ETV Bharat / sports

‘বাংলায় টেবিল টেনিস প্রতিভার অভাব কোনওদিন ছিল না’: মোনালিসা বড়ুয়া

শহরে ফিরে নস্টালজিয়ায় ভাসলেন দেশের একসময়ের অন্যতম সেরা প্যাডলার ৷ বাংলার টেবিল টেনিসের প্রতিভা নিয়ে উচ্ছ্বসিত মোনালিসা বড়ুয়া ৷

Monalisa Baruah Mehta Shares Her Thoughts on WB Teble Tennis
নস্টালজিয়ায় ভাসলেন মোনালিসা বড়ুয়া (ইনসেটে: প্রয়াত জয়ন্ত পুশিলাল) (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 7, 2024, 3:47 PM IST

কলকাতা, 7 নভেম্বর: কলকাতায় পা দিয়ে নিজের খেলোয়াড়ি জীবনে ফিরে গেলেন মোনালিসা বড়ুয়া । আটের দশকের মাঝামাঝি সময়ে ভারতীয় টেবিল টেনিস যাঁদের ঘিরে আবর্তিত হত, মোনালিসা তাঁদের অন্যতম । এই শহরে বহু স্মরণীয় ম্যাচ খেলেছেন । জয়ন্ত পুশিলাল মেমোরিয়াল স্টেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনে এসে তাই কমলেশ মেহতার স্ত্রী এবং প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন নস্টালজিক ।

বাংলার টেবিল টেনিসের প্রতিভার খাজানা সম্পর্কে আজও শ্রদ্ধাশীল তিনি । প্রয়াত দ্রোনাচার্য কোচ জয়ন্ত পুশিলালের কোচিং দক্ষতাকে কুর্ণিশ করলেন । বড়বাজার যুবক সংঘের কোর্টে প্রথম দিন খেলোয়াড়ী প্রতিযোগিতা টপকে নস্টালজিয়ায় মোড়া সারাটা দিন । এক কথায় জয়ন্ত পুশিলাল মেমোরিয়াল স্টেট টেবিল টেনিস টুর্নামেন্টে প্রথম দিনেই দারুণ সাড়া । 12 নভেম্বর পর্যন্ত চলবে এই বছরের রাজ্য চ্যাম্পিয়নশিপ । দেড় হাজারের বেশি খেলোয়াড় বড়বাজার যুবক সংঘের বোর্ডে খেতাবি লড়াইয়ে মুখোমুখি । প্রথম দিন মূলত 19টি দলের টিম ইভেন্টের খেলা হয়েছে । বুধবার দ্বিতীয় দিন চারটে দলগত বিভাগের ফাইনাল হয়েছে ।

Monalisa Baruah Mehta Shares Her Thoughts on WB Teble Tennis
বাংলার টেবিল টেনিসের প্রতিভা নিয়ে উচ্ছ্বসিত মোনালিসা বড়ুয়া (ইটিভি ভারত)

শুক্রবার থেকে ব্যক্তিগত ইভেন্ট শুরু হবে । হাওড়া জেলার প্রতিনিধিত্ব করছেন অঙ্কুর ভট্টাচার্য । ইতালিতে আর্ন্তজাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা থাকলেও ভিসা সমস্যার জন্য অনিশ্চয়তা তৈরি হয়েছে । ফলে গতবছরের রাজ্য চ্যাম্পিয়ন অঙ্কুর এবার পুরো প্রতিযোগিতায় খেলবেন । পুরুষ বিভাগ ছাড়াও অনুর্ধ্ব 19 বিভাগে অংশ নিচ্ছে অঙ্কুর । ছেলেদের বিভাগে অঙ্কুর ছাড়া উল্লেখযোগ্য নাম শঙ্খদীপ দাস, বোধিসত্ত্ব চৌধুরী, ঐশিক ঘোষ, তমাল বল্লভ, অনির্বাণ ঘোষ, পুনিত বিশ্বাস, অনিকেত সেন চৌধুরীরা খেতাবি দৌড়ে রয়েছেন ।

মেয়েদের মধ্যে সিন্ড্রেলা দাস রাজ্য চ্যাম্পিয়নশিপে খেলতে পারছেন না ৷ তিনি আর্ন্তজাতিক টুর্নামেন্টে ব্যস্ত । তবে প্রাপ্তি সেন ছাড়াও রয়েছেন মৌসুমী পাল, পয়মন্তী বৈশ্য, প্রিয়দর্শীনি দাস, অঙ্কলিকা চক্রবর্তী, দিৎসা রায়, মৌমিতা দত্তরা । তবে এবারে প্রতিযোগিতা আকর্ষণীয় অন্য কারণে । গত বছর থেকে টেবিল টেনিস ফেডারেশন একজন খেলোয়াডের একাধিক বিভাগে খেলার ওপর থেকে বিধিনিয়ম তুলে নিয়েছে । সেই নিয়ম গতবছর থেকে রাজ্য চ্যাম্পিয়নশিপেও চালু হয়েছে । ফলে যেকোনও প্যাডলারের সর্বোচ্চ চতুর্মুকুট পড়ার সুযোগ রয়েছে ।

যদিও দারুণ সাড়া, মোনালিসা বড়ুয়া-সৌরভ চক্রবর্তীদের উপস্থিতি ছাপিয়ে একটি বিষয় খচখচ করছে বড়বাজার যুবক সংঘের কোর্টে । বাংলার একাধিক প্রথিতযশা প্যাডলার পরিকাঠামোর দৈন্যতার দিকে ভুয়ো অভিযোগ তুলে রাজ্য চ্যাম্পিয়নশিপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিচ্ছেন । যা ভালো ছবি নয় । অথচ নতুন ম্যাট, গতবছরের জাতীয় চ্যাম্পিয়নশিপের বোর্ড এবারের রাজ্য টিটিতে ব্যবহার করছে রাজ্য টেবিল টেনিস সংস্থা । যা অনিচ্ছুক প্যাডলারদের অভিযোগকে নস্যাৎ করে দেয় ।

আরও পড়ুন

কলকাতা, 7 নভেম্বর: কলকাতায় পা দিয়ে নিজের খেলোয়াড়ি জীবনে ফিরে গেলেন মোনালিসা বড়ুয়া । আটের দশকের মাঝামাঝি সময়ে ভারতীয় টেবিল টেনিস যাঁদের ঘিরে আবর্তিত হত, মোনালিসা তাঁদের অন্যতম । এই শহরে বহু স্মরণীয় ম্যাচ খেলেছেন । জয়ন্ত পুশিলাল মেমোরিয়াল স্টেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনে এসে তাই কমলেশ মেহতার স্ত্রী এবং প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন নস্টালজিক ।

বাংলার টেবিল টেনিসের প্রতিভার খাজানা সম্পর্কে আজও শ্রদ্ধাশীল তিনি । প্রয়াত দ্রোনাচার্য কোচ জয়ন্ত পুশিলালের কোচিং দক্ষতাকে কুর্ণিশ করলেন । বড়বাজার যুবক সংঘের কোর্টে প্রথম দিন খেলোয়াড়ী প্রতিযোগিতা টপকে নস্টালজিয়ায় মোড়া সারাটা দিন । এক কথায় জয়ন্ত পুশিলাল মেমোরিয়াল স্টেট টেবিল টেনিস টুর্নামেন্টে প্রথম দিনেই দারুণ সাড়া । 12 নভেম্বর পর্যন্ত চলবে এই বছরের রাজ্য চ্যাম্পিয়নশিপ । দেড় হাজারের বেশি খেলোয়াড় বড়বাজার যুবক সংঘের বোর্ডে খেতাবি লড়াইয়ে মুখোমুখি । প্রথম দিন মূলত 19টি দলের টিম ইভেন্টের খেলা হয়েছে । বুধবার দ্বিতীয় দিন চারটে দলগত বিভাগের ফাইনাল হয়েছে ।

Monalisa Baruah Mehta Shares Her Thoughts on WB Teble Tennis
বাংলার টেবিল টেনিসের প্রতিভা নিয়ে উচ্ছ্বসিত মোনালিসা বড়ুয়া (ইটিভি ভারত)

শুক্রবার থেকে ব্যক্তিগত ইভেন্ট শুরু হবে । হাওড়া জেলার প্রতিনিধিত্ব করছেন অঙ্কুর ভট্টাচার্য । ইতালিতে আর্ন্তজাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা থাকলেও ভিসা সমস্যার জন্য অনিশ্চয়তা তৈরি হয়েছে । ফলে গতবছরের রাজ্য চ্যাম্পিয়ন অঙ্কুর এবার পুরো প্রতিযোগিতায় খেলবেন । পুরুষ বিভাগ ছাড়াও অনুর্ধ্ব 19 বিভাগে অংশ নিচ্ছে অঙ্কুর । ছেলেদের বিভাগে অঙ্কুর ছাড়া উল্লেখযোগ্য নাম শঙ্খদীপ দাস, বোধিসত্ত্ব চৌধুরী, ঐশিক ঘোষ, তমাল বল্লভ, অনির্বাণ ঘোষ, পুনিত বিশ্বাস, অনিকেত সেন চৌধুরীরা খেতাবি দৌড়ে রয়েছেন ।

মেয়েদের মধ্যে সিন্ড্রেলা দাস রাজ্য চ্যাম্পিয়নশিপে খেলতে পারছেন না ৷ তিনি আর্ন্তজাতিক টুর্নামেন্টে ব্যস্ত । তবে প্রাপ্তি সেন ছাড়াও রয়েছেন মৌসুমী পাল, পয়মন্তী বৈশ্য, প্রিয়দর্শীনি দাস, অঙ্কলিকা চক্রবর্তী, দিৎসা রায়, মৌমিতা দত্তরা । তবে এবারে প্রতিযোগিতা আকর্ষণীয় অন্য কারণে । গত বছর থেকে টেবিল টেনিস ফেডারেশন একজন খেলোয়াডের একাধিক বিভাগে খেলার ওপর থেকে বিধিনিয়ম তুলে নিয়েছে । সেই নিয়ম গতবছর থেকে রাজ্য চ্যাম্পিয়নশিপেও চালু হয়েছে । ফলে যেকোনও প্যাডলারের সর্বোচ্চ চতুর্মুকুট পড়ার সুযোগ রয়েছে ।

যদিও দারুণ সাড়া, মোনালিসা বড়ুয়া-সৌরভ চক্রবর্তীদের উপস্থিতি ছাপিয়ে একটি বিষয় খচখচ করছে বড়বাজার যুবক সংঘের কোর্টে । বাংলার একাধিক প্রথিতযশা প্যাডলার পরিকাঠামোর দৈন্যতার দিকে ভুয়ো অভিযোগ তুলে রাজ্য চ্যাম্পিয়নশিপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিচ্ছেন । যা ভালো ছবি নয় । অথচ নতুন ম্যাট, গতবছরের জাতীয় চ্যাম্পিয়নশিপের বোর্ড এবারের রাজ্য টিটিতে ব্যবহার করছে রাজ্য টেবিল টেনিস সংস্থা । যা অনিচ্ছুক প্যাডলারদের অভিযোগকে নস্যাৎ করে দেয় ।

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.