ETV Bharat / sports

53 বছর পর ফাইনালে একই রাজ্যের দু’দল, মুম্বইয়ের সামনে ইতিহাস ফেরানোর হাতছানি - রঞ্জি ফাইনালে ইতিহাস

Vidarbha to face Mumbai in Ranji Final: 1970-71 মরশুমে শেষবার ফাইনালে নেমেছিল একই রাজ্যের দুই দল ৷ ফের ইতিহাস ফিরছে রঞ্জি ফাইনালে ৷ ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে বিদর্ভ ও মুম্বই ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 6, 2024, 3:08 PM IST

Updated : Mar 6, 2024, 4:02 PM IST

মুম্বই, 6 মার্চ: বল হাতে দুরন্ত যশ ঠাকুর ও অক্ষয় ওয়াখাড়ে ৷ চন্দ্রকান্ত পণ্ডিতের মধ্যপ্রদেশকে উড়িয়ে রঞ্জি ফাইনালে বিদর্ভ ৷ ফাইনালে 2018-19 সালের রঞ্জি চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল দল মুম্বই ৷ 1970-71 সালে ফাইনালে মুখোমুখি হয়েছিল বোম্বে (এখন মুম্বই) ও মহারাষ্ট্র ৷ 53 বছর পর ফের একবার রঞ্জি ট্রফির ফাইনালে খেলবে একই রাজ্যের দুই দল ৷

বোম্বে ও মহারাষ্ট্রর ওই ফাইনালে খেলেছিলেন হেমন্ত কানিতকর, চাদু বোরদে, পদ্মকর সিভালকর, সুভাষ গুপ্তের মতো খেলোয়াড়রা ৷ ব্র্যাবোর্ন স্টেডিয়ামের ওই ফাইনালে রামনাথ পারকরের শতরান ও পদ্মকর সিভালকর, আবদুল ইসমাইলের দুরন্ত বোলিংয়ের সুবাদে মহারাষ্ট্রকে হারিয়ে দেয় বোম্বে ৷

তার পাঁচ বছর পর গড়ে ওঠে ওয়াংখেড়ে স্টেডিয়াম ৷ ব্র্যাবোর্ন স্টেডিয়াম থেকে যার দূরত্ব মাত্র 750 মিটার ৷ 10 মার্চ সেখানেই ফিরবে 53 বছর আগের ইতিহাস ৷ এখনও পর্যন্ত দু’বার রঞ্জি ফাইনালে উঠেছে বিদর্ভ ৷ দু’বারই ট্রফি গিয়েছে তাদের ড্রেসিংরুমে ৷ শেষবার 2018-19 মরশুমে ট্রফি জিতেছিল বিদর্ভ ৷ অন্যদিকে, রবিবার 48তম ফাইনাল খেলতে নামবে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল মুম্বই ৷

প্রথম সেমি-ফাইনালে তিনদিনেই তামিলনাড়ুকে উড়িয়ে দিয়েছিল মুম্বই ৷ দ্বিতীয় ম্যাচে মধ্যপ্রদেশ ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করলেও যশ দুবে, হর্ষ গাউলিদের ইনিংসে জল ঢেলে দেন বিদর্ভের বোলাররা ৷ দু’ইনিংস মিলিয়ে 6 উইকেট নিয়ে ম্যাচের নায়ক যশ ঠাকুর ৷ প্রথম ইনিংসে 82 রানে পিছিয়ে থাকা অবস্থায় যশ রাঠোরের 141 রান ও অক্ষয় ওয়াদেকরের 77 রানের সুবাদে 402 রানের পাহাড় গড়ে বিদর্ভ ৷ 321 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে 258 রানে থেমেই যায় মধ্যপ্রদেশ ৷

আরও পড়ুন:

মুম্বই, 6 মার্চ: বল হাতে দুরন্ত যশ ঠাকুর ও অক্ষয় ওয়াখাড়ে ৷ চন্দ্রকান্ত পণ্ডিতের মধ্যপ্রদেশকে উড়িয়ে রঞ্জি ফাইনালে বিদর্ভ ৷ ফাইনালে 2018-19 সালের রঞ্জি চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল দল মুম্বই ৷ 1970-71 সালে ফাইনালে মুখোমুখি হয়েছিল বোম্বে (এখন মুম্বই) ও মহারাষ্ট্র ৷ 53 বছর পর ফের একবার রঞ্জি ট্রফির ফাইনালে খেলবে একই রাজ্যের দুই দল ৷

বোম্বে ও মহারাষ্ট্রর ওই ফাইনালে খেলেছিলেন হেমন্ত কানিতকর, চাদু বোরদে, পদ্মকর সিভালকর, সুভাষ গুপ্তের মতো খেলোয়াড়রা ৷ ব্র্যাবোর্ন স্টেডিয়ামের ওই ফাইনালে রামনাথ পারকরের শতরান ও পদ্মকর সিভালকর, আবদুল ইসমাইলের দুরন্ত বোলিংয়ের সুবাদে মহারাষ্ট্রকে হারিয়ে দেয় বোম্বে ৷

তার পাঁচ বছর পর গড়ে ওঠে ওয়াংখেড়ে স্টেডিয়াম ৷ ব্র্যাবোর্ন স্টেডিয়াম থেকে যার দূরত্ব মাত্র 750 মিটার ৷ 10 মার্চ সেখানেই ফিরবে 53 বছর আগের ইতিহাস ৷ এখনও পর্যন্ত দু’বার রঞ্জি ফাইনালে উঠেছে বিদর্ভ ৷ দু’বারই ট্রফি গিয়েছে তাদের ড্রেসিংরুমে ৷ শেষবার 2018-19 মরশুমে ট্রফি জিতেছিল বিদর্ভ ৷ অন্যদিকে, রবিবার 48তম ফাইনাল খেলতে নামবে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল মুম্বই ৷

প্রথম সেমি-ফাইনালে তিনদিনেই তামিলনাড়ুকে উড়িয়ে দিয়েছিল মুম্বই ৷ দ্বিতীয় ম্যাচে মধ্যপ্রদেশ ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করলেও যশ দুবে, হর্ষ গাউলিদের ইনিংসে জল ঢেলে দেন বিদর্ভের বোলাররা ৷ দু’ইনিংস মিলিয়ে 6 উইকেট নিয়ে ম্যাচের নায়ক যশ ঠাকুর ৷ প্রথম ইনিংসে 82 রানে পিছিয়ে থাকা অবস্থায় যশ রাঠোরের 141 রান ও অক্ষয় ওয়াদেকরের 77 রানের সুবাদে 402 রানের পাহাড় গড়ে বিদর্ভ ৷ 321 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে 258 রানে থেমেই যায় মধ্যপ্রদেশ ৷

আরও পড়ুন:

Last Updated : Mar 6, 2024, 4:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.