গোয়া, 15 ফেব্রুয়ারি: দিমিত্রি পেত্রাতোসের হাত ধরে মিশন গোয়া সফল মোহনবাগান সুপার জায়ান্টের। আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে এফসি গোয়াকে 1-0 গোলে হারিয়ে আন্তেনিও লোপেজ হাবাসের ছেলেরা পয়েন্ট টেবিলে 3 নম্বরে উঠে এল। ডার্বিতে ড্র-করে হারের ধারাবাহিকতায় রাশ টেনেছিলেন সবুজ-মেরুন কোচ। ঘরের মাঠে হায়দরাবাদ এফসি-কে হারানোর পরে এফসি গোয়ার বিরুদ্ধে সবুজ-মেরুন ব্রিগেডের জয় যেন দাপুটে প্রত্যাবর্তনের অভিজ্ঞান। দু'টি ম্যাচে বেশি খেলে 31 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে ওড়িশা এফসি ৷ আর 13 ম্যাচে 28 পয়েন্ট নিয়ে দু'নম্বরে রয়েছে গোয়া এফসি ৷ সমসংখ্যক ম্যাচ খেলে 26 পয়েন্ট নিয়ে 'থার্ড বয়' মোহনবাগান ৷
গোয়ার দলটির বিরুদ্ধে প্রথম পর্বে সমস্যায় পড়তে হয়েছিল জুয়ান ফেরান্দোর মোহনবাগানকে। বুধবার মাণ্ডবী নদীর তীরে শুরুতে বোঝা যায়নি মোহনবাগান সুপার জায়ান্ট 3 পয়েন্ট নিয়ে ফিরতে পারে। কারণ নোয়া, জয় গুপ্তা, মার্টিনেজের দুরন্ত ফুটবলে বিরতির আগে মোহনবাগান সুপার জায়ান্ট রক্ষণ স্বস্তিতে ছিল না। ইউস্তে অসাধারণ পারফরম্যান্স এবং দীপেন্দু বিশ্বাসের ভালো খেলা গোয়ার যাবতীয় প্রচেষ্টায় জল ঢেলে দেয়। পাশাপাশি বিশাল কাইথ সময় যত গড়িয়েছে ততই দূর্ভেদ্য হয়ে উঠছিলেন। ফলে ব্যাকফুটে মোহনবাগান থাকলেও গোল হজম করে পিছিয়ে পড়েনি।
বিরতিতে হাবাস জনি কাউকে নামান। ফিনল্যান্ডের মিডফিল্ডার নেমে প্রতিপক্ষের আক্রমণে বাঁধন দেওয়ার চেষ্টা শুরু করেন। আর তা সফল। 74 মিনিটে এফসি গোয়ার গোলরক্ষক অর্শদীপের ভুলে মোহনবাগানের গোলের পথ খুলে যায়। জনি কাউকোর বাড়ানো বল আগুয়ান মনবীর সিংয়ের থেকে বিপদমুক্ত করতে অর্শদীপ ভুল ক্লিয়ারেন্স করেন। যা পেত্রাতোসের পায়ে পড়ে। কার্যত ফাঁকা গোলে বল ঠেলে দেন পেত্রাতোস। এর আগে আশিস রাই সহজ সুযোগ নষ্ট করেন।
হুগো বুমোসকে ছেড়ে দিয়ে জনি কাউকোকে দলে নেওয়ার পরে অনেকেই প্রমাদ গুনেছিলেন। কিন্তু জনি কাউকো ধীরে ধীরে মানিয়ে নেওয়াই নয়, দলের সাফল্যে বড় ভূমিকা নিচ্ছেন। বুধবার গোয়ার বিরুদ্ধে জয়ের গোলের পথ তার পাস থেকেই। একই কথা বলা যায় পেত্রাতোস সম্পর্কেও। খেলা তৈরি থেকে গোল করা, সবেতেই পেত্রাতোস যেন মধুসূদন দাদা। পঞ্চাশ দিন পরে কার্ড সমস্যা কাটিয়ে নামলেন লিস্টন কোলাসো। তার পারফরম্যান্স যথেষ্ট ভালো। দিনের শেষে দলগত সংহতির এই কোলাজ মোহনবাগানকে পুরানো ছন্দে ফেরাচ্ছে। হাবাস বলছেন তিনি কোনও বড় টার্গেট ফুটবলারদের দেননি। জয়ের অভ্যাস গড়ে তুলতে বলেছেন। সেই পরিকল্পনা সফল হওয়ার ইঙ্গিত দিতে শুরু করেছে।
আরও পড়ুন: