নয়াদিল্লি, 25 এপ্রিল: 4 ওভার বল করে 73 রান ৷ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এই স্কোর করে লজ্জার নজির গড়লেন গুজরাত টাইটান্সের পেসার মোহিত শর্মা ৷ দিল্লি ক্যাপিটালসের ইনিংসের শেষ ওভারে মোহিতের বিরুদ্ধে 23 রান নেন অধিনায়ক ঋষভ পন্ত। 24 বলে 73 রান খরত করেও কোনও উইকেটও পাননি মোহিত ৷ সেই সঙ্গে এদিন বাসিল থাম্পির আইপিএলে এক ম্যাচে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড ভেঙে দেন তিনি। সানরাইজার্স হায়দরাবাদের বাসিল থাম্পি 2018 সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে 4 ওভারে 70 রান দিয়েছিলেন। গতকাল সেই রান টপকে 'শীর্ষে' উঠলেন মোহিত ৷
বুধবার টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন শুভমন গিল ৷ দিল্লি ক্যাপিটালস ব্যাট করতে নেমে খারাপভাবে শুরু করে ৷ কিন্তু শেষের ছবিটা একেবারেই অন্যরকম ছিল ৷ বিধ্বংসী মেজাজে খেলা শেষ করে দিল্লি ৷ শেষ দুই ওভারে 53 রান আসে দিল্লির পকেটে। 18তম ওভারেও হয় 14 রান। যার কারিগর দিল্লি অধিনায়ক ঋষভ পন্ত ৷ 43 বলে 88 রান করেন উইকেটরক্ষক ব্যাটার ৷ তাঁকে সঙ্গ দেন অক্ষর প্যাটেলও ৷ তিনি 43 বলে 66 রান করেন ৷ ত্রিস্তান স্টাবসও করেন 26 রান ৷
পাওয়ার প্লে-তে 3 উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ডিসি শেষ পর্যন্ত 4 উকেটে 224 রান তোলে। য়ার মধ্যে একাই 73 রান দেন টাইটান্সের মোহিত শর্মা ৷ বাসিল থাম্পিকে টপকে তিনি সবথেকে বেশি রান দেওয়ার শীর্ষস্থান দখল করেছেন ৷ পাশাপাশি, সেই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন যশ দয়াল। গত বছর গুজরাতের হয়েই কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে চার ওভারে 69 রান দিয়েছিলেন তিনি।
আরও পড়ুন: