবশ্যই ভারত ভালো টিম ৷ তবে দু'টো দলের মধ্যে যে ভালো খেলবে সেই দলই জিতবে ৷ যা হবে তখন দেখা যাবে ৷" একইসঙ্গে রানা এও জানান যে, তাঁর সেরাটা দেওয়া এখনও বাকি আছে ৷ ভারতের বিরুদ্ধে সিরিজ সেরাটা মেলে ধরতে চান বলেও জানান তিনি ৷

উল্লেখ্য, পাকিস্তানের বিরুদ্ধে সিরিজে ঘণ্টায় 152 কিলোমিটার গতিতে বল করে ক্রিকেটবিশ্বের নজরে এসেছেন রানা ৷ আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে গতিবেগে বল করে ইতিমধ্যেই এলিট ক্লাবে জায়গা করে নিয়েছেন রানা ৷ পাশাপাশি পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে চার উইকেট তুলে নজর কেড়েছেন উদীয়মান তারকা ৷ কেরিয়ারে তিনটি ম্য়াচে খেলা বাংলাদেশ পেসারের এটাই সেরা বোলিং ফিগার ৷ আগামী 19 সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.