কলকাতা, 5 অগস্ট: টালিগঞ্জ অগ্রগামীর পর ইস্টার্ন রেলের বিরুদ্ধেও পাঁচ গোলে জয় পেল মোহনবাগান। দেরিতে হলেও লিগে ছন্দে ফিরছে সবুজ-মেরুন। নৈহাটি স্টেডিয়ামে সোমবার ইস্টার্ন রেলকে দেওয়া ডেলো কার্ডোজার দলের 5 গোলের মধ্যে সালাউদ্দিনের নামের পাশে হ্যাটট্রিক ৷ পাশাপাশি সোমবার বাগানের হয়ে গোল করলেন ফারদিন আলি মোল্লা এবং রাজ বাসফোর।
টালিগঞ্জের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন সুহেল ভাট। এদিন সেই দায়িত্ব নিলেন সালাউদ্দিন। এদিন জয়ের ফলে প্রথম ছ'য়ে ঢুকে পড়ল মোহনবাগান । কলকাতা লিগে এবার সবুজ-মেরুনের শুরু মোটেই ভালো হয়নি। প্রথম তিন ম্যাচে জয়হীন ছিল তারা। হারতে হয় ডার্বিও ৷ তারপরই ঘুরে দাঁড়ায় তারা। ডেভলপমেন্ট দল থেকে সুহেল ভাট-সহ একাধিক ফুটবলার মূল দলে অনুলীলন করছে ডুরান্ড কাপের কথা মাথায় রেখে। কিন্তু তাতেও মঙ্গলবার কলকাতা লিগের ম্যাচে সবুজ-মেরুন দাপট কমেনি। পুরো ম্যাচ জুড়েই সালাউদ্দিন, ফারদিন আলিরা দাপিয়ে বেড়ালেন।
প্রথমার্ধে 33 মিনিটে ফারদিন আলি মোল্লার গোলে এগিয়ে যায় মোহনবাগান। তার আগে একাধিক সুযোগ নষ্ট করে তারা। দ্বিতীয়ার্ধে আসে বাকি চার গোল। রেল রক্ষণের অফসাইড ট্র্যাপ এড়িয়ে দ্বিতীয় গোল করে যান সালাউদ্দিন। এরপর পেনাল্টি থেকে দলের তৃতীয় গোল রাজ বাসফোরের। এদিন 90 মিনিটে মোট 30টি শট নেয় বাগান। তবে হ্যাটট্রিকে দিনের সেরা হয়েও সুযোগ নষ্টের আক্ষেপ সালাউদ্দিনের গলায়। তবে কোচের আস্থার মর্যাদা রাখতে পেরে খুশি তিনি।
কোচ কার্ডোজো জানান, দেরিতে হলেও দল ছন্দে ফিরছে। আপাতত বাকি ম্যাচে জয়ের ধারাবাহিকতা বজায় রাখাই লক্ষ্য। যাতে প্রথম তিনে ঢুকে পড়া যায়। প্রতিপক্ষ ইস্টার্ন রেলকে সহজ প্রতিপক্ষ বলতে রাজি নন তিনি। কলকাতা লিগে যে কয়টি দল খেলছে তারা প্রত্যেকেই শক্তিশালী বলে মনে করেন কার্ডোজা।