ETV Bharat / sports

সংযুক্তি সময়ে গোল খেয়ে আইএসএল আত্মপ্রকাশে হার মহামেডানের - ISL 2024 25 - ISL 2024 25

NORTH EAST UNITED BEAT MOHAMMEDAN: লড়েও আইএসএল আত্মপ্রকাশে হারতে হল মহামেডানকে ৷ সংযুক্তি সময়ের গোলে তিন পয়েন্ট নিয়ে গেল ডুরান্ড চ্য়াম্পিয়ন নর্থ ইস্ট ৷

NORTH EAST UNITED BEAT MOHAMMEDAN
হার মহামেডানের (MOHAMMEDAN SC TWITTER)
author img

By ETV Bharat Sports Team

Published : Sep 16, 2024, 9:33 PM IST

Updated : Sep 16, 2024, 10:00 PM IST

কলকাতা, 16 সেপ্টেম্বর: নির্ধারিত 90 মিনিট গোলশূন্য থাকায় মনে হচ্ছিল পয়েন্ট নিয়েই বুঝি আইএসএলে আত্মপ্রকাশ হতে চলেছে মহামেডান স্পোর্টিংয়ের ৷ কিন্তু ভুল ভাঙল ম্য়াচের সংযুক্তি সময়ে ৷ আলেদিন আজারাইয়ের অতিরিক্ত সময়ের গোলে আইএসএল আত্মপ্রকাশে নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে হেরে গেল সাদা-কালো ব্রিগেড ৷

ডুরান্ড চ্যাম্পিয়নদের বিরুদ্ধে অভিযান শুরু করাটা মোটেই সহজ ছিল না মহামেডানের কাছে ৷ যদিও সাদা-কালো শিবিরের কোচ ম্যাচের আগে হুঙ্কার দিয়ে জানিয়েছিলেন যে, তাঁরাও আই লিগ চ্য়াম্পিয়ন ৷ কোচের বার্তায় মান্যতা দিয়ে এদিন পেদ্রো বেনালির দলের বিরুদ্ধে যথেষ্ট লড়াই ছুড়ে দিলেন অ্যালেক্সিস গোমেজ, জোসেফ আদজেইরা ৷ এদিন সারা ম্যাচে 61 শতাংশ বল দখলে রাখল আন্দ্রে চের্নিশভের ছেলেরা ৷ কিন্তু আইএসএলের মঞ্চে অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাজিমাত করে গেল 'হাইল্যান্ডার্স' ৷

আব্দুল কাদিরি চোট পেয়ে ছিটকে যাওয়ায় এখনও ষষ্ঠ বিদেশি নির্বাচন হয়নি মহামেডানে ৷ এদিন চের্নিশভের একাদশে চার বিদেশি হিসেবে ছিলেন জোসেফ আদজেই, মির্জালল কাশিমভ, অ্যালেক্সিস গোমেজ এবং লোবি মানজোকি ৷ এদের মধ্যে আইএসএল অভিষেকের মঞ্চে নজর কাড়লেন মিডফিল্ডার গোমেজ এবং ডিফেন্ডার কাশিমভ ৷ প্রথমার্ধে এদিন রক্ষণ জমাট রাখতে সক্ষম হয় সাদা-কালো ব্রিগেড ৷ দ্বিতীয়ার্ধেও ডানদিক বরাবর জিতিন এমএসের একের পর এক আক্রমণ সামলে পয়েন্ট পাওয়ার দোরগোড়ায় চলে গিয়েছিল মহামেডান ৷

জিতিন সহজ সুযোগ নষ্ট না-করলে অনেক আগেই গোল পেয়ে যেতে পারত ডুরান্ড চ্যাম্পিয়নরা ৷ কিন্তু তাতে মহামেডানের লড়াইকে খাটো করা যায় না ৷ দ্বিতীয়ার্ধে নেস্তর আবলবাইচকে তুলে মরক্কোর স্ট্রাইকার আজারাইকে মাঠে নামান বেনালি ৷ সংযুক্তি সময়ে গোল করে সুপার-সাব বনে গেলেন তিনিই ৷ থই সিংয়ের কাটব্যাক ধরে 94 মিনিটে আজারাইয়ের বাঁ-পায়ের শট জড়িয়ে যায় জালে ৷ সেইসঙ্গে তিন পয়েন্ট নিশ্চিত হয় নর্থ-ইস্টের ৷ শনিবার গোয়ার বিরুদ্ধে ঘরের মাঠেই দ্বিতীয় ম্যাচ মহামেডানের ৷

কলকাতা, 16 সেপ্টেম্বর: নির্ধারিত 90 মিনিট গোলশূন্য থাকায় মনে হচ্ছিল পয়েন্ট নিয়েই বুঝি আইএসএলে আত্মপ্রকাশ হতে চলেছে মহামেডান স্পোর্টিংয়ের ৷ কিন্তু ভুল ভাঙল ম্য়াচের সংযুক্তি সময়ে ৷ আলেদিন আজারাইয়ের অতিরিক্ত সময়ের গোলে আইএসএল আত্মপ্রকাশে নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে হেরে গেল সাদা-কালো ব্রিগেড ৷

ডুরান্ড চ্যাম্পিয়নদের বিরুদ্ধে অভিযান শুরু করাটা মোটেই সহজ ছিল না মহামেডানের কাছে ৷ যদিও সাদা-কালো শিবিরের কোচ ম্যাচের আগে হুঙ্কার দিয়ে জানিয়েছিলেন যে, তাঁরাও আই লিগ চ্য়াম্পিয়ন ৷ কোচের বার্তায় মান্যতা দিয়ে এদিন পেদ্রো বেনালির দলের বিরুদ্ধে যথেষ্ট লড়াই ছুড়ে দিলেন অ্যালেক্সিস গোমেজ, জোসেফ আদজেইরা ৷ এদিন সারা ম্যাচে 61 শতাংশ বল দখলে রাখল আন্দ্রে চের্নিশভের ছেলেরা ৷ কিন্তু আইএসএলের মঞ্চে অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাজিমাত করে গেল 'হাইল্যান্ডার্স' ৷

আব্দুল কাদিরি চোট পেয়ে ছিটকে যাওয়ায় এখনও ষষ্ঠ বিদেশি নির্বাচন হয়নি মহামেডানে ৷ এদিন চের্নিশভের একাদশে চার বিদেশি হিসেবে ছিলেন জোসেফ আদজেই, মির্জালল কাশিমভ, অ্যালেক্সিস গোমেজ এবং লোবি মানজোকি ৷ এদের মধ্যে আইএসএল অভিষেকের মঞ্চে নজর কাড়লেন মিডফিল্ডার গোমেজ এবং ডিফেন্ডার কাশিমভ ৷ প্রথমার্ধে এদিন রক্ষণ জমাট রাখতে সক্ষম হয় সাদা-কালো ব্রিগেড ৷ দ্বিতীয়ার্ধেও ডানদিক বরাবর জিতিন এমএসের একের পর এক আক্রমণ সামলে পয়েন্ট পাওয়ার দোরগোড়ায় চলে গিয়েছিল মহামেডান ৷

জিতিন সহজ সুযোগ নষ্ট না-করলে অনেক আগেই গোল পেয়ে যেতে পারত ডুরান্ড চ্যাম্পিয়নরা ৷ কিন্তু তাতে মহামেডানের লড়াইকে খাটো করা যায় না ৷ দ্বিতীয়ার্ধে নেস্তর আবলবাইচকে তুলে মরক্কোর স্ট্রাইকার আজারাইকে মাঠে নামান বেনালি ৷ সংযুক্তি সময়ে গোল করে সুপার-সাব বনে গেলেন তিনিই ৷ থই সিংয়ের কাটব্যাক ধরে 94 মিনিটে আজারাইয়ের বাঁ-পায়ের শট জড়িয়ে যায় জালে ৷ সেইসঙ্গে তিন পয়েন্ট নিশ্চিত হয় নর্থ-ইস্টের ৷ শনিবার গোয়ার বিরুদ্ধে ঘরের মাঠেই দ্বিতীয় ম্যাচ মহামেডানের ৷

Last Updated : Sep 16, 2024, 10:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.