ETV Bharat / sports

আইএসএলের প্রথম ডার্বি 3 ফেব্রুয়ারি, ফিরতি বড়ম্যাচ 10 মার্চ - derby

Derby: সুপার কাপের বল গড়ানো শেষ হওয়ার তিন দিনের মধ্যে আইএসএলের দ্বিতীয় পর্বের খেলা শুরু । মাঝে প্রায় একমাস বন্ধ ছিল । ভারতীয় দলের এশিয়ান কাপের খেলার কারণেই আইএসএল বন্ধ রাখা হয়েছিল । ফলে প্রথম পর্বের খেলা শেষ হয়নি । 28 অক্টোবর প্রথম ডার্বি হওয়ার কথা ছিল ।

Derby News
আইএসএলের প্রথম ডার্বি তিন ফেব্রুয়ারি
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 25, 2024, 8:19 PM IST

কলকাতা, 25 জানুয়ারি: সুপার কাপের বল গড়ানো শেষ হওয়ার তিন দিনের মধ্যে আইএসএলের দ্বিতীয় পর্বের খেলা শুরু । মাঝে প্রায় একমাস বন্ধ ছিল । ভারতীয় দলের এশিয়ান কাপের খেলার কারণেই আইএসএল বন্ধ রাখা হয়েছিল । ফলে প্রথম পর্বের খেলা শেষ হয়নি । 28 অক্টোবর প্রথম ডার্বি হওয়ার কথা ছিল । শারোদৎসব, দীপাবলী ও বিশ্বকাপ ক্রিকেটের জন্য ডার্বি আয়োজন সম্ভব হয়নি । ফলে তা নিয়ে সমর্থকদের আগ্রহ তুঙ্গে রয়েছে । মাঝে সুপার কাপে মোহনবাগান সুপারজায়ান্টকে হারিয়েছে ইস্টবেঙ্গল এফসি । ফলে আইএসএল ডার্বি নিয়ে বাড়তি উন্মাদনা থাকবে । সেকথা মাথায় রেখেই তিন ফেব্রুয়ারি প্রথম ডার্বির দিন ধার্য হয়েছে ।

একইভাবে ফিরতি ডারি হবে 10 মার্চ । তিন ফেব্রুয়ারি ডার্বি দিয়েই ইস্টবেঙ্গল এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্ট আইএসএলের দ্বিতীয় পর্ব শুরু করবে । এই পর্যন্ত 12 রাউন্ড হয়েছে দেশের এক নম্বর লিগের । সব দলের 12টি করে খেলা হয়নি । কারও দশ, কারও এগারোটি করে খেলা হয়েছে । সাতটি দলের খেলা 12টি করে হয়েছে । দ্বিতীয় পর্বের আইএসএলে সময়ের পরিবর্তন হয়েছে । রাত আটটার বদলে সন্ধ্যা সাড়ে সাতটায় ম্যাচ শুরু হবে । কোনও দিন দুটো ম্যাচ থাকলে প্রথম খেলাটি বিকেল পাঁচটা থেকে শুরু হবে । মোহনবাগান সুপারজায়ান্ট 10 ম্যাচে 19 পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে । সমসংখ্যক ম্যাচে 11 পয়েন্ট নিয়ে আট নম্বরে ইস্টবেঙ্গল এফসি । 12 ম্যাচে 26 পয়েন্ট নিয়ে সবার ওপরে কেরালা ব্লাস্টার্স । 10ম্যাচে 24 পয়েন্ট নিয়ে এফসি গোয়া দ্বিতীয় স্থানে । 12 ম্যাচে 24 পয়েন্ট নিয়ে ওড়িশা এফসি তিন নম্বরে । মুম্বই সিটি এফসি 11 ম্যাচে 22 পয়েন্ট নিয়ে চার নম্বরে । নর্থ ইস্ট ইউনাইটেড এবং চেন্নাইয়িন সিটি এফসি 12টি করে ম্যাচ খেলে 12 পয়েন্ট ঝুলিতে নিয়ে গোল পার্থক্যের বিচারে ছয় এবং সাত নম্বরে রয়েছে ।

তিন ফেব্রুয়ারি ডার্বি খেলার পরে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপারজায়ান্ট 10 ফেব্রুয়ারি তাদের পরের ম্যাচ খেলবে । ইস্টবেঙ্গল গুয়াহাটিতে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলবে । মোহনবাগান সুপারজায়ান্ট খেলবে কলকাতায় হায়দরাবাদ এফসির বিরুদ্ধে। ফলে সুপার কাপের বাদ্যি থামতেই আইএসএলের দামামা বাজা শুরু ।

আরও পড়ুন:

  1. এশিয়ান কাপে হারের হ্যাটট্রিক, সিরিয়ার কাছে বিধ্বস্ত হয়ে লজ্জার বিদায় ভারতের
  2. সুপার কাপে নৌকাডুবি, বড় ম্যাচে মোহনবাগান 'বধ' ইস্টবেঙ্গলের
  3. গোল করতে চান ক্লেইটন, ডার্বিকেই সেমিফাইনাল বলছেন কুয়াদ্রাত

কলকাতা, 25 জানুয়ারি: সুপার কাপের বল গড়ানো শেষ হওয়ার তিন দিনের মধ্যে আইএসএলের দ্বিতীয় পর্বের খেলা শুরু । মাঝে প্রায় একমাস বন্ধ ছিল । ভারতীয় দলের এশিয়ান কাপের খেলার কারণেই আইএসএল বন্ধ রাখা হয়েছিল । ফলে প্রথম পর্বের খেলা শেষ হয়নি । 28 অক্টোবর প্রথম ডার্বি হওয়ার কথা ছিল । শারোদৎসব, দীপাবলী ও বিশ্বকাপ ক্রিকেটের জন্য ডার্বি আয়োজন সম্ভব হয়নি । ফলে তা নিয়ে সমর্থকদের আগ্রহ তুঙ্গে রয়েছে । মাঝে সুপার কাপে মোহনবাগান সুপারজায়ান্টকে হারিয়েছে ইস্টবেঙ্গল এফসি । ফলে আইএসএল ডার্বি নিয়ে বাড়তি উন্মাদনা থাকবে । সেকথা মাথায় রেখেই তিন ফেব্রুয়ারি প্রথম ডার্বির দিন ধার্য হয়েছে ।

একইভাবে ফিরতি ডারি হবে 10 মার্চ । তিন ফেব্রুয়ারি ডার্বি দিয়েই ইস্টবেঙ্গল এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্ট আইএসএলের দ্বিতীয় পর্ব শুরু করবে । এই পর্যন্ত 12 রাউন্ড হয়েছে দেশের এক নম্বর লিগের । সব দলের 12টি করে খেলা হয়নি । কারও দশ, কারও এগারোটি করে খেলা হয়েছে । সাতটি দলের খেলা 12টি করে হয়েছে । দ্বিতীয় পর্বের আইএসএলে সময়ের পরিবর্তন হয়েছে । রাত আটটার বদলে সন্ধ্যা সাড়ে সাতটায় ম্যাচ শুরু হবে । কোনও দিন দুটো ম্যাচ থাকলে প্রথম খেলাটি বিকেল পাঁচটা থেকে শুরু হবে । মোহনবাগান সুপারজায়ান্ট 10 ম্যাচে 19 পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে । সমসংখ্যক ম্যাচে 11 পয়েন্ট নিয়ে আট নম্বরে ইস্টবেঙ্গল এফসি । 12 ম্যাচে 26 পয়েন্ট নিয়ে সবার ওপরে কেরালা ব্লাস্টার্স । 10ম্যাচে 24 পয়েন্ট নিয়ে এফসি গোয়া দ্বিতীয় স্থানে । 12 ম্যাচে 24 পয়েন্ট নিয়ে ওড়িশা এফসি তিন নম্বরে । মুম্বই সিটি এফসি 11 ম্যাচে 22 পয়েন্ট নিয়ে চার নম্বরে । নর্থ ইস্ট ইউনাইটেড এবং চেন্নাইয়িন সিটি এফসি 12টি করে ম্যাচ খেলে 12 পয়েন্ট ঝুলিতে নিয়ে গোল পার্থক্যের বিচারে ছয় এবং সাত নম্বরে রয়েছে ।

তিন ফেব্রুয়ারি ডার্বি খেলার পরে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপারজায়ান্ট 10 ফেব্রুয়ারি তাদের পরের ম্যাচ খেলবে । ইস্টবেঙ্গল গুয়াহাটিতে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলবে । মোহনবাগান সুপারজায়ান্ট খেলবে কলকাতায় হায়দরাবাদ এফসির বিরুদ্ধে। ফলে সুপার কাপের বাদ্যি থামতেই আইএসএলের দামামা বাজা শুরু ।

আরও পড়ুন:

  1. এশিয়ান কাপে হারের হ্যাটট্রিক, সিরিয়ার কাছে বিধ্বস্ত হয়ে লজ্জার বিদায় ভারতের
  2. সুপার কাপে নৌকাডুবি, বড় ম্যাচে মোহনবাগান 'বধ' ইস্টবেঙ্গলের
  3. গোল করতে চান ক্লেইটন, ডার্বিকেই সেমিফাইনাল বলছেন কুয়াদ্রাত

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.