ETV Bharat / sports

মশাল নিভিয়ে ফের ডার্বির রং সবুজ-মেরুন, কোচ এলেও পয়েন্ট এল না লাল-হলুদে - ISL 2024 25

ফের আইএসএল ডার্বি জয় মোহনবাগানের ৷ যুবভারতীতে সবুজ-মেরুন জিতল 2-0 গোলে ৷ গোলদাতা দুই অজি বিশ্বকাপার ম্যাকলারেন ও পেত্রাতোস ৷

JAMIE MACLAREN CELEBRATION
গোলের উচ্ছ্বাস ম্যাকলারেনের (MOHUN BAGAN MEDIA)
author img

By ETV Bharat Sports Team

Published : Oct 19, 2024, 9:30 PM IST

Updated : Oct 19, 2024, 9:41 PM IST

কলকাতা, 19 অক্টোবর: ম্যাচের 72 মিনিটে জেমি ম্য়াকলারেন যখন মাঠ ছাড়ছেন তখন করতালি দিয়ে অভিবাদন জানাচ্ছে সবুজ-মেরুন গ্য়ালারি ৷ উল্টোদিকে লাল-হলুদ গ্য়ালারির রঙটা তখন ফিকে অনেকটাই ৷ ম্য়াচে শেষে সেটা আরও ফিকে হল ৷ কারণ আইএসএল ডার্বিতে আবারও হারতে হল ইস্টবেঙ্গলকে ৷ ম্য়াচের ফল 2-0 ৷

চার ম্য়াচ হেরে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া লাল-হলুদ বড় ম্যাচকে আঁকড়েই ফেরার স্বপ্ন দেখেছিল ৷ তিন পয়েন্ট তো দূর, নয়া কোচ অস্কার ব্রুজো এক পয়েন্টও দিত পারলেন না মশালব্রিগেডকে ৷ অন্যদিকে মিনি ডার্বির পর বড় ম্যাচ জিতে দু'য়ে উঠে এল সবুজ-মেরুন ৷ গোল করলেন হোসে মোলিনার দলের দুই অজি বিশ্বকাপার ম্য়াকলারেন ও দিমিত্রি পেত্রাতোস ৷

কাকভোরে শহরে পৌঁছনো ইস্টবেঙ্গলের নয়া কোচ অস্কার ব্রুজোকে বড় ম্যাচের ডাগ-আউটে দেখে অবাক হয়েছিলেন অনেকে ৷ দিয়ামানতোকোসকে বেঞ্চে রেখে একাদশে হেক্টর, ক্রেসপো, তালাল ও ক্লেইটনকে নিয়ে দল সাজান তিনি ৷ হেক্টরের সঙ্গে সেন্টার-ব্য়াকে বাগানের প্রাক্তনী আনোয়ার আলি ৷ তবে সাইডলাইনে কোচ ছটফট করলেও মাঠে প্রথমার্ধে নিষ্প্রভ লাল-হলুদ ফুটবলাররা ৷ গ্রেগ স্টুয়ার্ট, জেমি ম্যাকলারেন, মনবীর সিংরা বারেবারে নাভিশ্বাস তুললেন ইস্টবেঙ্গল রক্ষণের ৷ গোলরক্ষক প্রভলসুখন গিলের বদান্য়তায় বারদু'য়েক নিশ্চিত গোল রক্ষা হলেও 41 মিনিটে মনবীরের মাটি ঘেঁষা শট থেকে চকিতে নেওয়া ম্য়াকলারেনের শট খুঁজে নেয় গোলের ঠিকানা ৷

প্রথমার্ধে মনবীরের একটি গোল অফসাইডের কারণে বাতিলও হয় ৷ একাদশে প্রথমবার শুরু করা ডেভিডকে তুলে দ্বিতীয়ার্ধে পিভি বিষ্ণুকে নামান ব্রুজো ৷ আক্রমণে খানিকটা ঝাঁঝ এলেও তাতে লাভ কিছু হয়নি ৷ এরপর ক্লেইটন সিলভাকে তুলে দিয়ামানতাকোসকে নামান নয়া কোচ ৷ তাতে দু'একটি হাফচান্স এলেও সমতা ফেরেনি লাল-হলুদে ৷ উলটে ম্য়াচ শেষের কয়েকমিনিট আগে গ্রেগ স্টুয়ার্টের থ্রু ধরে গোলমুখে আগুয়ান পরিবর্ত দিমিত্রি পেত্রাতোসকে বক্সে ফাউল করেন গিল ৷ রেফারি পেনাল্টির নির্দেশ দিলে নিশানায় অব্যর্থ থাকেন পেত্রাতোস ৷ 89 মিনিটে বাগান 2-0 করতেই ম্য়াচের ললাটলিখন স্পষ্ট হয়ে যায় ৷

শেষমেশ 2-0 গোলে জিতে ডার্বিতে অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখল সবুজ-মেরুন ৷ অন্যদিকে টানা পাঁচ ম্য়াচ হেরে আরও আঁধার লাল-হলুদে ৷ পাঁচ ম্য়াচে 10 পয়েন্ট নিয়ে মোহনবাগান যখন দু'য়ে ৷ কোনও পয়েন্ট না নিয়ে লিগের একেবারে তলানিতে ইস্টবেঙ্গল যেন বড়ই বেমানান ৷

কলকাতা, 19 অক্টোবর: ম্যাচের 72 মিনিটে জেমি ম্য়াকলারেন যখন মাঠ ছাড়ছেন তখন করতালি দিয়ে অভিবাদন জানাচ্ছে সবুজ-মেরুন গ্য়ালারি ৷ উল্টোদিকে লাল-হলুদ গ্য়ালারির রঙটা তখন ফিকে অনেকটাই ৷ ম্য়াচে শেষে সেটা আরও ফিকে হল ৷ কারণ আইএসএল ডার্বিতে আবারও হারতে হল ইস্টবেঙ্গলকে ৷ ম্য়াচের ফল 2-0 ৷

চার ম্য়াচ হেরে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া লাল-হলুদ বড় ম্যাচকে আঁকড়েই ফেরার স্বপ্ন দেখেছিল ৷ তিন পয়েন্ট তো দূর, নয়া কোচ অস্কার ব্রুজো এক পয়েন্টও দিত পারলেন না মশালব্রিগেডকে ৷ অন্যদিকে মিনি ডার্বির পর বড় ম্যাচ জিতে দু'য়ে উঠে এল সবুজ-মেরুন ৷ গোল করলেন হোসে মোলিনার দলের দুই অজি বিশ্বকাপার ম্য়াকলারেন ও দিমিত্রি পেত্রাতোস ৷

কাকভোরে শহরে পৌঁছনো ইস্টবেঙ্গলের নয়া কোচ অস্কার ব্রুজোকে বড় ম্যাচের ডাগ-আউটে দেখে অবাক হয়েছিলেন অনেকে ৷ দিয়ামানতোকোসকে বেঞ্চে রেখে একাদশে হেক্টর, ক্রেসপো, তালাল ও ক্লেইটনকে নিয়ে দল সাজান তিনি ৷ হেক্টরের সঙ্গে সেন্টার-ব্য়াকে বাগানের প্রাক্তনী আনোয়ার আলি ৷ তবে সাইডলাইনে কোচ ছটফট করলেও মাঠে প্রথমার্ধে নিষ্প্রভ লাল-হলুদ ফুটবলাররা ৷ গ্রেগ স্টুয়ার্ট, জেমি ম্যাকলারেন, মনবীর সিংরা বারেবারে নাভিশ্বাস তুললেন ইস্টবেঙ্গল রক্ষণের ৷ গোলরক্ষক প্রভলসুখন গিলের বদান্য়তায় বারদু'য়েক নিশ্চিত গোল রক্ষা হলেও 41 মিনিটে মনবীরের মাটি ঘেঁষা শট থেকে চকিতে নেওয়া ম্য়াকলারেনের শট খুঁজে নেয় গোলের ঠিকানা ৷

প্রথমার্ধে মনবীরের একটি গোল অফসাইডের কারণে বাতিলও হয় ৷ একাদশে প্রথমবার শুরু করা ডেভিডকে তুলে দ্বিতীয়ার্ধে পিভি বিষ্ণুকে নামান ব্রুজো ৷ আক্রমণে খানিকটা ঝাঁঝ এলেও তাতে লাভ কিছু হয়নি ৷ এরপর ক্লেইটন সিলভাকে তুলে দিয়ামানতাকোসকে নামান নয়া কোচ ৷ তাতে দু'একটি হাফচান্স এলেও সমতা ফেরেনি লাল-হলুদে ৷ উলটে ম্য়াচ শেষের কয়েকমিনিট আগে গ্রেগ স্টুয়ার্টের থ্রু ধরে গোলমুখে আগুয়ান পরিবর্ত দিমিত্রি পেত্রাতোসকে বক্সে ফাউল করেন গিল ৷ রেফারি পেনাল্টির নির্দেশ দিলে নিশানায় অব্যর্থ থাকেন পেত্রাতোস ৷ 89 মিনিটে বাগান 2-0 করতেই ম্য়াচের ললাটলিখন স্পষ্ট হয়ে যায় ৷

শেষমেশ 2-0 গোলে জিতে ডার্বিতে অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখল সবুজ-মেরুন ৷ অন্যদিকে টানা পাঁচ ম্য়াচ হেরে আরও আঁধার লাল-হলুদে ৷ পাঁচ ম্য়াচে 10 পয়েন্ট নিয়ে মোহনবাগান যখন দু'য়ে ৷ কোনও পয়েন্ট না নিয়ে লিগের একেবারে তলানিতে ইস্টবেঙ্গল যেন বড়ই বেমানান ৷

Last Updated : Oct 19, 2024, 9:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.