ETV Bharat / sports

আলাদিন নয়, মোলিনার ভাবনায় পুরো নর্থইস্ট; পাহাড়ে জয়ের খোঁজে বাগান - MOHUN BAGAN SUPER GIANT

শেষ কয়েক ম্যাচে দুরন্ত ফর্মে রয়েছে সবুজ-মেরুন ৷ এবার শীর্ষস্থান আরও পাকা করার লক্ষ্যে হাইল্যান্ডারদের বিরুদ্ধে নামছে মেরিনার্সরা ৷

Mohun Bagan Super Giant
শীর্ষস্থান আরও পাকা করার লক্ষ্যে হাইল্যান্ডারদের বিরুদ্ধে নামছে মেরিনার্সরা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Dec 7, 2024, 7:49 PM IST

কলকাতা, 7 ডিসেম্বর: কাঁটা দিয়ে কাঁটা তুলতে চাইছেন বাগান হেডস্যার । প্র্যাক্টিসে বাড়তি জোর দিলেন উইংয়ে । প্রান্ত ধরে আক্রমণ শানিয়ে গোলমুখ খোলার মহড়া । নর্থইস্ট ম্যাচের আগে জয় ছাড়া অন্য ভাবনা নেই সবুজ-মেরুন সাজঘরে । প্রথম লেগের খেলায় 3-2 গোলে পাহাড়ি দলটিকে হারিয়েছিল বাগান । এবার অবশ্য অ্যাওয়ে ম্যাচ । এই ম্যাচে মোলিনা কার্ড সমস্যায় পাবেন না শুভাশিস ও আলবার্তোকে । তাঁদের বিকল্পের খোঁজের পাশাপাশি নর্থইস্ট ‘বধের’ ব্লু-প্রিন্ট ছকছেন সবুজ-মেরুনের হেডস্যর ।

কার্ড সমস্যা থাকলেও দলের বাকি সব ফুটবলার ফিট, এটাই স্বস্তি দিচ্ছে বাগান কোচকে । তবে বেহাল রক্ষণকে সাজানোর চ্যালেঞ্জ রয়েছে । আলাদিনের মতো স্ট্রাইকার রয়েছে নর্থইস্ট ইউনাইটেডের সাজঘরে । বিথীনের মত ভারতীয় স্ট্রাইকার রয়েছেন । তাঁদের থামাতে বেহাল রক্ষণ কতটা প্রস্তুত ? টম আলড্রেটের সঙ্গে নর্থইস্ট ম্যাচে জুটি বেঁধে কে খেলবেন ? দীপেন্দু বিশ্বাসের উপর ভরসা রাখবেন না অভিজ্ঞ দীপক টাংরিকে খেলাবেন ? সেটা এখনই পরিস্কার হচ্ছে না ৷ তবে শেষ দু’টি ম্যাচে দীপকের যা পারফর্ম্যান্স, তাতে টমের সঙ্গে সেন্টার ব্যাক হিসেবে তাঁকে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না ।

শুভাশিসের পরিবর্ত কে ? আশিক কুরুনিয়ান না আমনদীপ ? এটা নিয়েও ধোঁয়াশা রয়েছে ৷ মোলিনা অভিজ্ঞ কোচ, দু’জনকেই তৈরি রাখছেন । বাগান কোচ বলেন, “আমরা কোনও একজন ফুটবলারের বিরুদ্ধে খেলতে নামব না । আমরা একটা দলের বিরুদ্ধে খেলতে নামব । আমি কোনও একজন বিশেষ ফুটবলারকে নিয়ে পরিকল্পনা সাজাই না । প্রতিটি ম্যাচ আমার কাছে গুরুত্বপূর্ণ । কার্ড সমস্যা নিয়ে আমি চিন্তিত নই । আমার দলে একাধিক ভালো ফুটবলার রয়েছে । তাঁদের সবাইকে সুযোগ দেওয়া আমার দায়িত্ব । তা হয়তো সবসময় সম্ভব হয় না । তবুও যারাই খেলবেন তাঁরাই সেরাটা নিঙড়ে দেবেন । আমি দল নিয়ে খুশি ।”

Mohun Bagan Super Giant
পাহাড়ে জয়ের খোঁজে বাগান (ইটিভি ভারত)

9 ম্যাচে 20 পয়েন্ট নিয়ে সবার ওপরে । প্রথম পাঁচে রয়েছে নর্থইস্ট ইউনাইটেডও । ঘরের মাঠে প্রতিপক্ষকে বেকায়দায় ফেলতে জুড়ি নেই তাদের । হোসে মোলিনা তা বিলক্ষণ জানেন । জেমি ম্যাকলারেন, দিমিত্রি পেত্রাতোস, গ্রেগ স্টুয়ার্ট ত্রিফলার সঙ্গে ডাগ-আউটে অপেক্ষায় থাকেন জেসন কামিংস । দলে একাধিক গোলগেটার । শুধু বিদেশি ফুটবলাররা নন, সবুজ-মেরুনের ভারতীয় ব্রিগেডে মনবীর সিং, লিস্টন কোলাসোরাও গোলের মধ্যে । ফলে পাহাড়ে গিয়ে জয় ছাড়া অন্য ভাবনা নেই সবুজ-মেরুন সাজঘরে ।

আরও পড়ুন

কলকাতা, 7 ডিসেম্বর: কাঁটা দিয়ে কাঁটা তুলতে চাইছেন বাগান হেডস্যার । প্র্যাক্টিসে বাড়তি জোর দিলেন উইংয়ে । প্রান্ত ধরে আক্রমণ শানিয়ে গোলমুখ খোলার মহড়া । নর্থইস্ট ম্যাচের আগে জয় ছাড়া অন্য ভাবনা নেই সবুজ-মেরুন সাজঘরে । প্রথম লেগের খেলায় 3-2 গোলে পাহাড়ি দলটিকে হারিয়েছিল বাগান । এবার অবশ্য অ্যাওয়ে ম্যাচ । এই ম্যাচে মোলিনা কার্ড সমস্যায় পাবেন না শুভাশিস ও আলবার্তোকে । তাঁদের বিকল্পের খোঁজের পাশাপাশি নর্থইস্ট ‘বধের’ ব্লু-প্রিন্ট ছকছেন সবুজ-মেরুনের হেডস্যর ।

কার্ড সমস্যা থাকলেও দলের বাকি সব ফুটবলার ফিট, এটাই স্বস্তি দিচ্ছে বাগান কোচকে । তবে বেহাল রক্ষণকে সাজানোর চ্যালেঞ্জ রয়েছে । আলাদিনের মতো স্ট্রাইকার রয়েছে নর্থইস্ট ইউনাইটেডের সাজঘরে । বিথীনের মত ভারতীয় স্ট্রাইকার রয়েছেন । তাঁদের থামাতে বেহাল রক্ষণ কতটা প্রস্তুত ? টম আলড্রেটের সঙ্গে নর্থইস্ট ম্যাচে জুটি বেঁধে কে খেলবেন ? দীপেন্দু বিশ্বাসের উপর ভরসা রাখবেন না অভিজ্ঞ দীপক টাংরিকে খেলাবেন ? সেটা এখনই পরিস্কার হচ্ছে না ৷ তবে শেষ দু’টি ম্যাচে দীপকের যা পারফর্ম্যান্স, তাতে টমের সঙ্গে সেন্টার ব্যাক হিসেবে তাঁকে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না ।

শুভাশিসের পরিবর্ত কে ? আশিক কুরুনিয়ান না আমনদীপ ? এটা নিয়েও ধোঁয়াশা রয়েছে ৷ মোলিনা অভিজ্ঞ কোচ, দু’জনকেই তৈরি রাখছেন । বাগান কোচ বলেন, “আমরা কোনও একজন ফুটবলারের বিরুদ্ধে খেলতে নামব না । আমরা একটা দলের বিরুদ্ধে খেলতে নামব । আমি কোনও একজন বিশেষ ফুটবলারকে নিয়ে পরিকল্পনা সাজাই না । প্রতিটি ম্যাচ আমার কাছে গুরুত্বপূর্ণ । কার্ড সমস্যা নিয়ে আমি চিন্তিত নই । আমার দলে একাধিক ভালো ফুটবলার রয়েছে । তাঁদের সবাইকে সুযোগ দেওয়া আমার দায়িত্ব । তা হয়তো সবসময় সম্ভব হয় না । তবুও যারাই খেলবেন তাঁরাই সেরাটা নিঙড়ে দেবেন । আমি দল নিয়ে খুশি ।”

Mohun Bagan Super Giant
পাহাড়ে জয়ের খোঁজে বাগান (ইটিভি ভারত)

9 ম্যাচে 20 পয়েন্ট নিয়ে সবার ওপরে । প্রথম পাঁচে রয়েছে নর্থইস্ট ইউনাইটেডও । ঘরের মাঠে প্রতিপক্ষকে বেকায়দায় ফেলতে জুড়ি নেই তাদের । হোসে মোলিনা তা বিলক্ষণ জানেন । জেমি ম্যাকলারেন, দিমিত্রি পেত্রাতোস, গ্রেগ স্টুয়ার্ট ত্রিফলার সঙ্গে ডাগ-আউটে অপেক্ষায় থাকেন জেসন কামিংস । দলে একাধিক গোলগেটার । শুধু বিদেশি ফুটবলাররা নন, সবুজ-মেরুনের ভারতীয় ব্রিগেডে মনবীর সিং, লিস্টন কোলাসোরাও গোলের মধ্যে । ফলে পাহাড়ে গিয়ে জয় ছাড়া অন্য ভাবনা নেই সবুজ-মেরুন সাজঘরে ।

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.