ETV Bharat / sports

এসিএল-টু ম্যাচে ভিসা সমস্যায় বাগান, বিদেশিদের ছাড়াই ইরানে সবুজ-মেরুন! - AFC CHAMPIONS LEAGUE TWO

MOHUN BAGAN ARE IN TROUBLE: ইরানে কি খেলতে যেতে পারবেন মোহনবাগানের বিদেশিরা ৷ এসিএল-2'র দ্বিতীয় ম্যাচের আগে সমস্য়ায় বাগান শিবির ৷ আগামী 2 অক্টোবর ট্র্যাক্টর এসসি'র মুখোমুখি হবে সবুজ-মেরুন ৷

MOHUN BAGAN ARE IN TROUBLE
বিদেশিদের ভিসা সমস্য়ায় বাগান (ETV Bharat)
author img

By ETV Bharat Sports Team

Published : Sep 21, 2024, 5:27 PM IST

কলকাতা, 21 সেপ্টেম্বর: ঘরের মাঠে দুর্বল রভশন ক্লাবকে পেয়েও হারাতে ব্যর্থ মোহনবাগান সুপার জায়ান্ট ৷ যা এসিএল-2'র শুরুতেই খানিকটা ব্য়াকফুটে ঠেলে দিয়েছে সবুজ-মেরুনকে ৷ দ্বিতীয় ম্য়াচের আগে সমস্য়া আরও তীব্র মোহনবাগান শিবিরে ৷ যদিও সমস্য়াটা এবার মাঠের বাইরের কারণে ৷ ভিসা সমস্যার কারণে ইরানের মাটিতে ট্র্যাক্টর এসসি'র বিরুদ্ধে সবুজ-মেরুনের বিদেশিদের খেলতে যাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে ৷ যা চিন্তায় ফেলেছে ম্য়ানেজমেন্টকে ৷

আগামী 2 অক্টোবর ইরানের মাটিতে মোহনবাগানের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-টু'য়ের ম্য়াচ ট্র্যাক্টর এসসি'র বিরুদ্ধে ৷ কিন্তু ওই ম্যাচে বিদেশিদের ছাড়াই দল সাজাতে হতে পারে মোহনবাগানকে। এমনকী ইরানে যেতে না-পারার তালিকায় রয়েছেন খোদ হোসে মোলিনাও। দিমিত্রি পেত্রাতোস, জেমি ম্যাকলারেন, জেসন কামিংস ,টম আলড্রেড, আলবার্তো রড্রিগেজ; এমনকী নয়া বিদেশি নুনো রেইজের কেউই সম্ভবত যেতে পারছেন না ভিসা সংক্রান্ত সমস্যায়। ভারতের মাটিতে খেলতে আসা অধিকাংশ বিদেশি ফুটবলারদের ইরানে খেলতে যাওয়ার উপরে ভিসায় নিষেধাজ্ঞা থাকে। সেই কারণেই ইরানে গিয়ে ট্র্য়াক্টর এসসি-র বিরুদ্ধে খেলা হচ্ছে না বাগানের বিদেশিদের। এমনকী ভারতীয় ফুটবলারদের কতজন ওই দেশে খেলতে যেতে রাজি হবেন সেই ব্যাপারেও প্রশ্নচিহ্ন রয়েছে।

এখন প্রশ্ন হল কেন এই অসুবিধা? ইরানে প্রবেশ করলে পাসপোর্টের ওপর অভিবাসন দফতর যে সিলমোহর দেয়, তা পরবর্তী সময়ে বিশ্বের অন্যদেশে প্রবেশের অন্তরায় হয়ে যায়। ফলত সমস্যা এড়িয়ে যেতে চান সকলেই। আর সেই কারণেই হয়তো ট্র্যাক্টরের বিরুদ্ধে তাদের দেশে বিদেশিহীন খেলতে হতে পারে বাগানকে ৷ মোহনবাগান সুপার জায়ান্ট কর্তৃপক্ষ এই সমস্যার কথা স্বীকার করেছে। তবে নিশ্চিত এখনও কিছু বলা যাচ্ছে না ৷ সমস্যা সমাধানের চেষ্টা যে বাগান ম্য়ানেজমেন্ট করছে, সে ব্যাপারে সন্দেহ নেই ৷ তবে চেষ্টা কতটা ফলপ্রসূ হবে, তা নিয়ে চিন্তা রয়েই যাচ্ছে ৷

এব্যাপারে মোহনবাগান সচিব দেবাশিস দত্তের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বরং বেশি চিন্তিত দলের আইএসএল সূচি নিয়ে ৷ কারণ 2 অক্টোবর ইরানের ক্লাবের বিরুদ্ধে খেলে ফিরে 5 অক্টোবর আইএসএলে মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে খেলতে হবে সবুজ-মেরুনকে ৷ সবমিলিয়ে এসিএল-2'র দ্বিতীয় ম্যাচ নিয়ে উদ্বেগে বাগান শিবির ৷ এ ব্যাপারে ফেডারেশন সভাপতি কল্য়াণ চৌবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, চূড়ান্ত সিদ্ধান্ত বিদেশমন্ত্রকই নেবে ৷

কলকাতা, 21 সেপ্টেম্বর: ঘরের মাঠে দুর্বল রভশন ক্লাবকে পেয়েও হারাতে ব্যর্থ মোহনবাগান সুপার জায়ান্ট ৷ যা এসিএল-2'র শুরুতেই খানিকটা ব্য়াকফুটে ঠেলে দিয়েছে সবুজ-মেরুনকে ৷ দ্বিতীয় ম্য়াচের আগে সমস্য়া আরও তীব্র মোহনবাগান শিবিরে ৷ যদিও সমস্য়াটা এবার মাঠের বাইরের কারণে ৷ ভিসা সমস্যার কারণে ইরানের মাটিতে ট্র্যাক্টর এসসি'র বিরুদ্ধে সবুজ-মেরুনের বিদেশিদের খেলতে যাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে ৷ যা চিন্তায় ফেলেছে ম্য়ানেজমেন্টকে ৷

আগামী 2 অক্টোবর ইরানের মাটিতে মোহনবাগানের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-টু'য়ের ম্য়াচ ট্র্যাক্টর এসসি'র বিরুদ্ধে ৷ কিন্তু ওই ম্যাচে বিদেশিদের ছাড়াই দল সাজাতে হতে পারে মোহনবাগানকে। এমনকী ইরানে যেতে না-পারার তালিকায় রয়েছেন খোদ হোসে মোলিনাও। দিমিত্রি পেত্রাতোস, জেমি ম্যাকলারেন, জেসন কামিংস ,টম আলড্রেড, আলবার্তো রড্রিগেজ; এমনকী নয়া বিদেশি নুনো রেইজের কেউই সম্ভবত যেতে পারছেন না ভিসা সংক্রান্ত সমস্যায়। ভারতের মাটিতে খেলতে আসা অধিকাংশ বিদেশি ফুটবলারদের ইরানে খেলতে যাওয়ার উপরে ভিসায় নিষেধাজ্ঞা থাকে। সেই কারণেই ইরানে গিয়ে ট্র্য়াক্টর এসসি-র বিরুদ্ধে খেলা হচ্ছে না বাগানের বিদেশিদের। এমনকী ভারতীয় ফুটবলারদের কতজন ওই দেশে খেলতে যেতে রাজি হবেন সেই ব্যাপারেও প্রশ্নচিহ্ন রয়েছে।

এখন প্রশ্ন হল কেন এই অসুবিধা? ইরানে প্রবেশ করলে পাসপোর্টের ওপর অভিবাসন দফতর যে সিলমোহর দেয়, তা পরবর্তী সময়ে বিশ্বের অন্যদেশে প্রবেশের অন্তরায় হয়ে যায়। ফলত সমস্যা এড়িয়ে যেতে চান সকলেই। আর সেই কারণেই হয়তো ট্র্যাক্টরের বিরুদ্ধে তাদের দেশে বিদেশিহীন খেলতে হতে পারে বাগানকে ৷ মোহনবাগান সুপার জায়ান্ট কর্তৃপক্ষ এই সমস্যার কথা স্বীকার করেছে। তবে নিশ্চিত এখনও কিছু বলা যাচ্ছে না ৷ সমস্যা সমাধানের চেষ্টা যে বাগান ম্য়ানেজমেন্ট করছে, সে ব্যাপারে সন্দেহ নেই ৷ তবে চেষ্টা কতটা ফলপ্রসূ হবে, তা নিয়ে চিন্তা রয়েই যাচ্ছে ৷

এব্যাপারে মোহনবাগান সচিব দেবাশিস দত্তের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বরং বেশি চিন্তিত দলের আইএসএল সূচি নিয়ে ৷ কারণ 2 অক্টোবর ইরানের ক্লাবের বিরুদ্ধে খেলে ফিরে 5 অক্টোবর আইএসএলে মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে খেলতে হবে সবুজ-মেরুনকে ৷ সবমিলিয়ে এসিএল-2'র দ্বিতীয় ম্যাচ নিয়ে উদ্বেগে বাগান শিবির ৷ এ ব্যাপারে ফেডারেশন সভাপতি কল্য়াণ চৌবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, চূড়ান্ত সিদ্ধান্ত বিদেশমন্ত্রকই নেবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.