ETV Bharat / sports

রাধিকার বিদায়ে আবেগপ্রবণ ধোনি, অনন্তকে বললেন 'যত্ন নিও' - Dhoni on Anant Radhika Wedding - DHONI ON ANANT RADHIKA WEDDING

Anant-Radhika Wedding: মায়ানগরীতে এহেন মহাসমারোহে বিয়ের আয়োজন দৃষ্টান্ত হয়ে রইল সমগ্র বিশ্বে ৷ অম্বানি পরিবার যেন রূপকথাকে বাস্তবে পরিণত করল ৷ হলি-বলি-টলি-ক্রীড়া-রাজনৈতিক ব্যক্তিত্বদের এক ছাদের তলায় আনলেন ৷ সস্ত্রীক এই অনুষ্ঠানে সামিল হন মহেন্দ্র সিংহ ধোনিও। এরপর নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে এক আবেগঘন পোস্ট করলেন ধোনি ৷

Anant-Radhika Wedding
বাঁদিক থেকে অনন্ত অম্বানি, রাধিকা মার্টেন্টকে আগলে ধরে ধোনি ও সাক্ষী সিং (মাহি ইনস্টাগ্রাম)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 14, 2024, 10:43 PM IST

মুম্বই, 14 জুলাই: মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে মুকেশ অম্বানির ছোট ছেলে অনন্তর বিয়ে ঘিরে উৎসাহ-উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। আমন্ত্রিত অতিথিদের মধ্য়ে মিলে মিশে গিয়েছে বিনোদেন ও খেল দুনিয়া ৷ ভারতীয় ক্রিকেটের 'ক্যাপ্টেন কুল' মহেন্দ্র সিং ধোনিও 'অরা'র প্রি-ওয়েডিং থেকে বিয়ে, আশীর্বাদ, বিদায়ী কিংবা রিসেপশন; উপস্থিত থেকেছেন প্রায় সব অনুষ্ঠানেই ৷ রবিবার সন্ধেয় নববধূ রাধিকাকে জড়িয়ে ছবির সঙ্গে ধোনি আবেগঘন পোস্টে লিখলেন অনেক কথাই ৷

শুক্রবার জমজমাটি বিয়ের উৎসবের পর গতকাল ছিল শুভ আশীর্বাদ সেরেমনি ৷ রবিবার দুপুরে রাধিকার বিদায়ী অনুষ্ঠান সমাপণ হয়েছে ৷ রাতে চলছে রিসেপশন ৷ মহেন্দ্র সিং ধোনি 'অরা'র প্রি-ওয়েডিংয়ের সমস্ত অনুষ্ঠান থেকেই আমন্ত্রিত ছিলেন ৷ এমনকী এই বিয়ের অনুষ্ঠানেই ভাইজানের সঙ্গে তাঁর 43তম জন্মদিনের কেকও কেটেছেন তিনি ৷ কিন্তু রাধিকার বিদায়ীর পর রবিবার সন্ধেয় ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট করলেন মাহি ৷ একইসঙ্গে বার্তা দিয়েছেন ধোনি-পত্নী সাক্ষীও।

সোশাল মিডিয়া থেকে দূরে থাকতেই পছন্দ করেন তিনি ৷ ছক ভেঙে অনন্ত-রাধিকাকে শুভেচ্ছা জানালেন মাহি। তাঁর স্ত্রী সাক্ষীও অনন্তর হৃদয় এবং রাধিকার হাসি অটুট রাখার বার্তা দিয়ে শুভেচ্ছা জানান নবদম্পতিকে। রাধিকাকে জড়িয়ে ধরে এদিন ধোনি একটি ছবি পোস্ট করেন ৷ ব্যাকগ্রাউন্ডে চলছে, রাজি ছবির 'উঙ্গলি পাকাড়কে তুনে, চালনা শিখায়াতা না...' অর্থাৎ 'দিলবারো' গানটি ৷ ছবিতে অনন্ত অম্বানি ও সাক্ষীও ছিলেন ৷

ধোনি ক্যাপশনে লেখেন,"রাধিকা, তোমার মুখে যেন এই উজ্জ্বল হাসি অটুট থাকে। অনন্ত তুমি বাকি সকলের জন্য যেমন যত্নবান, তেমনভাবেই রাধিকাকেও ভালোবেসে যাও এবং ওর যত্ন নাও। তোমাদের বিবাহিত জীবন যেন হাসি-আনন্দ এবং উচ্ছ্বাসে পরিপূর্ণ থাকে। তোমাদের অনেক অনেক অভিনন্দন এবং শীঘ্রই আবার দেখা হবে।" এছাড়াও ধোনি-পত্নী সাক্ষীও রাধিকা এবং অনন্তকে অভিনন্দন জানিয়ে একটি পোস্ট করেছেন ৷

ধোনিকে মেগা এই বিয়ের উৎসবে কোমর দোলাতেও দেখা গিয়েছে ৷ এর আগে এমনটা হয়তো তাঁকে খুব কমই দেখা গিয়েছে ৷ তাই মাহি যে এই অনুষ্ঠান যথেষ্ট উপভোগ করেছেন, তা দেখেই বোঝা গিয়েছে ৷

মুম্বই, 14 জুলাই: মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে মুকেশ অম্বানির ছোট ছেলে অনন্তর বিয়ে ঘিরে উৎসাহ-উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। আমন্ত্রিত অতিথিদের মধ্য়ে মিলে মিশে গিয়েছে বিনোদেন ও খেল দুনিয়া ৷ ভারতীয় ক্রিকেটের 'ক্যাপ্টেন কুল' মহেন্দ্র সিং ধোনিও 'অরা'র প্রি-ওয়েডিং থেকে বিয়ে, আশীর্বাদ, বিদায়ী কিংবা রিসেপশন; উপস্থিত থেকেছেন প্রায় সব অনুষ্ঠানেই ৷ রবিবার সন্ধেয় নববধূ রাধিকাকে জড়িয়ে ছবির সঙ্গে ধোনি আবেগঘন পোস্টে লিখলেন অনেক কথাই ৷

শুক্রবার জমজমাটি বিয়ের উৎসবের পর গতকাল ছিল শুভ আশীর্বাদ সেরেমনি ৷ রবিবার দুপুরে রাধিকার বিদায়ী অনুষ্ঠান সমাপণ হয়েছে ৷ রাতে চলছে রিসেপশন ৷ মহেন্দ্র সিং ধোনি 'অরা'র প্রি-ওয়েডিংয়ের সমস্ত অনুষ্ঠান থেকেই আমন্ত্রিত ছিলেন ৷ এমনকী এই বিয়ের অনুষ্ঠানেই ভাইজানের সঙ্গে তাঁর 43তম জন্মদিনের কেকও কেটেছেন তিনি ৷ কিন্তু রাধিকার বিদায়ীর পর রবিবার সন্ধেয় ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট করলেন মাহি ৷ একইসঙ্গে বার্তা দিয়েছেন ধোনি-পত্নী সাক্ষীও।

সোশাল মিডিয়া থেকে দূরে থাকতেই পছন্দ করেন তিনি ৷ ছক ভেঙে অনন্ত-রাধিকাকে শুভেচ্ছা জানালেন মাহি। তাঁর স্ত্রী সাক্ষীও অনন্তর হৃদয় এবং রাধিকার হাসি অটুট রাখার বার্তা দিয়ে শুভেচ্ছা জানান নবদম্পতিকে। রাধিকাকে জড়িয়ে ধরে এদিন ধোনি একটি ছবি পোস্ট করেন ৷ ব্যাকগ্রাউন্ডে চলছে, রাজি ছবির 'উঙ্গলি পাকাড়কে তুনে, চালনা শিখায়াতা না...' অর্থাৎ 'দিলবারো' গানটি ৷ ছবিতে অনন্ত অম্বানি ও সাক্ষীও ছিলেন ৷

ধোনি ক্যাপশনে লেখেন,"রাধিকা, তোমার মুখে যেন এই উজ্জ্বল হাসি অটুট থাকে। অনন্ত তুমি বাকি সকলের জন্য যেমন যত্নবান, তেমনভাবেই রাধিকাকেও ভালোবেসে যাও এবং ওর যত্ন নাও। তোমাদের বিবাহিত জীবন যেন হাসি-আনন্দ এবং উচ্ছ্বাসে পরিপূর্ণ থাকে। তোমাদের অনেক অনেক অভিনন্দন এবং শীঘ্রই আবার দেখা হবে।" এছাড়াও ধোনি-পত্নী সাক্ষীও রাধিকা এবং অনন্তকে অভিনন্দন জানিয়ে একটি পোস্ট করেছেন ৷

ধোনিকে মেগা এই বিয়ের উৎসবে কোমর দোলাতেও দেখা গিয়েছে ৷ এর আগে এমনটা হয়তো তাঁকে খুব কমই দেখা গিয়েছে ৷ তাই মাহি যে এই অনুষ্ঠান যথেষ্ট উপভোগ করেছেন, তা দেখেই বোঝা গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.