ETV Bharat / sports

পর্দার আড়ালে দলকে তৈরি করছেন, বুমোসকে নিয়ে বিশেষ পরিকল্পনা হাবাসের - mohun bagan

Kolkata Derby: আগামী 3 ফেব্রুয়ারি আইএসএলের প্রথম পর্বের ডার্বিতে মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগান। একদিকে সুপার কাপের গ্রুপ পর্বে মোহনবাগানকে হারিয়ে ট্রফি জিতে আত্মবিশ্বাসে ভরপুর কার্লোস কুয়াদ্রাতের দল। অপরদিকে, বদলা নিতে মুখিয়ে রয়েছে অ্যান্তোনিও লোপেজ হাবাসের মোহন বাগান।

কলকাতা লিগের ডার্বি ধরলে চলতি মরশুমে শনিবার চতুর্থ বড় ম্যাচ
Kolkata Derby
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 1, 2024, 6:53 AM IST

Updated : Feb 1, 2024, 10:03 AM IST

কলকাতা, 1 ফেব্রুয়ারি: রুদ্ধদ্বার অনুশীলনে ডার্বি জয়ের অঙ্ক কষছেন আন্তোনিও হাবাস। দরজায় কড়া নাড়ছে চলতি মরশুমের আইএসএলের প্রথম বড় ম্যাচ। কলকাতা লিগের ডার্বি ধরলে চলতি মরশুমে শনিবার চতুর্থ বড় ম্যাচ। গত চারটি ডার্বিতে তিনটেতে হার মোহনবাগানের (কলকাতা লিগের ম্যাচ খেলেনি বাগান) । সদ্য সমাপ্ত সুপার কাপে ইস্টবেঙ্গলের কাছে হেরে প্রাথমিক পর্ব থেকে বিদায় নিয়েছিল মোহনবাগান। দলের নয়া কোচ হিসেবে নিযুক্ত হলেও সেই ম্যাচে কোচের হটসিটে বসতে পারেননি আন্তোনিও লোপেজ হাবাস। সুপার কাপে বিদায়ের পর থেকেই পর্দার আড়াল থেকে নয় সরাসরি দলের ব্যাটন নিজের হাতে নিয়েছেন হাবাস।

ভুবনেশ্বর থেকে কলকাতায় ফিরে হাবাসের তত্ত্বাবধানেই অনুশীলন করছে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রায় দু-সপ্তাহ ধরে দলকে প্র্যাকটিস করিয়েছেন তিনি। দলকে দু'বেলা অনুশীলন করাচ্ছেন। প্রধান লক্ষ্য চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের মুখোমুখি হওয়ার আগেই মোহনবাগান ফুটবলারদের এক সুতোয় বাঁধা। জোর দিচ্ছেন ফিটনেসে। আর সেই কারণেই দু'বেলা অনুশীলন করিয়ে ফুটবলারদের তাদের সেরা ফিটনেসে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সবুজ-মেরুন টিম ম্যানেজমেন্ট।

সুপার কাপের সেমিফাইনালে এবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হেরে ফেরার পর থেকেই কলকাতায় মোহনবাগান অনুশীলনের মাঠ মোটা কালো কাপড় দিয়ে মোড়া। রুদ্ধদ্বার অনুশীলনে বড় জয়ের অঙ্ক কষছেন হাবাস। সকালের অনুশীলনে মূলত দলের ফর্মেশন কেমন হবে এবং আক্রমণে কীভাবে আরও বৈচিত্র্য আনা যায় সেই নিয়ে চলছে রীতিমতো বিশেষ অনুশীলন। আইএসএলে পাঁচ নম্বরে রয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। শেষ তিন ম্যাচে হারতে হয়েছে। ফলে দলকে আইএসএলের মঞ্চে ছন্দে ফেরানো চ্যালেঞ্জ সবুজ মেরুন থিঙ্ক ট্যাঙ্কের।

সেই কাজে সফল হতে মোহনবাগানের ফুটবলার হুগো বুমোসকে ছন্দে ফেরানোর চেষ্টা করছেন হাবাস। জুয়ান ফেরান্দোর প্রশিক্ষণে শেষ কয়েকটি ম্যাচে স্বমহিমায় পাওয়া যায়নি হুগোকে। সেই কারণেই হুগোর প্রতি বাড়তি নজর। বোঝা যাচ্ছে হাবাসের তুরুপের তাস হতে চলেছেন ফরাসি মিডফিল্ডার। অনুশীলন শেষে সমর্থকদের আবদারে নিজস্বী তুললেন হুগো। তুলতে দেখা গেল বাগানের এই তারকা ফুটবলারকে।

সেই ছবি তোলার ফাঁকেই সমর্থকদের আকুল আবেদন, ইস্টবেঙ্গলকে ডার্বিতে হারাতেই হবে। আনোয়ার প্র্যাকটিস করলেও তিনি ম্যাচ ফিট নন। অনিশ্চয়তা আশিস রাইকে নিয়েও। সাহাল আব্দুল সামাদেরও ফিটনেস সমস্যা রয়েছে। এদিকে আর্মান্দো সাদিকু সম্ভবত দল বদল করছে। সব মিলিয়ে আইএসএলের প্রথম ডার্বি মোহনবাগান সুপার জায়ান্ট এবং কোচ হাবাসের কাছে অগ্নিপরীক্ষা। অন্যদিকে আজ শহরে আসছেন জনি কাউকো ।

আরও পড়ুন:

  1. শহরের রাজপথে আর্জেন্তিনার টিম বাস ! মেসির ফের কলকাতা সফরের জল্পনা
  2. বাগান ছেড়ে পুরনো ক্লাবে ফিরছেন বুমোস! জল্পনা তুঙ্গে
  3. 12 বছরের 'বনবাস' শেষ, কুয়াদ্রাতের জাদুকাঠিতেই 'বল্গাহীন' ইস্টবেঙ্গল

কলকাতা, 1 ফেব্রুয়ারি: রুদ্ধদ্বার অনুশীলনে ডার্বি জয়ের অঙ্ক কষছেন আন্তোনিও হাবাস। দরজায় কড়া নাড়ছে চলতি মরশুমের আইএসএলের প্রথম বড় ম্যাচ। কলকাতা লিগের ডার্বি ধরলে চলতি মরশুমে শনিবার চতুর্থ বড় ম্যাচ। গত চারটি ডার্বিতে তিনটেতে হার মোহনবাগানের (কলকাতা লিগের ম্যাচ খেলেনি বাগান) । সদ্য সমাপ্ত সুপার কাপে ইস্টবেঙ্গলের কাছে হেরে প্রাথমিক পর্ব থেকে বিদায় নিয়েছিল মোহনবাগান। দলের নয়া কোচ হিসেবে নিযুক্ত হলেও সেই ম্যাচে কোচের হটসিটে বসতে পারেননি আন্তোনিও লোপেজ হাবাস। সুপার কাপে বিদায়ের পর থেকেই পর্দার আড়াল থেকে নয় সরাসরি দলের ব্যাটন নিজের হাতে নিয়েছেন হাবাস।

ভুবনেশ্বর থেকে কলকাতায় ফিরে হাবাসের তত্ত্বাবধানেই অনুশীলন করছে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রায় দু-সপ্তাহ ধরে দলকে প্র্যাকটিস করিয়েছেন তিনি। দলকে দু'বেলা অনুশীলন করাচ্ছেন। প্রধান লক্ষ্য চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের মুখোমুখি হওয়ার আগেই মোহনবাগান ফুটবলারদের এক সুতোয় বাঁধা। জোর দিচ্ছেন ফিটনেসে। আর সেই কারণেই দু'বেলা অনুশীলন করিয়ে ফুটবলারদের তাদের সেরা ফিটনেসে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সবুজ-মেরুন টিম ম্যানেজমেন্ট।

সুপার কাপের সেমিফাইনালে এবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হেরে ফেরার পর থেকেই কলকাতায় মোহনবাগান অনুশীলনের মাঠ মোটা কালো কাপড় দিয়ে মোড়া। রুদ্ধদ্বার অনুশীলনে বড় জয়ের অঙ্ক কষছেন হাবাস। সকালের অনুশীলনে মূলত দলের ফর্মেশন কেমন হবে এবং আক্রমণে কীভাবে আরও বৈচিত্র্য আনা যায় সেই নিয়ে চলছে রীতিমতো বিশেষ অনুশীলন। আইএসএলে পাঁচ নম্বরে রয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। শেষ তিন ম্যাচে হারতে হয়েছে। ফলে দলকে আইএসএলের মঞ্চে ছন্দে ফেরানো চ্যালেঞ্জ সবুজ মেরুন থিঙ্ক ট্যাঙ্কের।

সেই কাজে সফল হতে মোহনবাগানের ফুটবলার হুগো বুমোসকে ছন্দে ফেরানোর চেষ্টা করছেন হাবাস। জুয়ান ফেরান্দোর প্রশিক্ষণে শেষ কয়েকটি ম্যাচে স্বমহিমায় পাওয়া যায়নি হুগোকে। সেই কারণেই হুগোর প্রতি বাড়তি নজর। বোঝা যাচ্ছে হাবাসের তুরুপের তাস হতে চলেছেন ফরাসি মিডফিল্ডার। অনুশীলন শেষে সমর্থকদের আবদারে নিজস্বী তুললেন হুগো। তুলতে দেখা গেল বাগানের এই তারকা ফুটবলারকে।

সেই ছবি তোলার ফাঁকেই সমর্থকদের আকুল আবেদন, ইস্টবেঙ্গলকে ডার্বিতে হারাতেই হবে। আনোয়ার প্র্যাকটিস করলেও তিনি ম্যাচ ফিট নন। অনিশ্চয়তা আশিস রাইকে নিয়েও। সাহাল আব্দুল সামাদেরও ফিটনেস সমস্যা রয়েছে। এদিকে আর্মান্দো সাদিকু সম্ভবত দল বদল করছে। সব মিলিয়ে আইএসএলের প্রথম ডার্বি মোহনবাগান সুপার জায়ান্ট এবং কোচ হাবাসের কাছে অগ্নিপরীক্ষা। অন্যদিকে আজ শহরে আসছেন জনি কাউকো ।

আরও পড়ুন:

  1. শহরের রাজপথে আর্জেন্তিনার টিম বাস ! মেসির ফের কলকাতা সফরের জল্পনা
  2. বাগান ছেড়ে পুরনো ক্লাবে ফিরছেন বুমোস! জল্পনা তুঙ্গে
  3. 12 বছরের 'বনবাস' শেষ, কুয়াদ্রাতের জাদুকাঠিতেই 'বল্গাহীন' ইস্টবেঙ্গল
Last Updated : Feb 1, 2024, 10:03 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.