ETV Bharat / sports

‘বদলার ম্যাচে’ নর্থইস্টের সামনে সবুজ-মেরুন, কোথায় দেখাবে মোহনবাগানের খেলা ? - ISL Live Streaming - ISL LIVE STREAMING

Mohun Bagan Super Giant Vs NorthEast United FC: সোমের সল্টলেকে ডুরান্ড ফাইনালের পুনরাবৃত্তি ৷ বদলার ম্যাচে নর্থইস্ট ইউনাইটেড এফসি’র সামনে সবুজ-মেরুন ৷ কোথায় দেখবেন মোহনবাগানে খেলা ? জেনে নিন ৷

Mohun Bagan Super Giant
কোথায় দেখাবে মোহনবাগানের খেলা ? (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Sep 20, 2024, 7:38 PM IST

কলকাতা, 20 সেপ্টেম্বর: ডুরান্ড ফাইনালে হতশ্রী পারফর্ম্যান্সে কাপ হাতছাড়া হয়েছে ৷ আইএসএল উদ্বোধনী ম্যাচে এগিয়ে গিয়েও পয়েন্ট মাঠে ফেলে এসেছে বাগান ৷ চ্যাম্পিয়নস লিগ 2-তে রভসনের বিরুদ্ধে সহজ ম্যাচ পকেটে পুরতে ব্যর্থ সবুজ-মেরুন ৷ এখনও নিস্ক্রিয় দিমি-কামিংস জুটি ৷ চলতি মরশুমের শুরুতেই খানিক ব্যাকফুটে গতবারের লিগ-শিল্ড জয়ীরা ৷

আক্রমণের ঝড় তুলে প্রতিপক্ষকে তুবড়ে দেওয়া নয়, অঙ্ক কষে মোহনবাগান সুপার জায়ান্টের নিশ্চিত জয়ে কাঁটা ছড়িয়েছে মুম্বই সিটি এফসি । যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের উদ্বোধনী ম্যাচে আইল্যান্ডারদের বিরুদ্ধে 2-2 গোলে ড্র করেছে সবুজ-মেরুন । ফলে নর্থইস্ট ম্যাচ জিতলে ডুরান্ড ফাইনালে টাইব্রেকারে হারের বদলা এবং জয়ের সরণীতে ফেরা, দুই’ই হবে ৷

কোচ হোসে মোলিনা অবশ্য বলছেন, বিদেশিদের মধ্যে বোঝাপড়া বাড়লে ক্ষুরধার হবে মোহনবাগানের খেলা ৷ যদিও শেষ দু’ম্যাচে সবজ-মেরুনের খেলা হতাশ করেছে সমর্থকদের ৷ বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে বদলার ম্যাচে হাইল্যান্ডারদের হারিয়ে ট্র্যাকে ফিরবে বাগান ? নাকি ম্যাচ পকেটে পুরবে ডুরান্ড চ্যাম্পিয়নরা ? কোথায় দেখা যাবে মোহনবাগানের ম্যাচ ?

  • মোহনবাগান সুপার জায়ান্ট বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি ম্যাচের সময়:

সোমবার সন্ধে 7.30 থেকে থেকে শুরু হবে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম নর্থইস্ট ইউনাইটেড ম্যাচ ৷ খেলা হবে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ৷

  • কোন টিভি চ্যানেল মোহনবাগান বনাম নর্থইস্ট ম্যাচ সম্প্রচার করবে ?

মোহনবাগান বনাম নর্থইস্ট ম্যাচ Sports18 3 SD নেটওয়ার্ক টিভি চ্যানেলে দেখানো হবে ৷ DD Bangla Colors Bangla Cinema চ্যানেলেও খেলা দেখা যাবে ৷ এছাড়াও জিও সিনেমা অ্যাপ ও ওয়েবসাইটে সরাসরি ও বিনামূল্যে ম্যাচ দেখা যাবে ৷

কলকাতা, 20 সেপ্টেম্বর: ডুরান্ড ফাইনালে হতশ্রী পারফর্ম্যান্সে কাপ হাতছাড়া হয়েছে ৷ আইএসএল উদ্বোধনী ম্যাচে এগিয়ে গিয়েও পয়েন্ট মাঠে ফেলে এসেছে বাগান ৷ চ্যাম্পিয়নস লিগ 2-তে রভসনের বিরুদ্ধে সহজ ম্যাচ পকেটে পুরতে ব্যর্থ সবুজ-মেরুন ৷ এখনও নিস্ক্রিয় দিমি-কামিংস জুটি ৷ চলতি মরশুমের শুরুতেই খানিক ব্যাকফুটে গতবারের লিগ-শিল্ড জয়ীরা ৷

আক্রমণের ঝড় তুলে প্রতিপক্ষকে তুবড়ে দেওয়া নয়, অঙ্ক কষে মোহনবাগান সুপার জায়ান্টের নিশ্চিত জয়ে কাঁটা ছড়িয়েছে মুম্বই সিটি এফসি । যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের উদ্বোধনী ম্যাচে আইল্যান্ডারদের বিরুদ্ধে 2-2 গোলে ড্র করেছে সবুজ-মেরুন । ফলে নর্থইস্ট ম্যাচ জিতলে ডুরান্ড ফাইনালে টাইব্রেকারে হারের বদলা এবং জয়ের সরণীতে ফেরা, দুই’ই হবে ৷

কোচ হোসে মোলিনা অবশ্য বলছেন, বিদেশিদের মধ্যে বোঝাপড়া বাড়লে ক্ষুরধার হবে মোহনবাগানের খেলা ৷ যদিও শেষ দু’ম্যাচে সবজ-মেরুনের খেলা হতাশ করেছে সমর্থকদের ৷ বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে বদলার ম্যাচে হাইল্যান্ডারদের হারিয়ে ট্র্যাকে ফিরবে বাগান ? নাকি ম্যাচ পকেটে পুরবে ডুরান্ড চ্যাম্পিয়নরা ? কোথায় দেখা যাবে মোহনবাগানের ম্যাচ ?

  • মোহনবাগান সুপার জায়ান্ট বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি ম্যাচের সময়:

সোমবার সন্ধে 7.30 থেকে থেকে শুরু হবে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম নর্থইস্ট ইউনাইটেড ম্যাচ ৷ খেলা হবে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ৷

  • কোন টিভি চ্যানেল মোহনবাগান বনাম নর্থইস্ট ম্যাচ সম্প্রচার করবে ?

মোহনবাগান বনাম নর্থইস্ট ম্যাচ Sports18 3 SD নেটওয়ার্ক টিভি চ্যানেলে দেখানো হবে ৷ DD Bangla Colors Bangla Cinema চ্যানেলেও খেলা দেখা যাবে ৷ এছাড়াও জিও সিনেমা অ্যাপ ও ওয়েবসাইটে সরাসরি ও বিনামূল্যে ম্যাচ দেখা যাবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.