ETV Bharat / sports

সুহেলের গোলে স্বস্তি, জয় দিয়ে ডুরান্ড শুরু মোহনবাগানের; খেলা দেখলেন কুয়াদ্রাতও - Durand Cup 2024

Mohun Bagan Win in First Match of Durand Cup 2024: শুরু হয়ে গেল ডুরান্ড কাপ ৷ শনিবার যুবভারতীতে জয় দিয়ে ডুরান্ড অভিযান শুরু করল বাগান শিবির ৷ স্টেডিয়ামে উড়ল সবুজ-মেরুন আবির ৷ কাশ্মীরের দলকে গোল দিলেন তাঁদেরই ঘরের ছেলে ৷ সুহেল ভাটের করা একমাত্র গোলে আবার রসদ পেল বাস্তব রায়ের ছেলেরা ৷ স্টেডিয়াম থেকে খেলা দেখলেন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত ৷

Mohun Bagan Win
মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ডাউনটাউন হিরোজ এফসির ম্যাচ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Jul 27, 2024, 9:54 PM IST

কলকাতা, 27 জুলাই: বর্ণাঢ্যে উদ্বোধনী অনুষ্ঠান ৷ ভাঙরা, ছৌ-নাচ, হেলিকপ্টার-শো যুবভারতী ক্রীড়াঙ্গনে উদ্বোধন ডুরান্ড কাপের। শনিবার রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি বলে শট মেরে অনুষ্ঠানের সূচনা করলেন। হাজার পাঁচ দর্শকের উপস্থিতিতে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ডাউনটাউন হিরোজ এফসি ম্যাচের প্রাপ্তি 73 মিনিটে সুহেল ভাটের গোল ৷

জয় দিয়ে ডুরান্ড শুরু মোহনবাগানের (ইটিভি ভারত)

প্রতি-আক্রমণ থেকে গ্লেন মার্টিন্স তাঁর থেকে টাইসন বল পেয়ে তা আশিস রাইকে বাড়িয়ে দেন ৷ তিনি ফাঁকায় সুহেল ভাটকে বল ঠেলে দেন ৷ গোল করতে ভুল করেননি সবুজ-মেরুনের কাশ্মীরি স্ট্রাইকার। 1-0 গোলে ডুরান্ড কাপের প্রথম ম্যাচে জয়ী মোহনবাগান সুপার জায়ান্ট ৷ ঘুরে দাঁড়ানোটাই মোটিভেশন বলেছিলেন কোচ বাস্তব রায়। কলকাতা লিগে হতশ্রী পারফরম্যান্স করে চলা মোহনবাগান ঘুরে দাঁড়াতে জয়ই ছিল একমাত্র ওষুধ। গোল খাওয়া বন্ধ করার রাস্তা পাঁচ ডিফেন্ডারকে দাঁড় করিয়ে বন্ধ করতে চেয়েছিলেন বাস্তব রায় ৷

পরিস্থিতি এবং দলের বর্তমান পারফরম্যান্সের ভিত্তিতে সেটাই ছিল সেরা পথ। দিনের শেষে সফল মোহনবাগান সুপার জায়ান্ট ৷ কোচ বাস্তব রায় বলছেন, "প্রথম ম্যাচ যে কোনও টুর্নামেন্টেই কঠিন ৷ দিনের শেষে দল জয় পাওয়ায় খুশি ৷ বাস্তব পরিস্থিতিতে বাস্তব উপলব্ধি। পুরো 90 মিনিটজুড়ে গোলের সুযোগ তৈরি এবং বলের দখলে এগিয়ে কাশ্মীরের দলটি ৷ আক্রমণভাগ যদি দক্ষ হত, তাহলে বিরতির আগে মোহনবাগান সুপার জায়ান্ট অন্তত দু'গোলে পিছিয়ে পড়ত ৷"

Durand Cup 2024
ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলে শট মেরে অনুষ্ঠানের সূচনা করেন (ইটিভি ভারত)

সিনিয়র দলের 4 ফুটবলারকে নামিয়েছিলেন বাস্তব রায়। টম অ্যালড্রেট ছিলেন সকলের আকর্ষণের কেন্দ্রে। স্কটিশ ডিফেন্ডার মাত্র দু'দিনের অনুশীলনে ম্যাচ খেলতে নেমে আহামরি পারফরম্যান্স করেননি। তবে সময় দিলে আস্থা দেবেন। বাকি দলের পারফরম্যান্স নিয়ে লিখতে গেলে প্রচুর ভাবনা চিন্তা করতে হচ্ছে। 73 মিনিটে গোল এবং টাইসনের কিছুটা ভালো খেলার চেষ্টাই ডুরান্ড কাপে মোহনবাগান সুপার জায়ান্টের প্রথম ম্যাচের নির্যাস।

8 অগস্ট পরের ম্যাচে এয়ারফোর্সের বিরুদ্ধে নামার আগে মোহনবাগান সুপার জায়ান্টকে অনেক পরিবর্তন করতে হবে ৷ নচেৎ এই দল নিয়ে ভালো কিছুর স্বপ্ন না-দেখাই ভালো ৷ 29 জুলাই মোহনবাগান সুপার জায়ান্ট সিনিয়র দল অর্থাৎ হোসে মোলিনার দল অনুশীলন শুরু করবে। জেমি ম্যাকলারেন-সহ সকল বিদেশিরা চলে আসছেন রবিবার। মাঝে কয়েকদিনে উন্নতির সুযোগ পাবেন। তাতে কতটা ভোলবদল হবে তা নিশ্চিত করে এখনই বলা সম্ভব নয়। সেদিক থেকে আজ জিতলেও চিন্তা নিয়ে শনিবার সন্ধ্যায় স্টেডিয়াম ছাড়ল সবুজ-মেরুন।

কলকাতা, 27 জুলাই: বর্ণাঢ্যে উদ্বোধনী অনুষ্ঠান ৷ ভাঙরা, ছৌ-নাচ, হেলিকপ্টার-শো যুবভারতী ক্রীড়াঙ্গনে উদ্বোধন ডুরান্ড কাপের। শনিবার রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি বলে শট মেরে অনুষ্ঠানের সূচনা করলেন। হাজার পাঁচ দর্শকের উপস্থিতিতে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ডাউনটাউন হিরোজ এফসি ম্যাচের প্রাপ্তি 73 মিনিটে সুহেল ভাটের গোল ৷

জয় দিয়ে ডুরান্ড শুরু মোহনবাগানের (ইটিভি ভারত)

প্রতি-আক্রমণ থেকে গ্লেন মার্টিন্স তাঁর থেকে টাইসন বল পেয়ে তা আশিস রাইকে বাড়িয়ে দেন ৷ তিনি ফাঁকায় সুহেল ভাটকে বল ঠেলে দেন ৷ গোল করতে ভুল করেননি সবুজ-মেরুনের কাশ্মীরি স্ট্রাইকার। 1-0 গোলে ডুরান্ড কাপের প্রথম ম্যাচে জয়ী মোহনবাগান সুপার জায়ান্ট ৷ ঘুরে দাঁড়ানোটাই মোটিভেশন বলেছিলেন কোচ বাস্তব রায়। কলকাতা লিগে হতশ্রী পারফরম্যান্স করে চলা মোহনবাগান ঘুরে দাঁড়াতে জয়ই ছিল একমাত্র ওষুধ। গোল খাওয়া বন্ধ করার রাস্তা পাঁচ ডিফেন্ডারকে দাঁড় করিয়ে বন্ধ করতে চেয়েছিলেন বাস্তব রায় ৷

পরিস্থিতি এবং দলের বর্তমান পারফরম্যান্সের ভিত্তিতে সেটাই ছিল সেরা পথ। দিনের শেষে সফল মোহনবাগান সুপার জায়ান্ট ৷ কোচ বাস্তব রায় বলছেন, "প্রথম ম্যাচ যে কোনও টুর্নামেন্টেই কঠিন ৷ দিনের শেষে দল জয় পাওয়ায় খুশি ৷ বাস্তব পরিস্থিতিতে বাস্তব উপলব্ধি। পুরো 90 মিনিটজুড়ে গোলের সুযোগ তৈরি এবং বলের দখলে এগিয়ে কাশ্মীরের দলটি ৷ আক্রমণভাগ যদি দক্ষ হত, তাহলে বিরতির আগে মোহনবাগান সুপার জায়ান্ট অন্তত দু'গোলে পিছিয়ে পড়ত ৷"

Durand Cup 2024
ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলে শট মেরে অনুষ্ঠানের সূচনা করেন (ইটিভি ভারত)

সিনিয়র দলের 4 ফুটবলারকে নামিয়েছিলেন বাস্তব রায়। টম অ্যালড্রেট ছিলেন সকলের আকর্ষণের কেন্দ্রে। স্কটিশ ডিফেন্ডার মাত্র দু'দিনের অনুশীলনে ম্যাচ খেলতে নেমে আহামরি পারফরম্যান্স করেননি। তবে সময় দিলে আস্থা দেবেন। বাকি দলের পারফরম্যান্স নিয়ে লিখতে গেলে প্রচুর ভাবনা চিন্তা করতে হচ্ছে। 73 মিনিটে গোল এবং টাইসনের কিছুটা ভালো খেলার চেষ্টাই ডুরান্ড কাপে মোহনবাগান সুপার জায়ান্টের প্রথম ম্যাচের নির্যাস।

8 অগস্ট পরের ম্যাচে এয়ারফোর্সের বিরুদ্ধে নামার আগে মোহনবাগান সুপার জায়ান্টকে অনেক পরিবর্তন করতে হবে ৷ নচেৎ এই দল নিয়ে ভালো কিছুর স্বপ্ন না-দেখাই ভালো ৷ 29 জুলাই মোহনবাগান সুপার জায়ান্ট সিনিয়র দল অর্থাৎ হোসে মোলিনার দল অনুশীলন শুরু করবে। জেমি ম্যাকলারেন-সহ সকল বিদেশিরা চলে আসছেন রবিবার। মাঝে কয়েকদিনে উন্নতির সুযোগ পাবেন। তাতে কতটা ভোলবদল হবে তা নিশ্চিত করে এখনই বলা সম্ভব নয়। সেদিক থেকে আজ জিতলেও চিন্তা নিয়ে শনিবার সন্ধ্যায় স্টেডিয়াম ছাড়ল সবুজ-মেরুন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.