ETV Bharat / sports

নর্থ-ইস্টকে চার গোল, জয়ের হ্যাটট্রিক সেরে দু'য়ে সবুজ-মেরুন

ISL 2023-24: শনিবার ঘরের মাঠে নর্থ-ইস্ট ইউনাইটেডকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক সেরে ফেলল মোহনবাগান সুপার জায়ান্ট ৷ সেইসঙ্গে এফসি গোয়াকে টপকে লিগ তালিকায় দু'য়ে উঠে এল সবুজ-মেরুন ৷ ঘরের মাঠে পিছিয়ে পড়ে হাইল্যান্ডারদের এদিন 4-2 গোলে হারাল হাবাসের ছেলেরা ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 17, 2024, 7:03 PM IST

Updated : Feb 18, 2024, 12:58 PM IST

কলকাতা, 17 ফেব্রুয়ারি: তরতরিয়ে ছুটছে পালতোলা নৌকা ৷ আন্তোনিও হাবাসের হাতে সত্যিই যেন বদলে গিয়ে মোহনবাগান ৷ হায়দরাবাদ, গোয়া 'বধে'র পর শনিবার ঘরের মাঠে নর্থ-ইস্ট ইউনাইটেডকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক সেরে ফেলল মোহনবাগান সুপার জায়ান্ট ৷ সেইসঙ্গে এফসি গোয়াকে টপকে লিগ তালিকায় দু'য়ে উঠে এল সবুজ-মেরুন ৷ ঘরের মাঠে পিছিয়ে পড়ে হাইল্যান্ডারদের এদিন 4-2 গোলে হারাল হাবাসের ছেলেরা ৷ বাগানের হয়ে স্কোরশিটে নাম তুললেন লিস্টন কোলাসো, জেসন কামিংস, দিমিত্রি পেত্রাতোস এবং সাহাল আব্দুল সামাদ ৷

দুই বা তিন নয়, আমাদের লক্ষ্য লিগ টেবিলে পয়লা নম্বর স্থান ৷ সূচি নিয়ে ক্ষোভপ্রকাশের মধ্যেও নর্থ-ইস্টের বিরুদ্ধে নামার আগে নিজেদের লক্ষ্য স্থির করে দিয়েছিলেন বাগান কোচ আন্তোনিও লোপেজ হাবাস। এদিন ম্যাচের শুরুতে গোল খেয়ে গেলেও তাঁরা যে লক্ষ্যে স্থির, সময়ের সঙ্গে সঙ্গে বোঝাল মোহনবাগান ৷ 6 মিনিটে টমি জুরিচের পেনাল্টি থেকে করা গোল প্রথমার্ধের সংযুক্তি সময়ে ফিরিয়ে দেন লিস্টন কোলাসো ৷ সংযুক্তি সময়েই গোল করে সবুজ-মেরুনকে এগিয়ে দেন জাতীয় দলে জুরিচের একদা সতীর্থ জেসন কামিংস ৷

দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের গোল পেয়ে যায় পেদ্রো বেনালির দল ৷ জুরিচ ফের গোল করে দলকে সমতায় ফেরানোর পর মনে করা হয়েছিল ম্যাচটা কঠিন হতে চলেছে বাগানের জন্য ৷ কিন্তু কয়েকমিনিটের মধ্যে সেই ভুল ভেঙে যায় ৷ ম্যাচের বয়স একঘণ্টার কাঁটা ছোঁয়ার কিছুক্ষণ আগে ছোট্ট একটা স্পেলে জয়ের হ্যাটট্রিক নিশ্চিত করে ফেলে বাগান ৷ 53 মিনিটে পেত্রোতোস এবং 57 মিনিটে সাহালের গোল দ্বিতীয়স্থান নিশ্চিত করে দেয় দলের ৷ আর জয়ের নেপথ্য নায়ক হিসেবে ম্যাচ সেরার পুরস্কার নিয়ে গেলেন হাবাসের প্রিয় পাত্র কাউকো ৷ সাহালের জন্য ফিনিশ মিডিওর ডিফেন্স চেরা থ্রু দেখতে বহু ক্রোশ পথ হাঁটা যায় ৷

জয়ের সঙ্গে সঙ্গে ব্যস্ত ক্রীড়াসূচির চাপ সামলাতে রোটেশন পদ্ধতিতে হাবাসের ফুটবলার ব্যবহারও নজর কাড়ছে। দীপেন্দু বিশ্বাস, অভিষেক রাজবংশীদের মত নতুন প্রতিভাদের ব্যবহার করছেন প্রত্যেক ম্যাচেই। আবার আশিস রাই, আনোয়ারদের ফিটনেস বুঝতে পরিবর্ত হিসেবে মাঠে নামালেন স্প্যানিশ কোচ। গোল করে লিস্টন কোচের আস্থার মর্যাদা রাখলেন। গোল করে এবং করিয়ে ছন্দে জেসন কামিংসও। ডিফেন্স চেরা পাস বাড়িয়ে সামাদের গোলের পথ করে দিলেন জনি কাউকো। সবমিলিয়ে 14 ম্যাচে 29 পয়েন্ট নিয়ে ওড়িশার কাঁধে নিঃশ্বাস বাগানের ৷

আরও পড়ুন:

  1. আইএসএল সূচিতে বৈষম্যের অভিযোগ সরব মোহনবাগান কোচ
  2. চোটে মরশুম শেষ পার্দোর, লাল-হলুদে এলেন মেসি-রোনাল্ডোর বিরুদ্ধে খেলা সার্বিয়ান ডিফেন্ডার

কলকাতা, 17 ফেব্রুয়ারি: তরতরিয়ে ছুটছে পালতোলা নৌকা ৷ আন্তোনিও হাবাসের হাতে সত্যিই যেন বদলে গিয়ে মোহনবাগান ৷ হায়দরাবাদ, গোয়া 'বধে'র পর শনিবার ঘরের মাঠে নর্থ-ইস্ট ইউনাইটেডকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক সেরে ফেলল মোহনবাগান সুপার জায়ান্ট ৷ সেইসঙ্গে এফসি গোয়াকে টপকে লিগ তালিকায় দু'য়ে উঠে এল সবুজ-মেরুন ৷ ঘরের মাঠে পিছিয়ে পড়ে হাইল্যান্ডারদের এদিন 4-2 গোলে হারাল হাবাসের ছেলেরা ৷ বাগানের হয়ে স্কোরশিটে নাম তুললেন লিস্টন কোলাসো, জেসন কামিংস, দিমিত্রি পেত্রাতোস এবং সাহাল আব্দুল সামাদ ৷

দুই বা তিন নয়, আমাদের লক্ষ্য লিগ টেবিলে পয়লা নম্বর স্থান ৷ সূচি নিয়ে ক্ষোভপ্রকাশের মধ্যেও নর্থ-ইস্টের বিরুদ্ধে নামার আগে নিজেদের লক্ষ্য স্থির করে দিয়েছিলেন বাগান কোচ আন্তোনিও লোপেজ হাবাস। এদিন ম্যাচের শুরুতে গোল খেয়ে গেলেও তাঁরা যে লক্ষ্যে স্থির, সময়ের সঙ্গে সঙ্গে বোঝাল মোহনবাগান ৷ 6 মিনিটে টমি জুরিচের পেনাল্টি থেকে করা গোল প্রথমার্ধের সংযুক্তি সময়ে ফিরিয়ে দেন লিস্টন কোলাসো ৷ সংযুক্তি সময়েই গোল করে সবুজ-মেরুনকে এগিয়ে দেন জাতীয় দলে জুরিচের একদা সতীর্থ জেসন কামিংস ৷

দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের গোল পেয়ে যায় পেদ্রো বেনালির দল ৷ জুরিচ ফের গোল করে দলকে সমতায় ফেরানোর পর মনে করা হয়েছিল ম্যাচটা কঠিন হতে চলেছে বাগানের জন্য ৷ কিন্তু কয়েকমিনিটের মধ্যে সেই ভুল ভেঙে যায় ৷ ম্যাচের বয়স একঘণ্টার কাঁটা ছোঁয়ার কিছুক্ষণ আগে ছোট্ট একটা স্পেলে জয়ের হ্যাটট্রিক নিশ্চিত করে ফেলে বাগান ৷ 53 মিনিটে পেত্রোতোস এবং 57 মিনিটে সাহালের গোল দ্বিতীয়স্থান নিশ্চিত করে দেয় দলের ৷ আর জয়ের নেপথ্য নায়ক হিসেবে ম্যাচ সেরার পুরস্কার নিয়ে গেলেন হাবাসের প্রিয় পাত্র কাউকো ৷ সাহালের জন্য ফিনিশ মিডিওর ডিফেন্স চেরা থ্রু দেখতে বহু ক্রোশ পথ হাঁটা যায় ৷

জয়ের সঙ্গে সঙ্গে ব্যস্ত ক্রীড়াসূচির চাপ সামলাতে রোটেশন পদ্ধতিতে হাবাসের ফুটবলার ব্যবহারও নজর কাড়ছে। দীপেন্দু বিশ্বাস, অভিষেক রাজবংশীদের মত নতুন প্রতিভাদের ব্যবহার করছেন প্রত্যেক ম্যাচেই। আবার আশিস রাই, আনোয়ারদের ফিটনেস বুঝতে পরিবর্ত হিসেবে মাঠে নামালেন স্প্যানিশ কোচ। গোল করে লিস্টন কোচের আস্থার মর্যাদা রাখলেন। গোল করে এবং করিয়ে ছন্দে জেসন কামিংসও। ডিফেন্স চেরা পাস বাড়িয়ে সামাদের গোলের পথ করে দিলেন জনি কাউকো। সবমিলিয়ে 14 ম্যাচে 29 পয়েন্ট নিয়ে ওড়িশার কাঁধে নিঃশ্বাস বাগানের ৷

আরও পড়ুন:

  1. আইএসএল সূচিতে বৈষম্যের অভিযোগ সরব মোহনবাগান কোচ
  2. চোটে মরশুম শেষ পার্দোর, লাল-হলুদে এলেন মেসি-রোনাল্ডোর বিরুদ্ধে খেলা সার্বিয়ান ডিফেন্ডার
Last Updated : Feb 18, 2024, 12:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.