ETV Bharat / sports

কিংবদন্তি অশ্বিন ও বুমরার পরামর্শে উপকৃত, জানালেন মুকেশ - India vs England

Mukesh Kumar on Ravichandran Ashwin: রবিচন্দ্রন অশ্বিন কিংবদন্তি বলে মনে করেন ভারতের মিডিয়াম পেসার মুকেশ কুমার ৷ রাজকোট টেস্টের আগে ভারতীয় দল তাঁকে রিলিজ দিয়েছে ৷ বাংলার হয়ে মরশুমের শেষ রঞ্জি ম্যাচে খেলতে নেমে দুরন্ত পারফর্ম্যান্স করেছেন তিনি ৷ জানালেন, ভারতীয় দলে সুযোগের পর বদলেছে তাঁর বোলিংয়ের টেকনিক ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 17, 2024, 10:51 AM IST

ভারতীয় দলে সুযোগ পাওয়ার পর ক্রিকেটীয় বদল-সহ একাধিক বিষয়ে অকপট মুকেশ কুমার

কলকাতা, 17 ফেব্রুয়ারি: ঝাড়খণ্ডের হয়ে ঈশান কিষানের রঞ্জি ট্রফিতে না-খেলা নিয়ে ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ৷ বারবার বলা সত্ত্বেও কেন বোর্ডের নির্দেশ মেনে রাজস্থানের বিরুদ্ধে তিনি রঞ্জি ট্রফিতে খেলছেন না, তা অজানা ৷ তবে, মুকেশ কুমার ভারতীয় দল থেকে রিলিজ পেয়েই বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে বিহারের বিরুদ্ধে খেলতে নেমে পড়েছেন ৷ বৃহস্পতিবার রাত দশটায় শহরে পা দিয়েছেন ৷ তারপর শুক্রবার সকালে ইডেনে আগুনে বোলিং করলেন মুকেশ ৷ দিনের শেষে মুকেশ জানাচ্ছেন তিনি সুযোগ পেলেই বাংলার হয়ে খেলতে মুখিয়ে থাকেন ৷ তাই শহরে পা দিয়েই বাংলার ড্রেসিংরুমে পৌঁছে গিয়েছেন ৷ এরপর বোর্ডের সিদ্ধান্ত এবং নির্দেশ অনুযায়ী তিনি খেলবেন ৷

রাজ্যের হয়ে রঞ্জি ট্রফিতে নামলেও, ভারতীয় দলের পারফরম্যান্সের দিকে নজর রয়েছে মুকেশের ৷ 98 টেস্টে পাঁচশো উইকেট নেওয়ার কৃতিত্ব রাজকোটে দেখিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ৷ তাঁর এই কৃতিত্বের দিনে ভারতীয় ড্রেসিংরুমে না থাকার আক্ষেপ রয়েছে মুকেশের ৷ 37 বছর বয়সি ভারতীয় অফস্পিনারকে কিংবদন্তি বলতে দ্বিধা নেই তাঁর ৷ যে কোনও ম্যাচের আগে অশ্বিনের প্রস্তুতি শিক্ষণীয় বলে মনে করেন তিনি ৷ দীর্ঘদিন ধরে আর্ন্তজাতিক ক্রিকেটে দাপিয়ে বেড়ালেও অশ্বিন এখন নিজেকে নিখুঁত করার ব্যাপারে খুতখুতে বলে জানিয়েছেন মুকেশ ৷

বাংলার পেসার বলেন, "এনসিএ-তে ওর বিরুদ্ধে নেটে ব্যাট করেছিলাম ৷ সবসময় নতুন কিছু করার চেষ্টা করতে থাকে ৷ কোন বল করলে, কী হবে, তা নিয়ে ভাবনা কাজ করে ওর মধ্যে ৷ ভারতীয় দলের ড্রেসিরুমে না-থাকার আক্ষেপ রয়েছে ৷ তবে, আমি এখানে বাংলার ড্রেসিংরুমে থেকেও খুশি ৷ বিশ্বকাপের আগে এনসিএ-তে ব্যাট করার সময় দেখেছি, কোন বল কতটা ঘুরেছে তা নিয়ে জানতে চাইত ৷ ব্যাটসম্যানকে নিয়ে ক্রমাগত কাঁটাছেড়া করা এবং সেই অনুযায়ী পরিকল্পনা করে বল করেন অশ্বিন ৷ কোনও সন্দেহ নেই অশ্বিন কিংবদন্তি ৷"

ঘরোয়া ক্রিকেট থেকে আর্ন্তজাতিক ক্রিকেট আঙিনায় নিজেকে মেলে ধরার সুযোগ ৷ ইতিমধ্যেই নজর কাড়ার চেষ্টা মুকেশের পারফরম্যান্সে ৷ কতটা বদলাতে হয়েছে বোলিং ? মুকেশ বলছেন, "রোটেশন, ল্যান্ডিং চেঞ্জ করতে হয়েছে ৷ আর তা করেছি পরামর্শ মেনে ৷ তাতে বোলিংয়ে যথেষ্ট বদল এসেছে ৷ আমি এই বদলে যাওয়া বোলিং বজায় রাখতে চাই ৷" প্রায় একই সঙ্গে নিজের প্রাত্যহিক জীবনে বদল আসার কথাও শিকার করেছেন মুকেশ ৷ কারণ ভারতীয় জার্সিতে তিন ধরনের ক্রিকেটে নিয়মিত খেলছেন তিনি ৷

এই বদল সম্পর্কে তিনি বলছেন, "অনেক বদল এসেছে ৷ তবে, সেগুলি মাথায় চড়তে দিচ্ছি না ৷ স্বাভাবিক থাকার চেষ্টা করব ৷" বাজবল ক্রিকেট নিয়ে অনেক কথা এখন আর্ন্তজাতিক ক্রিকেটে ৷ রাজকোটে ইংল্যান্ড ভারতীয় দলের চারশো প্লাস তাড়া করতে নেমে দুই উইকেট খুইয়ে 207 রান তুলেছে ৷ পাঁচদিনের ক্রিকেটে এই মারকুটে ক্রিকেট নিয়ে মুকেশ বলছেন, "বাজবল ক্রিকেট মানে যেকোনও স্কোর তাড়া করতে চাওয়া ৷ আজ 207 রান করেছে ৷ ডাকেট আউট হয়ে গেলে ওরা শেষ হয়ে যাবে ৷"

ভাইজ্যাগ টেষ্টে জসপ্রীত বুমরার সঙ্গে লাল বল ভাগ করে নিয়েছিলেন ৷ ওই টেষ্টে বুমরার বোলিং স্পেল এবং ওলি পপকে ইয়র্কারে বোল্ড করা এখনও চর্চায় ৷ সেই স্পেলের মুগ্ধতা মুকেশের চোখে মুখে ৷ তিনি বলছেন, “বুমরার ইয়র্কর বিশ্বে সবচেয়ে ভয়ঙ্কর ৷ পুরনো বলে রিভার্স সুইং হয়ে থাকে ৷ ও ইতিমধ্যে বলেছে ওয়াসিম অক্রম, ওয়াকার ইউনিসকে দেখে পুরনো বলে রিভার্স সুইং শিখেছে ৷ ও যে ধরনের বোলার এইসব ওর পক্ষে স্বাভাবিক " কোনও পরামর্শ কি বুমরার কাছ থেকে পেয়েছেন মুকেশ ? তাঁর কথায়, "কথা তো সবসময় হয় ৷ কোন উইকেটে কী করতে হবে ৷ কখন কী বোলিং করা দরকার, তা নিয়ে নেট ও ম্যাচে কথা হয়ে থাকে ৷"

সামনেই আইপিএল ৷ সাদা বলের সবচেয়ে বড় লিগ ৷ মুকেশ সেখানেও তাঁর দলের অটোমেটিক চয়েস ৷ আইপিএলে বোলিং নিয়ে মুকেশের সোজাসাপটা উত্তর, কোচের নির্দেশ ও পরিকল্পনা অনুযায়ী বোলিং করতে হয় ৷ সাদা বলের ক্রিকেটে লাইনের সামান্য বদল জরুরি বলে জানিয়েছেন তিনি ৷ ভারতীয় দলে একাধিক নতুন মুখের ছড়াছড়ি ৷ তাঁদের জন্য রাহুল দ্রাবিড়ের পরামর্শ, "স্বাভাবিক ক্রিকেট খেলে যাও ৷ ঘরোয়া ক্রিকেটে যা করেছ, সেটাই আত্মবিশ্বাসের সঙ্গে করার কথা বলেছেন তিনি ৷" অধিনায়ক রোহিত শর্মাও নতুনদের সমর্থন করেন বলে জানিয়েছেন মুকেশ ৷

আরও পড়ুন:

  1. টেস্ট ক্রিকেটে 500 শিকার অশ্বিনের, কুম্বলের পর দ্বিতীয় ভারতীয়
  2. বাবা কারগিল যুদ্ধের সৈনিক, ছেলের ক্রিকেট সফরেও এক জওয়ানের জেদ
  3. অশ্বিন-জুরেল শো ও বুমরা ব্যাটিংয়ে বড় রান ভারতের

ভারতীয় দলে সুযোগ পাওয়ার পর ক্রিকেটীয় বদল-সহ একাধিক বিষয়ে অকপট মুকেশ কুমার

কলকাতা, 17 ফেব্রুয়ারি: ঝাড়খণ্ডের হয়ে ঈশান কিষানের রঞ্জি ট্রফিতে না-খেলা নিয়ে ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ৷ বারবার বলা সত্ত্বেও কেন বোর্ডের নির্দেশ মেনে রাজস্থানের বিরুদ্ধে তিনি রঞ্জি ট্রফিতে খেলছেন না, তা অজানা ৷ তবে, মুকেশ কুমার ভারতীয় দল থেকে রিলিজ পেয়েই বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে বিহারের বিরুদ্ধে খেলতে নেমে পড়েছেন ৷ বৃহস্পতিবার রাত দশটায় শহরে পা দিয়েছেন ৷ তারপর শুক্রবার সকালে ইডেনে আগুনে বোলিং করলেন মুকেশ ৷ দিনের শেষে মুকেশ জানাচ্ছেন তিনি সুযোগ পেলেই বাংলার হয়ে খেলতে মুখিয়ে থাকেন ৷ তাই শহরে পা দিয়েই বাংলার ড্রেসিংরুমে পৌঁছে গিয়েছেন ৷ এরপর বোর্ডের সিদ্ধান্ত এবং নির্দেশ অনুযায়ী তিনি খেলবেন ৷

রাজ্যের হয়ে রঞ্জি ট্রফিতে নামলেও, ভারতীয় দলের পারফরম্যান্সের দিকে নজর রয়েছে মুকেশের ৷ 98 টেস্টে পাঁচশো উইকেট নেওয়ার কৃতিত্ব রাজকোটে দেখিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ৷ তাঁর এই কৃতিত্বের দিনে ভারতীয় ড্রেসিংরুমে না থাকার আক্ষেপ রয়েছে মুকেশের ৷ 37 বছর বয়সি ভারতীয় অফস্পিনারকে কিংবদন্তি বলতে দ্বিধা নেই তাঁর ৷ যে কোনও ম্যাচের আগে অশ্বিনের প্রস্তুতি শিক্ষণীয় বলে মনে করেন তিনি ৷ দীর্ঘদিন ধরে আর্ন্তজাতিক ক্রিকেটে দাপিয়ে বেড়ালেও অশ্বিন এখন নিজেকে নিখুঁত করার ব্যাপারে খুতখুতে বলে জানিয়েছেন মুকেশ ৷

বাংলার পেসার বলেন, "এনসিএ-তে ওর বিরুদ্ধে নেটে ব্যাট করেছিলাম ৷ সবসময় নতুন কিছু করার চেষ্টা করতে থাকে ৷ কোন বল করলে, কী হবে, তা নিয়ে ভাবনা কাজ করে ওর মধ্যে ৷ ভারতীয় দলের ড্রেসিরুমে না-থাকার আক্ষেপ রয়েছে ৷ তবে, আমি এখানে বাংলার ড্রেসিংরুমে থেকেও খুশি ৷ বিশ্বকাপের আগে এনসিএ-তে ব্যাট করার সময় দেখেছি, কোন বল কতটা ঘুরেছে তা নিয়ে জানতে চাইত ৷ ব্যাটসম্যানকে নিয়ে ক্রমাগত কাঁটাছেড়া করা এবং সেই অনুযায়ী পরিকল্পনা করে বল করেন অশ্বিন ৷ কোনও সন্দেহ নেই অশ্বিন কিংবদন্তি ৷"

ঘরোয়া ক্রিকেট থেকে আর্ন্তজাতিক ক্রিকেট আঙিনায় নিজেকে মেলে ধরার সুযোগ ৷ ইতিমধ্যেই নজর কাড়ার চেষ্টা মুকেশের পারফরম্যান্সে ৷ কতটা বদলাতে হয়েছে বোলিং ? মুকেশ বলছেন, "রোটেশন, ল্যান্ডিং চেঞ্জ করতে হয়েছে ৷ আর তা করেছি পরামর্শ মেনে ৷ তাতে বোলিংয়ে যথেষ্ট বদল এসেছে ৷ আমি এই বদলে যাওয়া বোলিং বজায় রাখতে চাই ৷" প্রায় একই সঙ্গে নিজের প্রাত্যহিক জীবনে বদল আসার কথাও শিকার করেছেন মুকেশ ৷ কারণ ভারতীয় জার্সিতে তিন ধরনের ক্রিকেটে নিয়মিত খেলছেন তিনি ৷

এই বদল সম্পর্কে তিনি বলছেন, "অনেক বদল এসেছে ৷ তবে, সেগুলি মাথায় চড়তে দিচ্ছি না ৷ স্বাভাবিক থাকার চেষ্টা করব ৷" বাজবল ক্রিকেট নিয়ে অনেক কথা এখন আর্ন্তজাতিক ক্রিকেটে ৷ রাজকোটে ইংল্যান্ড ভারতীয় দলের চারশো প্লাস তাড়া করতে নেমে দুই উইকেট খুইয়ে 207 রান তুলেছে ৷ পাঁচদিনের ক্রিকেটে এই মারকুটে ক্রিকেট নিয়ে মুকেশ বলছেন, "বাজবল ক্রিকেট মানে যেকোনও স্কোর তাড়া করতে চাওয়া ৷ আজ 207 রান করেছে ৷ ডাকেট আউট হয়ে গেলে ওরা শেষ হয়ে যাবে ৷"

ভাইজ্যাগ টেষ্টে জসপ্রীত বুমরার সঙ্গে লাল বল ভাগ করে নিয়েছিলেন ৷ ওই টেষ্টে বুমরার বোলিং স্পেল এবং ওলি পপকে ইয়র্কারে বোল্ড করা এখনও চর্চায় ৷ সেই স্পেলের মুগ্ধতা মুকেশের চোখে মুখে ৷ তিনি বলছেন, “বুমরার ইয়র্কর বিশ্বে সবচেয়ে ভয়ঙ্কর ৷ পুরনো বলে রিভার্স সুইং হয়ে থাকে ৷ ও ইতিমধ্যে বলেছে ওয়াসিম অক্রম, ওয়াকার ইউনিসকে দেখে পুরনো বলে রিভার্স সুইং শিখেছে ৷ ও যে ধরনের বোলার এইসব ওর পক্ষে স্বাভাবিক " কোনও পরামর্শ কি বুমরার কাছ থেকে পেয়েছেন মুকেশ ? তাঁর কথায়, "কথা তো সবসময় হয় ৷ কোন উইকেটে কী করতে হবে ৷ কখন কী বোলিং করা দরকার, তা নিয়ে নেট ও ম্যাচে কথা হয়ে থাকে ৷"

সামনেই আইপিএল ৷ সাদা বলের সবচেয়ে বড় লিগ ৷ মুকেশ সেখানেও তাঁর দলের অটোমেটিক চয়েস ৷ আইপিএলে বোলিং নিয়ে মুকেশের সোজাসাপটা উত্তর, কোচের নির্দেশ ও পরিকল্পনা অনুযায়ী বোলিং করতে হয় ৷ সাদা বলের ক্রিকেটে লাইনের সামান্য বদল জরুরি বলে জানিয়েছেন তিনি ৷ ভারতীয় দলে একাধিক নতুন মুখের ছড়াছড়ি ৷ তাঁদের জন্য রাহুল দ্রাবিড়ের পরামর্শ, "স্বাভাবিক ক্রিকেট খেলে যাও ৷ ঘরোয়া ক্রিকেটে যা করেছ, সেটাই আত্মবিশ্বাসের সঙ্গে করার কথা বলেছেন তিনি ৷" অধিনায়ক রোহিত শর্মাও নতুনদের সমর্থন করেন বলে জানিয়েছেন মুকেশ ৷

আরও পড়ুন:

  1. টেস্ট ক্রিকেটে 500 শিকার অশ্বিনের, কুম্বলের পর দ্বিতীয় ভারতীয়
  2. বাবা কারগিল যুদ্ধের সৈনিক, ছেলের ক্রিকেট সফরেও এক জওয়ানের জেদ
  3. অশ্বিন-জুরেল শো ও বুমরা ব্যাটিংয়ে বড় রান ভারতের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.