কলকাতা, 16 অগস্ট: ডুরান্ড ডার্বির আগে সামনে এল মোহনবাগান সুপার জায়ান্টের আগামী টুর্নামেন্টের ক্রীড়াসূচি । এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু’তে কঠিন গ্রুপে পেত্রাতোসরা ৷ গ্রুপ এ’তে রাখা হয়েছে মোহনবাগানকে ৷ চার দলের এই গ্রুপে সবুজ-মেরুনের প্রতিপক্ষ আল ওয়াকরাহ এসসি, ট্র্যাক্টর এফসি ও এফসি রাভসান ৷ আল ওয়াকরাহ কাতারের ক্লাব ৷ ইরানের ক্লাব ট্র্যাক্টর এফসি এবং এফসি রাভশান তাজিকিস্তানের ক্লাব ৷ প্রতিপক্ষ সব ক্লাবই ফিফা ক্রমপর্যায়ে বাগানের চেয়ে অনেক এগিয়ে ৷
সেপ্টেম্বর মাসে ইরানের ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে খেলবে মোহনবাগান ৷ ঘরের মাঠে খেলার সুবিধা নেওয়ার মরিয়া চেষ্টায় থাকবে হোসে মোলিনার ছেলেরা ৷ অক্টোবরের প্রথম সপ্তাহে রাভসানের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলবে মোহনবাগান সুপার জায়ান্ট । অক্টোবর মাসের শেষ সপ্তাহে আল ওয়াকরাহ এসসি’র বিরুদ্ধে প্রথমে অ্যাওয়ে ও নভেম্বরের শুরুতে হোম ম্যাচ খেলবে গঙ্গাপাড়ের ক্লাব । নভেম্বরের শেষে ও ডিসেম্বরের শুরুতে যথাক্রমে ট্র্যাক্টরের বিরুদ্ধে অ্যাওয়ে ও রাভসনের বিরুদ্ধে হোম ম্যাচ খেলবে মোহনবাগান ৷
The only club representing India at AFC Champions League Two where we have been drawn into Group A along with Al Wakrah (Qatar), Tractor FC (Iran) and FC Ravshan (Tajikistan)! 💚♥️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/EnIWkhVtF4
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) August 16, 2024
গত মরশুমে আইএসএল লিগ-শিল্ড জেতার পরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু’তে খেলার যোগ্যতা অর্জন করেছিল মোহনবাগান সুপার জায়ান্ট ৷ আন্তর্জাতিক টুর্নামেন্টে ভাল কিছু করার তাগিদ রয়েছে সবুজ-মেরুন শিবিরে ৷ এশিয়ান পর্যায়ে ভালো কিছু করার স্বপ্ন মোহনবাগানের বহুদিনের ৷ গত দু’মরশুম ধরে সেই লক্ষ্যেই শক্তিশালী দল গড়েছে বাগান ।
এবছর জেসন কামিন্স, দিমিত্রি পেত্রাতোসদের সঙ্গে জেমি ম্যাকলারেনকে নিয়েছে মোহনবাগান । ভারতীয় ফুটবলে প্রথমবার তিন বিশ্বকাপার একই দলে একসঙ্গে খেলবেন ৷ এছাড়াও যোগ দিয়েছেন গ্রেগ স্টুয়ার্ট ৷ আক্রমণের সঙ্গে রক্ষণ সামলাতে আলড্রেড, আলবার্তো রডরিগেজকে নেওয়া হয়েছে ৷
ইতিমধ্যে এএফসি কাপে প্রথম পর্বের বাধা টপকাতে ব্যর্থ ইস্টবেঙ্গল ৷ এবার দেশের সম্মান রক্ষার ভার মোহনবাগানের ৷ কোচ হোসে মোলিনা কীভাবে তাঁর দল পরিচালনা করেন এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু’তে সেটাই এখন দেখার ৷ ডুরান্ড কাপে দারুণ ছন্দে থাকলেও এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু’তে খেলা অনেক বেশি চ্যালেঞ্জিং ৷ কারণ এই সমস্ত ক্লাবে ভালোমানের বিদেশির সংখ্যা প্রচুর ৷ মোহনবাগান এএফসি কাপে ছয় বিদেশিকে নিয়েই মাঠে নামতে পারবে ৷ কারণ, আইএসএলে ছ’জন বিদেশি নথিভুক্ত করানো যায় ৷ কিন্তু ধারেভারে পিছিয়ে থাকলেও লড়াইকে সম্বল করে মোহনবাগান কতটা সফল হতে পারে সেটাই দেখার ।