ETV Bharat / sports

মৃত্যুমুখ থেকে ফিরে প্রাথমিক প্রতিক্রিয়া ভারতীয় ক্রিকেটারের - MUSHEER REACTS AFTER ROAD ACCIDENT

author img

By ETV Bharat Sports Team

Published : 2 hours ago

MUSHEER KHAN THANKS TO WELL-WISHERS: দুর্ঘটনায় শুক্রবার বেশ কয়েকবার পাল্টি খেয়েছিল তাঁদের গাড়ি ৷ ভয়ঙ্কর সেই পথ দুর্ঘটনার দিনদু'য়েক পর সোশাল মিডিয়ায় ভিডিয়োবার্তা দিলেন মুশির খান ৷ কী বললেন তিনি?

MUSHEER KHAN
মুশির খান (IANS Photo)

লখনউ, 29 সেপ্টেম্বর: "মোটের উপর সুস্থই রয়েছি ৷ আপনাদের শুভকামনার জন্য ধন্যবাদ ৷" গাড়ি দুর্ঘটনায় আহত মুম্বই ক্রিকেটার মুশির খান মৃত্যুমুখ থেকে ফিরে এই ভাষাতেই অনুরাগীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন ৷ ইরানি কাপ খেলতে দলের সঙ্গে যোগ দিতে শুক্রবার আজমগড় থেকে লখনউ যাচ্ছিলেন মুশির ৷ পথে ঘটে যায় মারাত্মক দুর্ঘটনা ৷ বিপদের সময় মুম্বই ক্রিকেটারের সঙ্গে গাড়িতে ছিলেন তাঁর বাবা নৌশাদ খানও ৷

এদিন বাবার সঙ্গেই সোশাল মিডিয়ায় অনুরাগীদের উদ্দেশে একটি ভিডিয়োবার্তা দেন মুশির ৷ ভিডিয়োয় মুম্বই ক্রিকেটার এসেছিলেন নেক কলার জড়িয়ে ৷ যা দেখে স্পষ্ট দুর্ঘটনায় গলায় মারাত্মক চোট পেয়েছেন তিনি ৷ যা খবর তাতে কমপক্ষে 16 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে সরফরাজ খানের ভাই মুশিরকে ৷ সেক্ষেত্রে রঞ্জি ট্রফির প্রথম অংশেও সম্ভবত 19 বছর বয়সি প্রতিশ্রুতিমান ব্য়াটারকে পাবে না মুম্বই ৷

এদিন ভিডিয়োবার্তার শুরুতে মুশিরের বাবা নৌশাদ খান বলেন, "শুভ সন্ধ্যা ৷ সবার প্রথমে সর্বশক্তিমান আল্লাহকে আমি ধন্যবাদ জানাচ্ছি ৷ সেইসঙ্গে শুভাকাঙ্খী, বন্ধু, কাছের মানুষকেও ধন্য়াবদ; যাঁরা আমাদের জন্য প্রার্থনা করেছিলেন ৷ পাশাপাশি মুশিরের খেয়াল রাখার জন্য এমসিএ ও বিসিসিআইকেও ধন্য়বাদ ৷ মুশির সম্পর্কিত পরবর্তী সমস্ত আপডেট ওনারাই দেবেন ৷"

এরপর আল্লাহকে ধন্যবাদ জানিয়ে মুশির বলেন, "নতুন জীবন পেলাম ৷ আপাতত সুস্থই আছি ৷ আমার সঙ্গে যিনি ছিলেন তিনিও সুস্থই রয়েছেন (বাবাকে দেখিয়ে) ৷ আপনাদের সকলের শুভকামনার জন্য ধন্য়বাদ ৷" আপাতত লখনউয়ের হাসপাতালে চিকিৎসাধীনই রয়েছেন তরুণ ক্রিকেটার ৷

মুম্বইয়ের হয়ে গতবছর রঞ্জিতে ব্য়াট হাতে উজ্জ্বল উপস্থিতি ছিল মুশিরের ৷ ফাইনালে বিদর্ভের বিরুদ্ধে শতরানে নজির গড়েছিলেন তিনি ৷ সচিন তেন্ডুলকরের পর কনিষ্ঠ ব্য়াটার হিসেবে রঞ্জি ফাইনালে শতরান হাঁকিয়েছিলেন তিনি ৷ এরপর সম্প্রতি দলীপ ট্রফিতেও মুম্বই ক্রিকেটারের ব্য়াটে শতরান দেখেন অনুরাগীরা ৷ 1 অক্টোবর থেকে শুরু হতে চলা ইরানি কাপে অংশগ্রহণের কথা ছিল তাঁর ৷ তার আগেই ঘটে গেল দুর্ঘটনা ৷

লখনউ, 29 সেপ্টেম্বর: "মোটের উপর সুস্থই রয়েছি ৷ আপনাদের শুভকামনার জন্য ধন্যবাদ ৷" গাড়ি দুর্ঘটনায় আহত মুম্বই ক্রিকেটার মুশির খান মৃত্যুমুখ থেকে ফিরে এই ভাষাতেই অনুরাগীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন ৷ ইরানি কাপ খেলতে দলের সঙ্গে যোগ দিতে শুক্রবার আজমগড় থেকে লখনউ যাচ্ছিলেন মুশির ৷ পথে ঘটে যায় মারাত্মক দুর্ঘটনা ৷ বিপদের সময় মুম্বই ক্রিকেটারের সঙ্গে গাড়িতে ছিলেন তাঁর বাবা নৌশাদ খানও ৷

এদিন বাবার সঙ্গেই সোশাল মিডিয়ায় অনুরাগীদের উদ্দেশে একটি ভিডিয়োবার্তা দেন মুশির ৷ ভিডিয়োয় মুম্বই ক্রিকেটার এসেছিলেন নেক কলার জড়িয়ে ৷ যা দেখে স্পষ্ট দুর্ঘটনায় গলায় মারাত্মক চোট পেয়েছেন তিনি ৷ যা খবর তাতে কমপক্ষে 16 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে সরফরাজ খানের ভাই মুশিরকে ৷ সেক্ষেত্রে রঞ্জি ট্রফির প্রথম অংশেও সম্ভবত 19 বছর বয়সি প্রতিশ্রুতিমান ব্য়াটারকে পাবে না মুম্বই ৷

এদিন ভিডিয়োবার্তার শুরুতে মুশিরের বাবা নৌশাদ খান বলেন, "শুভ সন্ধ্যা ৷ সবার প্রথমে সর্বশক্তিমান আল্লাহকে আমি ধন্যবাদ জানাচ্ছি ৷ সেইসঙ্গে শুভাকাঙ্খী, বন্ধু, কাছের মানুষকেও ধন্য়াবদ; যাঁরা আমাদের জন্য প্রার্থনা করেছিলেন ৷ পাশাপাশি মুশিরের খেয়াল রাখার জন্য এমসিএ ও বিসিসিআইকেও ধন্য়বাদ ৷ মুশির সম্পর্কিত পরবর্তী সমস্ত আপডেট ওনারাই দেবেন ৷"

এরপর আল্লাহকে ধন্যবাদ জানিয়ে মুশির বলেন, "নতুন জীবন পেলাম ৷ আপাতত সুস্থই আছি ৷ আমার সঙ্গে যিনি ছিলেন তিনিও সুস্থই রয়েছেন (বাবাকে দেখিয়ে) ৷ আপনাদের সকলের শুভকামনার জন্য ধন্য়বাদ ৷" আপাতত লখনউয়ের হাসপাতালে চিকিৎসাধীনই রয়েছেন তরুণ ক্রিকেটার ৷

মুম্বইয়ের হয়ে গতবছর রঞ্জিতে ব্য়াট হাতে উজ্জ্বল উপস্থিতি ছিল মুশিরের ৷ ফাইনালে বিদর্ভের বিরুদ্ধে শতরানে নজির গড়েছিলেন তিনি ৷ সচিন তেন্ডুলকরের পর কনিষ্ঠ ব্য়াটার হিসেবে রঞ্জি ফাইনালে শতরান হাঁকিয়েছিলেন তিনি ৷ এরপর সম্প্রতি দলীপ ট্রফিতেও মুম্বই ক্রিকেটারের ব্য়াটে শতরান দেখেন অনুরাগীরা ৷ 1 অক্টোবর থেকে শুরু হতে চলা ইরানি কাপে অংশগ্রহণের কথা ছিল তাঁর ৷ তার আগেই ঘটে গেল দুর্ঘটনা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.