ETV Bharat / sports

প্রয়াত মোহনবাগানের প্রথম জাতীয় লিগ জয়ী কোচ টিকে চাত্তুনি - TK Chathunni Passes Away - TK CHATHUNNI PASSES AWAY

TK Chathunni Passes Away: প্রয়াত মোহনবাগানের প্রথম জাতীয় লিগ জয়ী কোচ টিকে চাত্তুনি ৷ 1997 সালে মোহনবাগানকে প্রথম জাতীয় লিগ জেতানো কোচ তিনি ৷ বয়স হয়েছিল 79 বছর ৷

TK Chathunni Passes Away
প্রয়াত মোহনবাগানের প্রথম আই লিগ জয়ী কোচ টিকে চাত্তুনি ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 12, 2024, 12:34 PM IST

Updated : Jun 12, 2024, 12:53 PM IST

কলকাতা, 12 জুন: প্রয়াত মোহনবাগানের প্রাক্তন কোচ টিকে চাত্তুনি ৷ তাঁর মৃত্যুর সঙ্গে শেষ হল ভারতীয় ফুটবলের একটি অধ্যায়ের ৷ যার সঙ্গে জড়িয়ে আই লিগের ইতিহাস ৷ সেই অর্থে আইএসএল জাতীয় ভারতীয় ফুটবলের পূর্বকথা ৷ কেরালার মানুষটি ছিলেন ফুটবল অন্ত প্রাণ ৷ মোহনবাগানকে প্রথম জাতীয় লিগ জেতানো কোচ টিকে চাত্তুনি ৷ দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের সমস্যায় জর্জরিত চাত্তুনি শেষ নিশ্বাঃস ত্যাগ করেন ৷ ভরতি ছিলেন হাসপাতালে ৷ আজ সকাল 7টা 50 মিনিটে হৃদরোগে আক্রান্ত হন ৷ তাঁর বয়স হয়েছিল 79 বছর ৷ 1997 সালে চাত্তুনির কোচিংয়ে প্রথম জাতীয় লিগ জেতে মোহনবাগান ৷ এই কয়েকটি লাইন হয়তো চাত্তুনির ফুটবল-কথার ছোট্ট নির্যাস ৷ সদ্য প্রয়াত চাত্তুনির ফুটবলে অবদান অনেক বড় ৷

1997-98 ফুটবল মরশুমে সালগাওকার থেকে এসেই মোহনবাগানকে চ্যাম্পিয়ন করেন টিকে চাত্তুনি ৷‌ অমল দত্তের ডায়মন্ড সিস্টেমের তখন রমরমা ৷ 1997 সালের ফেডারেশন কাপ সেমিফাইনালে ইস্টবেঙ্গলের কাছে হেরে বিদায় নেয় সবুজ-মেরুন ৷ ফাইনালে ইস্টবেঙ্গলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চাত্তুনির সালগাওকার ৷ মোহনবাগান কর্তাদের নজরে পড়ে যান কেরালার কোচ ৷ অমল দত্তের জায়গায় জাতীয় লিগে গঙ্গাপাড়েরর ক্লাবের কোচের দায়িত্ব দেওয়া হয় তাঁকে ৷ দায়িত্ব নিয়েই অল্প দিনের কোচিংয়ে জাতীয় লিগ জেতান মোহনবাগানকে ৷ তবে, কলকাতায় টিকে চাত্তুনির কোচিং জীবন খুব বেশি দিনের ছিল না ৷ পরবর্তীকালে আর এখানকার কোনও দলকে কোচিং করাতে দেখা যায়নি ৷ কেরালার চালাকুডির বাসিন্দা ছিলেন তিনি ৷

মোহনবাগানের প্রাক্তন অধিনায়ক সত্যজিৎ চট্টোপাধ্যায়ের কথায়, "মানুষটা খুব সহজ সরল ছিলেন ৷ দ্রুত আমাদের সঙ্গে মিশে গিয়েছিলেন ৷ অমলদা চলে যাওয়ার পরে যে শূন্যতা তৈরি হয়েছিল, সেখানে দায়িত্ব নিয়ে একটি দলকে খেতাব নিয়ে এসে দেওয়া কঠিন ছিল ৷ স্যার সেই কঠিন কাজটাই অনায়াসে করেছিলেন ৷ সকালে উঠেই মৃত্যুর খবরটা পেয়ে খারাপ লাগছে ৷ চার মাস কাজ করেছি ৷ কিন্তু, মনে হচ্ছিল 14 বছর কাজ করছেন ৷ বাস্তব প্রয়োগটা বুঝতেন ৷ সেই কারণেই সফল হয়েছিলেন ৷ আমার সঙ্গে আত্মীয়ের সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল ৷ ফোনে কথা হত, হোয়াটসঅ্যাপ চলত ৷ বেশ কিছু বছর আগে একবার মোহনবাগান ক্লাবে এসেছিলেন ৷ তখন কত কথা হয়েছিল ৷ আসলে এই মানুষগুলো চলে যাওয়া, ভারতীয় ক্লাব ফুটবলের বর্ণময় চরিত্রগুলির চলে যাওয়া ৷ তাঁর আত্মার শান্তি কামনা করি ৷"

কোচিংয়ে আসার আগে বিভিন্ন ক্লাবের হয়ে চুটিয়ে ফুটবল খেলেছিলেন চাত্তুনি ৷ ভাস্কো স্পোর্টস ক্লাব, মুম্বইয়ের আর কে মিলস, সেকেন্দ্রাবাদের হয়ে খেলেছিলেন ৷ কেরল এবং গোয়ার হয়ে সন্তোষ ট্রফিতে প্রতিনিধিত্ব করেছিলেন ৷ দেশের জার্সিতেও খেলেছেন তিনি ৷ 1973 সালে মারডেকাতে খেলেন ভারতের জার্সিতে ৷ আইএম বিজয়নের প্রথম কোচ ছিলেন ৷ ব্রুনো কুটিনহোরও প্রশিক্ষক ছিলেন ৷ কেরল পুলিশের হয়ে কোচিংয়ের হাতেখড়ি তাঁর ৷ এরপর এফসি কোচি, ডেম্পো, সালগাওকার, চার্চিল ব্রাদার্স, মোহনবাগান, ভিভা কেরলে কোচিং করান ৷ কলকাতায় খুব বেশি না আসলেও, এই শহরের ফুটবল উন্মাদনা পছন্দ করতেন ৷ কলকাতায় এলেই মোহনবাগান ক্লাবে যেতেন ৷ খুঁটিয়ে খুঁটিয়ে কলকাতার ফুটবলের খবরাখবর নিতেন ৷ তাঁর প্রয়াণে ভারতীয় ফুটবলে শোকের ছায়া ৷

কলকাতা, 12 জুন: প্রয়াত মোহনবাগানের প্রাক্তন কোচ টিকে চাত্তুনি ৷ তাঁর মৃত্যুর সঙ্গে শেষ হল ভারতীয় ফুটবলের একটি অধ্যায়ের ৷ যার সঙ্গে জড়িয়ে আই লিগের ইতিহাস ৷ সেই অর্থে আইএসএল জাতীয় ভারতীয় ফুটবলের পূর্বকথা ৷ কেরালার মানুষটি ছিলেন ফুটবল অন্ত প্রাণ ৷ মোহনবাগানকে প্রথম জাতীয় লিগ জেতানো কোচ টিকে চাত্তুনি ৷ দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের সমস্যায় জর্জরিত চাত্তুনি শেষ নিশ্বাঃস ত্যাগ করেন ৷ ভরতি ছিলেন হাসপাতালে ৷ আজ সকাল 7টা 50 মিনিটে হৃদরোগে আক্রান্ত হন ৷ তাঁর বয়স হয়েছিল 79 বছর ৷ 1997 সালে চাত্তুনির কোচিংয়ে প্রথম জাতীয় লিগ জেতে মোহনবাগান ৷ এই কয়েকটি লাইন হয়তো চাত্তুনির ফুটবল-কথার ছোট্ট নির্যাস ৷ সদ্য প্রয়াত চাত্তুনির ফুটবলে অবদান অনেক বড় ৷

1997-98 ফুটবল মরশুমে সালগাওকার থেকে এসেই মোহনবাগানকে চ্যাম্পিয়ন করেন টিকে চাত্তুনি ৷‌ অমল দত্তের ডায়মন্ড সিস্টেমের তখন রমরমা ৷ 1997 সালের ফেডারেশন কাপ সেমিফাইনালে ইস্টবেঙ্গলের কাছে হেরে বিদায় নেয় সবুজ-মেরুন ৷ ফাইনালে ইস্টবেঙ্গলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চাত্তুনির সালগাওকার ৷ মোহনবাগান কর্তাদের নজরে পড়ে যান কেরালার কোচ ৷ অমল দত্তের জায়গায় জাতীয় লিগে গঙ্গাপাড়েরর ক্লাবের কোচের দায়িত্ব দেওয়া হয় তাঁকে ৷ দায়িত্ব নিয়েই অল্প দিনের কোচিংয়ে জাতীয় লিগ জেতান মোহনবাগানকে ৷ তবে, কলকাতায় টিকে চাত্তুনির কোচিং জীবন খুব বেশি দিনের ছিল না ৷ পরবর্তীকালে আর এখানকার কোনও দলকে কোচিং করাতে দেখা যায়নি ৷ কেরালার চালাকুডির বাসিন্দা ছিলেন তিনি ৷

মোহনবাগানের প্রাক্তন অধিনায়ক সত্যজিৎ চট্টোপাধ্যায়ের কথায়, "মানুষটা খুব সহজ সরল ছিলেন ৷ দ্রুত আমাদের সঙ্গে মিশে গিয়েছিলেন ৷ অমলদা চলে যাওয়ার পরে যে শূন্যতা তৈরি হয়েছিল, সেখানে দায়িত্ব নিয়ে একটি দলকে খেতাব নিয়ে এসে দেওয়া কঠিন ছিল ৷ স্যার সেই কঠিন কাজটাই অনায়াসে করেছিলেন ৷ সকালে উঠেই মৃত্যুর খবরটা পেয়ে খারাপ লাগছে ৷ চার মাস কাজ করেছি ৷ কিন্তু, মনে হচ্ছিল 14 বছর কাজ করছেন ৷ বাস্তব প্রয়োগটা বুঝতেন ৷ সেই কারণেই সফল হয়েছিলেন ৷ আমার সঙ্গে আত্মীয়ের সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল ৷ ফোনে কথা হত, হোয়াটসঅ্যাপ চলত ৷ বেশ কিছু বছর আগে একবার মোহনবাগান ক্লাবে এসেছিলেন ৷ তখন কত কথা হয়েছিল ৷ আসলে এই মানুষগুলো চলে যাওয়া, ভারতীয় ক্লাব ফুটবলের বর্ণময় চরিত্রগুলির চলে যাওয়া ৷ তাঁর আত্মার শান্তি কামনা করি ৷"

কোচিংয়ে আসার আগে বিভিন্ন ক্লাবের হয়ে চুটিয়ে ফুটবল খেলেছিলেন চাত্তুনি ৷ ভাস্কো স্পোর্টস ক্লাব, মুম্বইয়ের আর কে মিলস, সেকেন্দ্রাবাদের হয়ে খেলেছিলেন ৷ কেরল এবং গোয়ার হয়ে সন্তোষ ট্রফিতে প্রতিনিধিত্ব করেছিলেন ৷ দেশের জার্সিতেও খেলেছেন তিনি ৷ 1973 সালে মারডেকাতে খেলেন ভারতের জার্সিতে ৷ আইএম বিজয়নের প্রথম কোচ ছিলেন ৷ ব্রুনো কুটিনহোরও প্রশিক্ষক ছিলেন ৷ কেরল পুলিশের হয়ে কোচিংয়ের হাতেখড়ি তাঁর ৷ এরপর এফসি কোচি, ডেম্পো, সালগাওকার, চার্চিল ব্রাদার্স, মোহনবাগান, ভিভা কেরলে কোচিং করান ৷ কলকাতায় খুব বেশি না আসলেও, এই শহরের ফুটবল উন্মাদনা পছন্দ করতেন ৷ কলকাতায় এলেই মোহনবাগান ক্লাবে যেতেন ৷ খুঁটিয়ে খুঁটিয়ে কলকাতার ফুটবলের খবরাখবর নিতেন ৷ তাঁর প্রয়াণে ভারতীয় ফুটবলে শোকের ছায়া ৷

Last Updated : Jun 12, 2024, 12:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.