ETV Bharat / sports

ব্যর্থ বাবা ইন্দ্রজিথের লড়াই, শার্দূল-কতিয়ানের ব্যাটে রঞ্জি ফাইনালে মুম্বই - Mumbai in Ranji Trophy 2024 Final

Ranji Trophy 2024: দুরন্ত মুম্বই ৷ ফের ফাইনালে 41বারের রঞ্জিজয়ীরা ৷ শেষ চারের লড়াইয়ে শার্দূল ঠাকুর, তানুশ কতিয়ানের পারফর্ম্যান্সে তামিলনাড়ুকে উড়িয়ে দিল ‘অজিঙ্ক রাহানে অ্যান্ড কোং ৷’

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 4, 2024, 7:46 PM IST

মুম্বই, 4 মার্চ: ব্যাটে-বলে দুরন্ত শার্দূল ঠাকুর ৷ জাতীয় দলের তারকার জমাটি পারফর্ম্যান্সের সুবাদে তাদের 48তম ফাইনালে মুম্বই ৷ সেমি-ফাইনালে তামিলনাড়ুকে কার্যত উড়িয়ে দিল ‘রাহানে অ্যান্ড কোং’ ৷ ওয়াংশিটন সুন্দর, বিজয় শংকর-সমৃদ্ধ তামিলনাড়ুকে ইনিংস ও 70 রানে হারিয়ে দিল রঞ্জি ইতিহাসের সবচেয়ে সফল দল ৷ 10 মার্চ, রবিবার 42তম শিরোপার সন্ধানে নামবেন পৃথ্বী শ, মুসির খানরা ৷

গতকাল দুরন্ত সেঞ্চুরি করে মুম্বইকে ভালো জায়গায় পৌঁছে দিয়েছিলেন শার্দূল ঠাকুর ৷ শ্রেণির ক্রিকেটে প্রথম শতরানের স্বাদ পান বছর বত্রিশের মুম্বই ক্রিকেটার ৷ দলের পেস বোলিং অল-রাউন্ডারকে যোগ্য সঙ্গত দিয়েছিলেন তানুশ কতিয়ান ৷ শার্দূলের 109 ও কতিয়ানের 89 রানের সুবাদে প্রথম ইনিংসে 232 রানের লিড নেয় মুম্বই ৷ যা টপকে জয়ের জায়গায় পৌঁছনো কার্যত অসম্ভব ছিল তামিলনাড়ুর কাছে ৷ কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় লক্ষ্যমাত্রা ছুঁতেও পারল না দু’বারের রঞ্জি জয়ীরা ৷ 162 রানেই থেমে গেল সাই কিশোরের দল ৷

সাই সুদর্শন (5 রান), নারায়ণ জগদীশন (0), ওয়াশিংটন সুন্দরের (4 রান) মিলিত অবদান 9 রান ৷ টপ-অর্ডারের ব্যর্থতায় শুরুতেই চাপে পড়ে যায় তামিলনাড়ু ৷ চার নম্বরে নামা বাবা ইন্দ্রজিথ (70 রান) চেষ্টা করলেও আর ঘুরে দাঁড়াতে পারেনি দল ৷ মিডল অর্ডারের বাকিরা কেউই 30 পেরোতে পারেননি ৷

প্রথম ইনিংসে 146 রানে অল-আউট হয়ে যায় তামিলনাড়ু ৷ 36 বছর পর রঞ্জি জেতার লক্ষ্যে নেমে ডাহা ফেল রবিশ্রীনিবাসন সাই কিশোররা ৷ ওয়াংশিটন সুন্দর ও বিজয় শংকরের ব্যাটে কোনওক্রমে একশো রানের গণ্ডি পেরিয়েছিল তামিলনাড়ু ৷ প্রথম ইনিংসে ধুঁকছিল মুম্বইও ৷ 106 রানে 6 উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া দলকে টেনে তোলে শার্দূল-কতিয়ান জুটি ৷ প্রথম ইনিংসে 378 রান তুলে বড় রানের লিড নেয় মুম্বই ৷ দু’ইনিংস মিলিয়ে 4টি করে উইকেট তুলে নিয়েছেন শার্দূল ঠাকুর, কার্তিক কতিয়ান ৷

প্রথম সেমি’তে চালকের আসনে বিদর্ভ...

অন্যদিকে, তৃতীয় দিনের শেষে 261 রানের লিড নিয়েছে বিদর্ভ ৷ প্রথম ইনিংসের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছে 2018-19 মরশুমের রঞ্জি জয়ীরা ৷ তৃতীয় দিনের শেষে 6 উইকেট হারিয়ে 343 রানে ব্যাট করছে অক্ষয় ওয়াদকারের দল ৷ ফাইনালের পথ ক্রমশ কঠিন হচ্ছে মধ্যপ্রদেশের জন্য ৷

আরও পড়ুন:

মুম্বই, 4 মার্চ: ব্যাটে-বলে দুরন্ত শার্দূল ঠাকুর ৷ জাতীয় দলের তারকার জমাটি পারফর্ম্যান্সের সুবাদে তাদের 48তম ফাইনালে মুম্বই ৷ সেমি-ফাইনালে তামিলনাড়ুকে কার্যত উড়িয়ে দিল ‘রাহানে অ্যান্ড কোং’ ৷ ওয়াংশিটন সুন্দর, বিজয় শংকর-সমৃদ্ধ তামিলনাড়ুকে ইনিংস ও 70 রানে হারিয়ে দিল রঞ্জি ইতিহাসের সবচেয়ে সফল দল ৷ 10 মার্চ, রবিবার 42তম শিরোপার সন্ধানে নামবেন পৃথ্বী শ, মুসির খানরা ৷

গতকাল দুরন্ত সেঞ্চুরি করে মুম্বইকে ভালো জায়গায় পৌঁছে দিয়েছিলেন শার্দূল ঠাকুর ৷ শ্রেণির ক্রিকেটে প্রথম শতরানের স্বাদ পান বছর বত্রিশের মুম্বই ক্রিকেটার ৷ দলের পেস বোলিং অল-রাউন্ডারকে যোগ্য সঙ্গত দিয়েছিলেন তানুশ কতিয়ান ৷ শার্দূলের 109 ও কতিয়ানের 89 রানের সুবাদে প্রথম ইনিংসে 232 রানের লিড নেয় মুম্বই ৷ যা টপকে জয়ের জায়গায় পৌঁছনো কার্যত অসম্ভব ছিল তামিলনাড়ুর কাছে ৷ কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় লক্ষ্যমাত্রা ছুঁতেও পারল না দু’বারের রঞ্জি জয়ীরা ৷ 162 রানেই থেমে গেল সাই কিশোরের দল ৷

সাই সুদর্শন (5 রান), নারায়ণ জগদীশন (0), ওয়াশিংটন সুন্দরের (4 রান) মিলিত অবদান 9 রান ৷ টপ-অর্ডারের ব্যর্থতায় শুরুতেই চাপে পড়ে যায় তামিলনাড়ু ৷ চার নম্বরে নামা বাবা ইন্দ্রজিথ (70 রান) চেষ্টা করলেও আর ঘুরে দাঁড়াতে পারেনি দল ৷ মিডল অর্ডারের বাকিরা কেউই 30 পেরোতে পারেননি ৷

প্রথম ইনিংসে 146 রানে অল-আউট হয়ে যায় তামিলনাড়ু ৷ 36 বছর পর রঞ্জি জেতার লক্ষ্যে নেমে ডাহা ফেল রবিশ্রীনিবাসন সাই কিশোররা ৷ ওয়াংশিটন সুন্দর ও বিজয় শংকরের ব্যাটে কোনওক্রমে একশো রানের গণ্ডি পেরিয়েছিল তামিলনাড়ু ৷ প্রথম ইনিংসে ধুঁকছিল মুম্বইও ৷ 106 রানে 6 উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া দলকে টেনে তোলে শার্দূল-কতিয়ান জুটি ৷ প্রথম ইনিংসে 378 রান তুলে বড় রানের লিড নেয় মুম্বই ৷ দু’ইনিংস মিলিয়ে 4টি করে উইকেট তুলে নিয়েছেন শার্দূল ঠাকুর, কার্তিক কতিয়ান ৷

প্রথম সেমি’তে চালকের আসনে বিদর্ভ...

অন্যদিকে, তৃতীয় দিনের শেষে 261 রানের লিড নিয়েছে বিদর্ভ ৷ প্রথম ইনিংসের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছে 2018-19 মরশুমের রঞ্জি জয়ীরা ৷ তৃতীয় দিনের শেষে 6 উইকেট হারিয়ে 343 রানে ব্যাট করছে অক্ষয় ওয়াদকারের দল ৷ ফাইনালের পথ ক্রমশ কঠিন হচ্ছে মধ্যপ্রদেশের জন্য ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.