ETV Bharat / sports

ভোটের ময়দানে ধোনি, ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের মুখ বিশ্বজয়ী অধিনায়ক - JHARKHAND ASSEMBLY ELECTIONS 2024

বাইশ গজের বৃত্ত ছাড়িয়ে এবার রাজনীতির ময়দানে মাহি ৷ ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে বিশ্বজয়ী অধিনায়ককে গুরুদায়িত্ব দিল নির্বাচন কমিশন ৷

MS DHONI
এমএস ধোনি (ANI)
author img

By ETV Bharat Sports Team

Published : Oct 26, 2024, 2:03 PM IST

রাঁচি, 26 অক্টোবর: ক্রিকেট বলতে কেবল আইপিএলেই এখন দেখা মেলে তাঁর ৷ অবসর জল্পনা দূরে সরিয়ে আসন্ন 2025 আইপিএলেও চেন্নাই সুপার কিংসের ব্যাটন থাকবে তাঁরই হাতে ৷ তবে সেসবের আগে অন্য ভূমিকায় মহেন্দ্র সিং ধোনি ৷ ভোটের ময়দানে দেখা যাবে জোড়া বিশ্বজয়ী অধিনায়ককে ৷ তবে না, ভোটে তিনি লড়ছেন না ৷ মানুষজনকে ভোটদানে উৎসাহিত করতে আসন্ন ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে ধোনিকে ব্র্যান্ড অ্য়াম্বাসেডর পদে নিয়োগ করল নির্বাচন কমিশন ৷

আগামী 13 ও 20 নভেম্বর ঝাড়খণ্ড বিধানসভার 81টি আসনে নির্বাচন ৷ তার আগে রাজ্যের মানুষকে, বিশেষ করে তরুণদের ভোটদানে উৎসাহিত করতে মহেন্দ্র সিং ধোনিকে নির্বাচনের মুখ হিসেবে বেছে নিল নির্বাচন কমিশন ৷ মুখ্য নির্বাচনী আধিকারিক কে রবি কুমার জানিয়েছেন, প্রাক্তন ভারত অধিনায়ক নির্বাচনী প্রচারে তাঁর ছবি ব্যবহারের অনুমতি দিয়েছেন ৷ শুক্রবার ধোনির হোমটাউন রাঁচিতে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, "নির্বাচন কমিশনকে মহেন্দ্র সিং ধোনি তাঁর ছবি ব্য়বহার করার অনুমতি দিয়েছেন ৷ আমরা তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছি বাকি সবকিছুর জন্য ৷ ভোটারদের ভোটারদানে উৎসাহিত করবেন তিনি ৷"

ধোনির জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে রাজ্যের মানুষকে ভোটদানে উৎসাহিত করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশনও ৷ রাজ্যের মানুষকে ভোটদানে ব্য়াপারে সচেতন করতে SWEEP (Systematic Voters Education and Electoral Participation) প্রোগ্রামের অধীনে কাজ করবেন এমএস ৷ সবমিলিয়ে অন্য ভূমিকায় মাহিকে দেখতে মুখিয়ে তাঁর অনুরাগীরা ৷ আর দেশের ক্রিকেট আইকনকে দেখে রাজ্যের মানুষ ভোটদানে আরও বেশি করে উৎসাহিত হবেন কি না, সেটা যদিও সময় বলবে ৷ তবে বহু আগেই 2010 সালে ধোনিকে জাতীয় আইকন হিসেবে বেছে নিয়েছিল নির্বাচন কমিশন ৷

13 নভেম্বর প্রথম দফায় ঝাড়খণ্ডের 43টি আসনে নির্বাচন ৷ দ্বিতীয় দফায় 20 নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে 38টি আসনে ৷ এর মধ্যে 70টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও কংগ্রেস ৷ বাকি 11টি আসন ছাড়া হয়েছে জোটের আরেক শরিক রাষ্ট্রীয় জনতা দল ও বামেদের ৷ ঝাড়খণ্ডে ক্ষমতা ধরে রাখতে বদ্ধপরিকর ইন্ডিয়া জোট ৷ প্রথম দফায় 35 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে মুখ্য়মন্ত্রী হেমন্ত সোরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ৷ অন্যদিকে বিজেপি প্রথম দফায় ঘোষণা করেছে 66 জনের প্রার্থীতালিকা ৷

রাঁচি, 26 অক্টোবর: ক্রিকেট বলতে কেবল আইপিএলেই এখন দেখা মেলে তাঁর ৷ অবসর জল্পনা দূরে সরিয়ে আসন্ন 2025 আইপিএলেও চেন্নাই সুপার কিংসের ব্যাটন থাকবে তাঁরই হাতে ৷ তবে সেসবের আগে অন্য ভূমিকায় মহেন্দ্র সিং ধোনি ৷ ভোটের ময়দানে দেখা যাবে জোড়া বিশ্বজয়ী অধিনায়ককে ৷ তবে না, ভোটে তিনি লড়ছেন না ৷ মানুষজনকে ভোটদানে উৎসাহিত করতে আসন্ন ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে ধোনিকে ব্র্যান্ড অ্য়াম্বাসেডর পদে নিয়োগ করল নির্বাচন কমিশন ৷

আগামী 13 ও 20 নভেম্বর ঝাড়খণ্ড বিধানসভার 81টি আসনে নির্বাচন ৷ তার আগে রাজ্যের মানুষকে, বিশেষ করে তরুণদের ভোটদানে উৎসাহিত করতে মহেন্দ্র সিং ধোনিকে নির্বাচনের মুখ হিসেবে বেছে নিল নির্বাচন কমিশন ৷ মুখ্য নির্বাচনী আধিকারিক কে রবি কুমার জানিয়েছেন, প্রাক্তন ভারত অধিনায়ক নির্বাচনী প্রচারে তাঁর ছবি ব্যবহারের অনুমতি দিয়েছেন ৷ শুক্রবার ধোনির হোমটাউন রাঁচিতে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, "নির্বাচন কমিশনকে মহেন্দ্র সিং ধোনি তাঁর ছবি ব্য়বহার করার অনুমতি দিয়েছেন ৷ আমরা তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছি বাকি সবকিছুর জন্য ৷ ভোটারদের ভোটারদানে উৎসাহিত করবেন তিনি ৷"

ধোনির জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে রাজ্যের মানুষকে ভোটদানে উৎসাহিত করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশনও ৷ রাজ্যের মানুষকে ভোটদানে ব্য়াপারে সচেতন করতে SWEEP (Systematic Voters Education and Electoral Participation) প্রোগ্রামের অধীনে কাজ করবেন এমএস ৷ সবমিলিয়ে অন্য ভূমিকায় মাহিকে দেখতে মুখিয়ে তাঁর অনুরাগীরা ৷ আর দেশের ক্রিকেট আইকনকে দেখে রাজ্যের মানুষ ভোটদানে আরও বেশি করে উৎসাহিত হবেন কি না, সেটা যদিও সময় বলবে ৷ তবে বহু আগেই 2010 সালে ধোনিকে জাতীয় আইকন হিসেবে বেছে নিয়েছিল নির্বাচন কমিশন ৷

13 নভেম্বর প্রথম দফায় ঝাড়খণ্ডের 43টি আসনে নির্বাচন ৷ দ্বিতীয় দফায় 20 নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে 38টি আসনে ৷ এর মধ্যে 70টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও কংগ্রেস ৷ বাকি 11টি আসন ছাড়া হয়েছে জোটের আরেক শরিক রাষ্ট্রীয় জনতা দল ও বামেদের ৷ ঝাড়খণ্ডে ক্ষমতা ধরে রাখতে বদ্ধপরিকর ইন্ডিয়া জোট ৷ প্রথম দফায় 35 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে মুখ্য়মন্ত্রী হেমন্ত সোরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ৷ অন্যদিকে বিজেপি প্রথম দফায় ঘোষণা করেছে 66 জনের প্রার্থীতালিকা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.